Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Suvarṇasena dāsa (Mayapur - India)

হে পরম প্রিয় শ্রীলগুরুদেব

আপনার শ্রীপাদপদ্মদ্বন্দ্বে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। দেখতে দেখতে আমরা আবার আমাদের অতিপ্রিয়, অতি প্রতীক্ষিত কামদা একাদশীর দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। সেইকারণে নিজেকে অতি অযোগ্য ও বিষয়ী-অধম জানা সত্ত্বেও আপনার গুণমহিমা চর্চা করার দুঃসাহস করছি, আত্মসংশোধনার্থে।

কবিরাজ গোস্বামী যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর পাষণ্ডীদলনবানা রূপে শ্রীমন্নিত্যানন্দ প্রভুর জয়গান করেছেন, আপনিও যে তেমনই শ্রীল প্রভুপাদের বিজয়বানা, জয়ধ্বজা তা পুনরায় গত অতিমারীকালে তা আরও একবার সূর্যের মতই স্বতঃপ্রকাশিত করলেন। কলির অত্যাধুনিক ক্লেশরূপী অতিমারীতে যখন সংসার দাবানল আরও প্রবল হয়ে উঠল, তখন আপনিও অত্যাশ্চর্যজনকভাবে ZOOM এর মাধ্যমে আরও অধিক কৃপাবর্ষণ করে প্রমাণ করলেন – ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। দুর-দুরান্তের, গ্রাম-গ্রামান্তরের, প্রত্যন্ত অঞ্চলের ভক্তগণ যারা নিজগৃহে আপনার প্রাকট্য স্বপ্নেও কখনও আশা করতে পারতেন না (যদিও আলেখ্যরূপে আপনি সর্বদাই সেখানে উপস্থিত), এই অভিনব প্রচার পদ্ধতির মাধ্যমে আপনি তাদের সকলে গৃহে প্রকটিত হয়েছেন সারা বছর ধরে এবং মহাপ্রভুর আন্দোলন তথা ভক্তবৃন্দ উভয়কেই পুনরুজ্জীবিত করেছেন। এইভাবে অপসংস্কৃতির অন্যতম বাহক অত্যাধুনিক ইন্টারনেট ব্যবস্থাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে ব্যবহার করার মাধ্যমে পবিত্র করে দৃষ্টান্ত স্থাপন করলেন যে – সবকিছুই কৃষ্ণসেবায় ব্যবহার্য।আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে।। (চৈচ, আদি ৩.২০)

আপনি কেবল আদর্শ গুরুই নন, সর্বোপরি একজন আদর্শ গৌড়ীয় বৈষ্ণব। কৃষ্ণ যেমন বলেছেন –ঠিক তেমনই আপনি কেবল নির্দেশ প্রদান করেই সন্তুষ্ট থাকেননি বরং সর্বাদা সর্বাগ্রে তা নিজে করে দেখিয়েছেন। হে আচার্য, শিষ্য বলে আমি আপনার অন্ধ গুণগান করছি না, বরং এটাই বাস্তব যা বারে বারে প্রমাণিত হয়েছে।

অতিমারী চলাকালীন ন্যূনতম ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের নির্দেশ প্রদানের সাথে সাথে আপনি স্বয়ং এখনও পর্যন্ত তা পালন করে চলেছেন। বহুক্ষেত্রে ভক্ত বা শিষ্যবর্গ এ ব্যপারে শিথিল হলেও আপনি সর্বদাই তা কঠোরভাবে পালন করে বুঝিয়েছেন যে, এ দেহ শ্রীল প্রভুপাদের সেবায় নিয়োজিত, সুতরাং তা নিজ সম্পত্তি মনে করে খেয়ালখুশীমত তার সুরক্ষা গ্রহণে শিথিলতা কখনই উচিত নয়।

অসুস্থ লীলায় অংশগ্রহণ করে আপনি দেখিয়েছেন কিভাবে সর্বাবস্থায় কৃষ্ণভাবনাময় থাকতে হয়। আর সেই সঙ্গে নানাবিধ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার সূত্রে ভক্তিশূণ্য অগণিত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মহামন্ত্র ও ভক্তি দান করে কৃষ্ণসঙ্গে যুক্ত করেছেন। ঠিক যেমন শ্রীনিত্যানন্দপ্রভু মার খেয়ে প্রেম দিয়েছিলেন।

আমার মত অযোগ্য শিষ্যবর্গের ব্যক্তিগত কুঅভ্যাসের ফল নিজ দিব্য শরীরে ধারণ করে আমাদের কর্মফল হাসিমুখে ভোগ করেছেন আপনি। এমনকি এত অসুস্থতার মধ্যেও শ্রীল প্রভুপাদকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে নিজ জীবন বিপন্ন করেও আপনি বহু হতভাগ্য জীবকে নিজ শ্রীচরণাশ্রয় প্রদান করে উদ্ধার করে চলেছেন। এমনকি এই অতিমারীকালে  তা সরাসরি সম্ভব না হলে ইন্টারনেটের মাধ্যমেও প্রদান করেছেন।

তবে আপনার যে গুণটি আমার মতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য তা হল, নিজ দায়িত্ব ও কর্তব্যের সীমা অতিক্রম করেও সেবা করার প্রবণতা। যেমন - আপনি শ্রীল প্রভুপাদের গুরুভ্রাতাদের সঙ্গে যখন মিলিত হতেন তখন তাঁদের প্রণামী প্রদান করতেন। যদিও সন্ন্যাসী হিসাবে এটা আপনার ক্ষেত্রে আবশ্যক ছিল না, এটি গৃহস্থের কর্তব্য, তথাপি এভাবে আচরণের দ্বারা আপনি আমাদের (বিশেষ করে আমাকে) শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণকর্তৃক প্রদত্ত ধনের একটি নির্দিষ্ট অংশ সঠিক স্থানে দান করতে হয়।

শ্রীল ভক্তিতীর্থ স্বামী, শ্রীল ভক্তিচারু স্বামী তথা অন্যান্য গুরুবৃন্দের সহসা অপ্রকটের পর তাঁদের প্রায় অনাথ শিষ্যবর্গের যত্ন গ্রহণ ও আপন হৃদয়ে স্থান প্রদান করে আপনি বুঝিয়েছেন যে – উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম্। এভাব আপনি তাদের শোকস্তব্ধ হৃদয়ে এই আশার সঞ্চার করেছেন যে – নিতাইএর চরণ সত্য তাঁহার সেবক নিত্য।

বৈদিক তারামণ্ডল সমন্বিত চন্দ্রোদয় মন্দির নির্মাণ ও তাঁর রক্ষণাবেক্ষণের জন্য আপনি ব্যক্তিগতভাবে শ্রীল প্রভুপাদের বহু শিষ্যবর্গ, যাঁরা কোন কারণে দুর দুরান্তে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, তাঁদের সকলকে একত্রিত করে মায়াপুর প্রকল্পে যুক্ত করেছেন ও করে চলেছেন। শ্রীল প্রভুপাদের স্বপ্ন পূরণার্থে সম্মিলিতভাবে শ্রীমন্মহাপ্রভুর বাণীপ্রচারের উদ্দেশ্যে ইসকন বহির্ভূত সকল সারস্বত বৈষ্ণবগণকে একত্রিত করার কঠিন দায়িত্বও আপনিই গ্রহণ করেছেন।

আপনার ও আপনার সুযোগ্য নেতৃস্থানীয় সন্ন্যাসী বা অন্যান্য ভক্তদের পরিচালনাতেই শ্রীধাম মায়াপুর থেকে প্রতি বৎসর শ্রীল প্রভুপাদের গীতা ও অন্যান্য অগণিত গ্রন্থ বিতরন হয়ে থাকে। তথাপি আপনি স্বয়ং ব্যস্ত দিনচর্চা ও শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও ব্যক্তিগতভাবে গ্রন্থ ম্যারাথনে অংশগ্রহণ করে সপ্তম স্থান অধিকার করে আমাদের মত অকর্মন্য শিষ্যদের উদ্বুদ্ধ করেছেন এই মহান সেবায় অংশগ্রহণ করার কাজে।

গত ডিসেম্বরে আমি ব্যক্তিগতভাবে নামহট্ট পরিচালক মণ্ডলীর নির্দেশক্রমে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বহু উৎসাহী ভক্তদের সক্রিয় সহায়তায় কিছু গ্রন্থ প্রচারের আয়োজন করেছিলাম। আমাদের সেই সামান্য সংখ্যার প্রচারটি ছিল আপনার নিকট সমুদ্রের কাছে বিন্দুর ন্যায়, তথাপি আপনি এই সামান্য সেবাতে কেবল খুশীই হননি, বরং ব্যক্তিগতভাবে আমাদের নিকট আপনার দিব্য আশীর্বাদ প্রেরণ করেছেন। আপনার প্রতিনিধিস্বরূপ শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী আমাদের আশীর্বাদ প্রদান করলেও, আপনি নিজের অমূল্য সময় দিয়ে আমাদের মত তুচ্ছ ভক্তবৃন্দের উৎসাহ বর্ধন করেছেন।

নামহট্টের প্রচারকালে আমি দীক্ষা বা চরণাশ্রয়ের ব্যপারে বহু নবীন ভক্তকে যখন জিজ্ঞাসা করি যে কেন আপনাকেই তারা গুরুরূপে বরণ করতে চান, তারা অধিকাংশই কোন সুস্পষ্ট উত্তর দিতে পারেন না। তারা কেবল আপনাকে দর্শন করেই আপনার শরণাগত হতে চান। পরবর্তীকালে আমি বুঝেছি, নরোত্তম ঠাকুর যেমন বলেছেন – গঙ্গার পরশে হয় পশ্চাদে পাবন। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ।। আপনার কৃপাকটাক্ষ লাভকারী ভক্তরাও তাই কোনওরূপ শাস্ত্রজ্ঞান লাভের পূর্বেই ভক্তিজীবন অনুশীলনে ব্রতী হয়ে পড়ে।

আমার মনে আছে কয়েকবছর পূর্বে ব্যাসপূজার দিন আপনি বলেছিলেন শিষ্যরা যেন আপনাকে আচার্যপাদ বলে সম্বোধন না করে, কারণ সে সম্বোধন যথাযোগ্য জিবিসি চাইছিল না শ্রীল প্রভুপাদ ছাড়া ইসকনে আর কারও কোন বিশেষ উপাধি থাকুক। এভাবে আপনি বর্তমান ইসকনের অন্যতম বরিষ্ঠ সদস্য, গুরু ও বিশ্বপ্রচারক হওয়া সত্ত্বেও জিবিসির নির্দেশ পালন করার আগ্রহ প্রকাশ করে এটা বোঝালেন যে আমাদের দৃষ্টিকোন থেকে সঠিক মনে হোক বা না হোক প্রতিটি ইসকন সদস্যের উচিত জিবিসির প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা। কারণ এটাই ছিল শ্রীল প্রভুপাদের অন্তিমসময়ের নির্দেশসমূহের মধ্যে একটি।

হে গুরুদেব, আপনার গুণমহিমা বর্ণন করতে গিয়ে আমি এখন বুঝতে পারছি যে, আমার মত ব্যক্তির পক্ষে আপনার গুণসমুদ্রে অবগাহন করা অসম্ভব ব্যপার। আমি যা কিছু বলার চেষ্টা করলাম তা সেই সমুদ্রের তীরের নুড়িমাত্র। কবিরাজ গোস্বামী যেমন বলেছেন – নিত্যানন্দ মহিমাসিন্ধু অনন্ত অপার। এককণা স্পর্শিমাত্র সে কৃপা  তাঁহার।। তেমনই অযোগ্য পুত্রের প্রতিও পিতার যেমন বাৎসল্য থাকে, সেইপ্রকার আপনার বাৎসল্যরূপ কৃপাশক্তির দ্বারাই এটি সম্ভব হল।

এই ব্যাসপূজা দিনে আমি আরও উপলব্ধি করছি যে আপনার মত গুরুদেবের দুর্লভ আশ্রয় লাভ করেও জেনে শুনে বিষ খাওয়ার মতই দশেরও অধিক বৎসর নিষ্ক্রিয় ভক্ত হয়ে আপনাকে প্রচারে সেরকম কোনও সাহায্য করতে পারি নি। আমার মনে পড়ে যে একবার আপনি আমাকে ব্যক্তিগতভাবে ভালো গৃহস্থ হওয়ারও নির্দেশ দিয়েছিলেন। হে গুরুদেব, আমি কথা দিচ্ছি যে আর সময় নষ্ট না করে আমি সর্বতোভাবে আপনার নির্দেশ মত প্রচারে পূর্ণমাত্রায় অংশগ্রহণ তথা সাহায্য করব, অন্য ভক্তের সঙ্গে তুলনা না করে ভালো গৃহস্থ হয়ে আপনার মত দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করব এবং  সর্বোপরি আমি নরোত্তম ঠাকুরের – হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপাবলোকন কর আমি বড় দুখী।। এই ভাব আশ্রয় করে আপনার কৃপাকটাক্ষের জন্য নিত্যকাল প্রার্থনা করব। কারণ, ভগবান নিত্যানন্দ প্রভুর বিজয়পতাকা হওয়ায় আপনি তাঁরই মত অধম-উত্তম কিছুই বিচার করেন না, এটাই আমার একমাত্র ভরসা।

জয়প্রেমভক্তিদাতা পতাকা তোমার। অধম-উত্তম কিছু না কৈলে বিচার।।

আপনার দাসানুদাস

সুবর্ণসেন দাস ও সুন্দরী ললিতা দেবী দাসী

গলসী, পূর্ব বর্ধমান, প.ব.