Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Sudevī Kr̥pāmayī devī dāsī (Cooch Behar - India)

হরেকৃষ্ণ
গুরুমহারাজ কৃপা করে আমার এই বিনীত  নিবেদন  গ্রহণ করুন
আমি গত বছর বাংলাদেশ
ভ্রমণ করতে গিয়ে, ঢাকা  স্বামীবাগ মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন কতে যাই ।
সেখানে গিয়ে খুবই ভালো লেগেছে ।      সবাই খুব ভালো, ওখানকার ভক্ত বৃন্দ।
ওনাদের চরণে শতকোটি প্রনাম আমার ।                               সন্ধ্যা
আরতির পরে, দেখা করতে যাই শুদ্ধ বৈষ্ণব ও মন্দিরের পরিচালনায় যিনি, ওনার সাথে,
উনি সর্ব সময় খুব ব্যস্ত থাকেন,তবু ও আমাদের সময় দিয়েছেন ওনার মূল্যবান সময়
থেকে কিছু সময়,,,।তিনি হলেন পতিত উদ্ধার দাস ব্রহ্মচারী প্রভু,,,।প্রভু আমাদের
শুনিয়েছেন গুরুদেবএর  লীলা,গুরুমহারাজ অন্তরযামী,,সেই সত্যি প্রবচন ।
গুরুদেব বাংলাদেশ দীক্ষা দিতে স্বামীবাগ মন্দিরে গিয়ে ছিলেন  সাল কত ঠিক মনে
পড়ছে না আমার,,।।
ওখানকার এক ভক্ত তার সহধর্মিণী কে সাথে নিয়ে গুরুমহারাজ কে দর্শন করতে
আসেন ,দীক্ষা নিতে নয়, দীক্ষা নেওয়ার মতো উপযুক্ত ছিলেন তিনারা, মন্দিরে
যাওয়ার পর গুরুদেব কে দর্শন করলেন । গুরুদেব বললেন দীক্ষা নিতে এসেছে?  তিনারা
বললেন না গুরুদেব, । গুরুদেব বললেন কেন? উনি বললেন আমার মায়ের অনুমতি নিয়ে
আসিনি গুরুদেব,, মায়ের অনুমতি না নিয়ে আমরা  দীক্ষা নিতে পারব না, মা শুনলে
কষ্ট পাবেন মনে ।   গুরুদেব বললেন তোমরা দীক্ষা নেওয়ার মতো উপযুক্ত, তাহলে কেন
নেবে না?,  উনি বললেন গুরুদেব,,, মা কে তো বলেনি দীক্ষা নিতে এসেছি, আর তখন
গুরুদেব বললেন দীক্ষা তোমরা নাও,  মায়ের অনুমতি আমি এনে দেব,তোমার মায়ের
অনুমতি আমি নিয়েই তোমাদের দীক্ষা দেব ।।         

তারপর তারা দীক্ষা নিতে
বাধ্য হলেন। দীক্ষা নেওয়ার পর তারা বাড়ি ফিরেআসে।মনে ভয় নিয়ে মাকে কিভাবে বলবে
দীক্ষানেওয়ার কথা?,,,,,সকাল সকাল বাড়ি গিয়ে ছিল , তক্ষুনি কেউ ওঠেনি, মা ও ,
তার পর চুপ চাপ তিনি ঘরে গিয়ে বসে একটু  বিশ্রাম নিতে গেলেন ।মাতাজী ভাবলেন
কাজ শেষ করে স্নান করে , মঙ্গল আরতি করবেন । মাতাজীর কাজের শব্দে ঘুম থেকে উঠে
পড়ে শাশুড়ি মা।
ছুটে এসে বলে বৌমা তোমরা চলে এসেছে? গুরুদেব তোমাদের দীক্ষা দিয়েছেন? বৌমা খুব
ভয় পেয়ে গেল, মনে মনে বলতে লাগলেন উনি কিভাবে জানলেন? ভয়ে ভয়ে বললেন মা আমি
কিছু জানিনা, আপনার ছেলে সব জানে, ছেলেকে বলুন,,,,,,,,,,,,,মা ছুটে যান ছেলের
কাছে  , কিরে তোদের দীক্ষা হয়ে গিয়েছে? চিৎকার করে কাঁদতে কাঁদতে মা বললেন? বল
,,,বল    তোদের দীক্ষা হয়েছে কি না? ।
ছেলে তো অবাক !!! মা তুমি জানলে কিভাবে? আমাদের দীক্ষার খবর?    মা দৌরে গিয়ে
পাশের ঘর থেকে নিয়ে এলেন গুরুদেব এর একটি চিএ পট , ছেলেকে বলে দেখ দেখ এই তোর
গুরুদেব না?,,,। ছেলে বলে হ্যা মা তুমি জানলে কিভাবে?        মা কাঁদতে কাঁদতে
বলেন কাল রাতে উনি এসে ছিলেন আমার কাছে  ,তোদের দীক্ষা নেওয়ার ,,,অনুমতি নিতে,
আমি অনুমতি দিয়ে দিয়েছি ।                ততক্ষণে ঘুম থেকে জেগে উঠছে বাড়ির
বাকিরা,    সবাই বলে মা ঘুমের মধ্যে  রাতে খুব কান্না করছিল   ।বুঝতে পারছিলেন
না কি হয়েছে মায়ের, আর মা ও কিছু বলছেন না,  সুধু বলেছিলেন সব সকালে ঘুম থেকে
উঠে বলবেন,,,।এই জানতে পারলেন সকলেই রাতে মায়ের সাথে কি ঘটে ছিল, তার পর থেকেই
বাড়ির সকলেই এখন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য,,,,,,,,,   ।
সকলেই বলুন অন্তরযামী  পতিত পাবন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ
কি,,,,,,,জয়,,জয়,,জয়,,হরেকৃষ্ণ,,।
প্রভু এবং মাতাজী ছিলেন আমার আত্মীয়,,,হরিবোল ।

                                 ইতি -
                আপনার কৃপার আশায়।
                 সুদেবী কৃপাময়ী দেবী দাসী