Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Monohara Madana Mohana dāsa (Mymensingh - Bangladesh)

হরেকৃষ্ণ....... 
শ্রীলগুরুদেবর ব্যাসপুজা শ্রদ্ধাঞ্জলি অর্ঘ.......
প্রথম আমি আমার পরমারাদ্ধ  গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের চরণে সশ্রদ্ধ দন্ডবৎ প্রণাম নিবেদন করি ও ইসকন প্রতিষ্ঠা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শ্রীলপ্রভুপাদ চরণে শতকোটি দন্ডবৎ প্রণাম নিবেদন করি।
হে আমার প্রিয় পরম বান্ধব নিত্য পিতা......
আপনি মহান এক আচার্য পিতা গুরু....
আপনার ভালবাসা মমতা অপূর্ব স্নেহ...... 
আপনার কৃষ্ণ প্রেমভক্তি স্পর্শে ছোঁয়া অপার.....
আপনার দৃষ্টি সূর্যের আলো মত চারিদিকে..... 
যে এই সূর্য আলোর কৃপা লাভ করেছে.....
তার মানব জন্ম ধন্য আপনার কৃপা,তে.....
আপনি সাক্ষাত করুনা মূর্তি প্রকাশ....
প্রকৃতি আলো ছাড়া যেমন চারিদিক অন্ধকার..... 
আপনার করুনা প্রকৃতি আলো থেকে বিশাল.....
গঙ্গার স্পর্শ যেমন জীবের পাপনাশ হয়....
আপনার শুধু দর্শন মাত্র জীবের হৃদয়ে..... 
সমস্ত পাপ রাশি দূর হয়ে জীবের  হৃদয়ে..... 
পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি বীজ অঙ্কুরিত হয়.....
বটবৃক্ষ ছায়া যেমন জীবের ক্লান্তি দূর করে.....
তেমনি যখন আমরা প্রচার ক্লান্তি অনুভব করি.....
শুধু আপনার নাম স্মরণ করা মাত্র জীবের.....
সমস্ত ক্লান্তি দূর হয়ে পুণরায় প্রচার অংশ গ্রহণ করে.....
আপনি শ্রীলপ্রভুপাদের শিক্ষা শিক্ষত..... 
মহান এক আচার্য গুরু যা বিশ্বে অগণিত.....
পতিত জীবআত্মাকে কৃপাবর্ষন করার জন্য.....
নগরে নগরে দ্বারে দ্বারে বিশ্বের দুয়ারে.....
নিজেকে শ্রীলপ্রভুপাদের চরণে উৎসর্গ করে......
কষ্টের সাগরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে..... 
হুইল চেয়ারে বসে বিশ্বের অগণিত শিষ্যদেরকে..... 
পাহাড়ের ঝর্না বারির মত কৃপা দিয়ে চলছেন.....
আপনি সেই গৌরাঙ্গের নিত্য পার্ষদ যার প্রেমর বন্যা......
প্লাবিত হয়ে জগত হরিনামের গঙ্গা ঢুব দিচ্ছে..... 
সেই অমৃত প্রেমর গঙ্গা জগতকে ঢুবানোর জন্য...... 
আজও হুইলচেয়ার বসে বাহু তোলে উচ্চস্বরে...... 
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে...... 
মহাপ্রভু ভবিষ্যত বাণী প্রচার করে  চলেছেন.....
আমার মত নগণ্য পতিত জীব আত্মাকে.... 
যে কি,না ড্রেনর কীটের যোগ্য না সেই......
আপনি অহেতুকী কৃপাবর্ষন করে আমার মত.....
চন্ডাল কে আপনার চরণে আশ্রয় দিয়ে....... 
মানব জন্মকে  সার্থক করে দিয়েছেন.....
আমার দেহকে যদি আপনার চরণে পাপস বানায়......
তারপর আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না.....
আপনার কাছে এই অধম জীব আত্মার প্রার্থনা.... 
জন্মজন্মান্তরে আপনার চরণে আমাকে ঠাঁই দিন.....
আমাকে আপনার ও শ্রীলপ্রভুপাদের গুরুগৌরাঙ্গ সেবা প্রচার কার্যে, বিষয়, কামের,চঞ্চল ইন্দ্রিয় দুষ্ট মনকে আপনাদের সেবায় প্রচার কার্যে নিজেকে নিয়োজিত করতে পারি। 
সেই কৃপা প্রদান করুন হে আমার পরমারাদ্ধ  শ্রীলগুরুদেব.....
আপনার জয় হোক গুরুদেব, ভক্ত রক্ষক ভগবান নরসিংদেব আপনাকে সর্বদা সুস্থ রাখুক আমাদেরকে আরো বেশি কৃপা প্রদান করার জন্য। 
আজ আপনার ব্যাসপুজা ৭১তম ২০২০ গুরুদক্ষিণা সরুপ আপনাকে এই সামান্যতম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম হে প্রিয় গুরুদেব।
অসংখ্য ধন্যবাদ ও দন্ডবৎ প্রণাম  জানায়, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)প্রতিষ্ঠাতা জগতগুরু শ্রীলপ্রভুপাদকে, যিনি এত সুন্দর ইসকন নামক সোসাইটি তৈরি করেছেন বা দিয়ে গেছেন যার জন্য আমরা এক মহান আচার্য সদগুরুদেব পেয়েছি।
ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক ......
জয় হোক পরমগুরু শ্রীলপ্রভুপাদের.... 
জয় হোক আমার পরমারাদ্ধ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের....
জয় হোক আমার শিক্ষাগুরু....