Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Ratnēśvarī Viśākhā devī dāsī (Mayapur - India)

হে গুরুমহারাজ,

আপনি আপনার পতিত কন্যার শতকোটি প্রণাম গ্রহণ করুন। আমি খুবই সাধারণ, না,সাধারণ বললেও ভুল হবে। আমি ভীষণই দুরাচারী, অনাচারী ছিলাম, কিন্তু আপনি এতটাই পতিত পাবন, দয়ার সাগর, করুনাময় যে, আমাকেও আপনি কৃপা করতে আপনার হাত আমার মাথায় রাখলেন। আমি আপনার কাছে চিরঋণী, কিন্তু এই ঋণ আমি শোধ করতে চাই ও না, জানি কখনো পারবোও না। আমি আপনার কাছে চিরঋণী হয়ে আপনার পদযুগলে থাকতে চাই। আমি কি চাইব, আপনার কাছে, আপনি তো চাওয়ার অবসরটুকু ও দেন নি, তার আগেই আমাকে পরিপূর্ণ করেছেন। এখন আপনার কাছে  আমার একটাই  প্রার্থনা, আমার ভক্তি নেই, আপনি কৃপা করে আমাকে ভক্তি দান না করলে আমি দুর্বলতম থেকেও দুর্বলতম একজন। তাই আপনি আমাকে কৃপা করে এই ভক্তি দান করুন আমি যেন, মৃত্যুকালে আপনার চরণকমলে থেকে মৃত্যু  যন্ত্রণা সহ্য করতে পারি, আর জীবদ্দশায় আপনার আদেশ যেন পালন করতে পারি, পরিশেষে আপনার চরণকমলে এই  প্রার্থনা, আমার কথার দ্বারা আমি যদি আপনার কষ্টের কারণ হয়ে থাকি তাহলে কৃপা করে আমাকে ক্ষমা করবেন গুরুমহারাজ, হরে কৃষ্ণ...

আপনার কৃপাধন্যা কন্যা,
রত্নেশ্বরী বিশাখা দেবী দাসী