Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Sādhu Sevaka dāsa (Kolkata - India)

গুরু মহারাজের 71 তম ব্যাসপূজা উপলক্ষে, আমি তার চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের গুন ও মহিমা অপ্রাকৃত। তাই তা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে আমি অক্ষম। তাও তার ব্যাস পূজা উপলক্ষে বৈষ্ণবের আদেশে এই অধমের ক্ষুদ্র প্রচেষ্টা।

 পারম্পুজ্য গুরু মহারাজ পরম দয়ালঃ- গুরু মহারাজ হলেন গৌরলীলায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর মতো পরম দয়ালু। নিত্যানন্দ প্রভু যেমন, অকাতরে ধনী-দরিদ্র নির্বিশেষে গৌরপ্রেম এবং ভাগবত জ্ঞান প্রচার করে সকলকে উদ্ধার করেছিলেন।ঠিক তেমনি শ্রীলজয়পতাকা স্বামী গুরুমহারাজ বর্তমান সময়ে ভাগবত বাণী প্রচার এবং দীক্ষার মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা চিন্তা না করে,সকলকে পাপ থেকে উদ্ধার করে চলেছেন। -তিনি বৈষ্ণব সমাজের প্রেরণা 

স্রোতঃ- শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ হলেন বর্তমান সময়ের আমার মত অধম জীব ও অন্যান্য বৈষ্ণব বর্গে র জন্য প্রেরণা স্রোত। আমরা সকলেই জানি তিনি বহু সময় ধরে শারীরিক প্রতিবন্ধকতার জর্জরিত হয়েও, এত প্রবল উদ্যমের সহিত প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন,যা আমাদের সকলের জন্য প্রেরণাদায়ক। 

-গুরুমহারাজ হলেন শ্রীল প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্যঃ- মহাভারতের রণাঙ্গনে অর্জুন যেমন তার চরম প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়ে তার গুরু শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন, তেমন গুরুমহারাজ তার চরম প্রতিবন্ধকতা সত্ত্বেও শ্রীল প্রভুপাদের বাণীর প্রতি একনিষ্ঠ। যা একজন যোগ্য শিষ্যের পরিচয়।  

-আদর্শ বৈষ্ণব আচার্যঃ- শাস্ত্রীয় মতে যিনি,-' আপনি আচরে ধর্ম জীবেরে শেখায়।' তিনি হলেন যথার্থ আচার্য। আমরা গুরু মহারাজের আচারে এবং ব্যবহারের সমস্ত বৈষ্ণব গুণাবলী দর্শন করতে পারি। তাই তিনি হলেন প্রকৃত বৈষ্ণব আচার্য। এই রকম বহু অপ্রাকৃত গুণান্বিত শুদ্ধ ভক্ত গুরু রূপে প্রাপ্ত হয়ে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করি।

 ইতি দাসানুদাস -

সাধু সেবক দাস

/হাওরা/পশ্চিমবঙ্গ