Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Vaiṣṇava Dāsānudāsa Tanmaya dāsa (Mayapur - India)

*।।হরে কৃষ্ণ।।* 

জয় ও৺ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য ১০৮ শ্রী শ্রীমৎ জয়পাতাকা স্বামী পতিত পাবন গুরু মহারাজের শ্রীচরণ কমলে শত কোটি দণ্ডবৎ প্রনাম নিবেদন করি। হে পতিত পাবন গৌর ধনজয় শ্রী গুরুদেব আমি আপনার এক আযোগ্য সন্তান। আমার নাম তন্ময় দাস, জীবনে প্রথম বার আমি লেখার সুযোগ পেয়ে আমি ধন্য। হে গুরুদেব আমি অতিব মূর্খ, অজ্ঞান, কর্মহীন এক দূরাত্মা। আজ ব্যাস পূজোর এই শুভ লগ্নে আমি আপনার নিকট আমার জীবনে আপনার কৃপায় ভক্তি পথে আসার যে সুযোগ পেয়েছি তা আপনাকে নিবেদন করতে চাই। এই লিখাতে আমার কোনো ভুল বা অপরাধ হলে নিজ দাস গুণে ক্ষমা করে দেবেন হে গুরুদেব।

হে গুরুদেব ছোটো থেকেই আমার ভাগবৎ ভক্তির বিষয়ে জানার খুব ইচ্ছে ছিল। ছোটো থেকেই আমি আমার জেঠুর মুখে শ্রীকৃষ্ণ কথা শুনে শুনে বড় হয়েছি। কিন্তু সঠিক পথের সন্ধান পাইনি। আমি যেই বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পড়া সম্পুর্ণ করেছি সেই বিদ্যালয়ের পাশেই তৈরি হয়েছিল এক ইস্কন মন্দির। আমি রোজ সেই মন্দিরের পাশ দিয়ে যেতাম, আসতার আর মন্দিরের কার্য ক্রমে দেখে খুব আকৃষ্ট হতাম। খুব ইচ্ছে করতো ভেতরে যাওয়ার কিন্তু যেতাম না। প্রতিবছর রথযাত্রায় সামনে দাঁড়িয়ে রথ দেখতাম কীর্তন শুনতাম অনুষ্ঠান দেখতাম কিন্তু সেরকম ভাবে কারো সাথে পরিচয় হয়ে ওঠেনি। 

আমার উচ্চমাধ্যমিক পরিক্ষার এক সপ্তাহ আগে আমি ঠিক করলাম বাড়ির সকলে মিলে ইসকন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। তাই পুজোর বিধি নিষেধ জানতে আমি যাই মন্দিরের পরিচালক কমিটির সাথে কথা বলতে । তারপর একদিন সপরিবারে মন্দিরে গিয়ে নামহট্ট অনুষ্ঠান করে আসি এবং ওই অনুষ্ঠান আমার এতটাই ভাল লাগে যে আমি সেখানে একটা কীর্তন গেয়ে শোনাই। আমার মুখে কীর্তন শুনে সেখানে ভক্তরা আমার তাদের সাথে যোগদান করতে অনুপ্রাণিত করে। এবং উচ্চমাধ্যমিকের পর রোজ সকালে আমি মন্দিরে যাওয়া শুরু করি। আমার ইসকন এর সাথে যোগদান হবার পর প্রথম অনুষ্ঠানটি দিল আপনার ব্যাস পূজা মহোৎসব ২০১৬ সালে সেই দিন আমি উপবাস থেকে পুষ্পাঞ্জলি ও প্রথমবার তিলক সেবা করি এরপর থেকে ইসকনের সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে ওঠে। ক্রমে ক্রমে আমি ও আমার বাড়ির প্রত্যেক সদস্য ভক্তি পথে চলে আসি, প্রথম প্রথম আমার মা ভক্তিযোগের বাধা সৃষ্টি করলেও আপনার কৃপায় এখন বাড়ির সকলেই প্রসাদ ভোজি।

হে পতিত পাবন গুরুদেব আমার এখন আপনার চরণে একটি নিবেদন আছে। আপনি কৃপা করুন যেন আমি আমার স্বপরিবারে আপনার আনুগত্যে ভগবত ভক্তি করতে পারি এবং এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারে।

 

                                       ইতি,

                   আপনার এক অযোগ্য সন্তান

                  বৈষ্ণব দাসানুদাস তনময় দাস

                               ।। হরে কৃষ্ণ।।