Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Shuvojit Modak (Kolkata - India)

নমঃ ওঁম বিষ্ণু পাদায়ও কৃষ্ণ পৃষ্ঠীয়ও ভূতলে 
শ্রীমতএ  জয় পতাকা স্বামী নীতি নিমিনে। 
নামাচার্য পাদায়ও নিতাই কৃপা প্রদায়নি 
গৌর  কথা ধাম ও দায়ও নগর গ্রাম তারিনে।। 

জয় গুরুমহারাজ,

আপনার  শ্রী চরণ কোমল এ আমি স্বশ্রদ্ধ প্রণতি নিবেদন  করি। 

শ্রী চৈতন্য মহাপ্রভু  ভবিষৎ বাণী করেছিলেন যে "পৃথিবীতে  আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর এই নাম" আর সেই ভবিষৎ বাণী বাস্তবে রূপ দান করতে তাঁর  সেনাপতি  ভক্ত শ্রীল প্রভুপাদ  এই জগৎ এ আভির্ভূত হন। আর প্রভুপাদ আর স্বপ্ন পূরণ  করার জন্য আপনি ধরা ধাম এ এসেছেন। ইসকন আর যাত্ৰা শুরু থেকে আজ পর্যন্ত আপনি অক্লান্ত পরিশ্রম করছেন নিজের শারীরিক অসুস্থতা কে তুচ্ছ করে। আপনার চরণ আশ্রয়  করে বহু বদ্ধ জীব তাঁর নিজের আলয় ভগবানের কাছে ফিরে যেতে পারছে, ভগবান জগৎ বাসির জন্য আপনাকে একটি উপহার রূপ এ পাঠিয়েছেন। সেই ভগবানের বাণী আপনি সারা পৃথিবীতে বিলাচ্ছেন, এমনকি নিজে মৃত্যুর সম্মুখীন  হয়ে। আপনি একজন পিতা হয়ে সবাইকে আশ্রয় দিচ্ছেন। আপনার একটি বাণী " যত ক্ষণ প্রাণ ততো ক্ষণ প্রচার " যা নব যুবক বৃন্দ দের মধ্যে প্রচুর  উদ্দম তৈরি করে। 

আমি খুবই  পতিত জীবন কাটাচ্ছিলাম, সেই সময় আমার শিক্ষা গুরুর কৃপায় আপনার নিকট আসতে পেরেছি এবং আমার  ভক্তি জীবন শুরু হয়েছে  আপনার  আশীর্বাদে। 

আমায় করুনা করুন গুরুমহারাজ আমি যেন  সারা জীবন শ্রী রাধা মাধব, পঞ্চত্ব ভগবান, শ্রী নারসিম্হা দেব,  শ্রী জাগ্গান্নাথ বলদেব সুভদ্রা মহারানী,  শ্রীল প্রভুপাদ এবং আপনার অনুগত  দাস হয়ে সেবা করতে পারি। আমি যেন আপনার আশীর্বাদএ আপনার  কাছে দীক্ষা  গ্রহণের জন্য  নিজেকে যোগ্য  করে তুলতে  পারি খুব তাড়াতড়ি।   

আপনার দাস,
শুভজিৎ