শ্রীল গুরুদেবের শ্রদ্ধাঞ্জলি অর্ঘ্য...
প্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরুমহারাজের চরণে সশ্রব্ধ দদণ্ডবৎ প্রণাম নিবেদন করি ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের চরণকমলে শতকোটি প্রণাম নিবেদন করি।
ওহে গুরুদেব,কি যোগ্যতা আছে আমার বলিব তোমার কথা...
তোমার করুণা ছাড়া যে,
মোর এ জীবনই বৃথা...
এ হেন করুণা তোমার,তুমি
আলোকে প্লাবিত কর...
আমারই মত কত অধমের
তুমি ভয় সন্ত্রাস হর...
আপন আলয় ভুলে কত না জীব
হয়েছে দৃষ্টমতি
কৃপা কর দিয়েছ তাদের দিব্যপ্রেমের গতি
ভকতির বাণী এনেছ তুমি
বিশ্ববাসীর দুয়ারে...
এত শারীরিক পীড়ার মাঝেও করেছ প্রচার
বসে ঐ হুইলচেয়ার
করুণার পরশ লইয়া এসেছ তুমি
জানে এ জগৎবাসী
অন্তিমে শুধু বলব হে গুরুদেব
তোমাকে অনেক ভালবাসি।।
হে গুরুদেব আজ আপনার ৭১তম ব্যাসপূজা,আজ এই শুভ কামদা একাদশীর শুভক্ষণে আপনি এসেছিলেন এ ভাবে জগৎবাসী ও আমার মত অধমকে কৃপাদান করার জন্য,সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি আপনি।ভগবান শ্রীনৃসিংহদেবকে প্রার্থনা করি যেন আপনাকে সুস্থ রাখেন আরও আরও আরও প্রচার করার জন্য।শ্রীল প্রভুপাদের স্বপ্ন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য।মহাপ্রভুর জয় হোক,শ্রীল প্রভুপাদের জয় হোক,জয় হোক আমার পরমপিতার।হরেকৃষ্ণ
ইতিঃআপনার অধম সন্তান জয়ন্তী পদ্মা দেবী দাসী