Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Shatabdi Biswas (Mayapur - India)

শ্রদ্ধেয় শ্রীল গুরুমহারাজ

জগতগুরু শ্রীল প্রভু পাদের চরণে শতকোটি প্রনাম। প্রভু পাদ আপনার অসীম অহৈতুকী কৃপার ফলে আপনার অনুগামী স্বামী জয়পতাকা মহারাজের কৃপায় ধন্য হয়েছে আমার সমগ্র পরিবার। আমরা মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে পারি নি। তবু গুরুমহারাজ আপনার কৃপায় আপনার  অনুগত শিষ্য সুর্বন সেন প্রভু এবং বনমালী প্রভুর দ্বারা ভীষণ উপকৃত হয়েছি। সেই দিক থেকে আপনাকে শিক্ষা গুরু হিসাবে গ্রহণ করেছি। আপনার যোগ্য শিষ্যের সংস্পর্শে এসে আপনার মাহাত্ম্য শিক্ষার্দশের স্বরূপ জানতে সক্ষম হয়েছি। শিষ্যদের সঙ্গ লাভ করে ভগবান সম্পর্কে বহু জ্ঞান অর্জন করলাম। জানতে পারলাম ভগবান কে। ভাগবত কথা চৈতন্য কথা যখন ক্লাসে শুনেছি অবাক হয়ছি শাস্ত্রকথা এত মধুর বুঝতে পারিনি। ভগবানকে ভালোবাসতে শিখলাম।
জীবনে যখনই জাগতিক হতাশা দুঃখ কষ্ট দ্বারা পীড়িত হয়েছি আপনার দিক্ষীত ভক্ত দের সঙ্গ করে প্রভু পাদের বই পড়ে শক্তি সঞ্চার করেছি। আপনার পাদপদ্মে আমার ও আমার পরিবারের প্রতিটি সদস্যের বিনীত প্রনাম। আপনি যে ভাবে সমগ্র জগতে সব ভক্তদের  জীবনতরীর কাণ্ডারী ধরে আছেন তার জন্য ধন্যবাদ।জীবনের পথ চলতে আমার অনেক ভূল ত্রুটি আপনি মার্জনা করেছেন নিজ কৃপায় নাহলে আজ দুবছর ব্যাপী কৃষ্ণ সেবায় স্থির থাকতে পারতাম না। গুরুরূপে আপনি সতত পরিশুদ্ধ করছেন আমার অন্তর । আমার ইন্দ্রিয় অসংযোম ভোগ লালসা  সাধুসঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ এবং জপোযজ্ঞ দ্বারা অনেক প্রশমিত হয় এতো আপনার অহৈতুকী কৃপা ছাড়া কিছু না । আমার মত অধমকে ধীরে ধীরে শুদ্ধ ভক্তের স্তরে উন্নিত করছেন তারজন্য আপনার পাদপদ্মে শতকোটি প্রনাম। আপনার পাদপদ্মে আমাদের প্রাথর্না এভাবে আপনি জ্ঞানের কাজল পড়িয়ে আমাদের অন্ধকার থেকে উদ্ধার করুণ সর্বদা।  আপনি এত দয়ালু আমার পূর্বকৃত বহু অপরাধ মার্জনা করেছেন সেই পাপের দায় ভার আপনি গ্রহণ করে আমার মত অভক্তের মনে ভক্তি জাগিয়েছেন । অসীম করুণাশীল দিব্যচেতনা যুক্ত হে জগত গুরুমহারাজ আপনাকে জানাই সশ্রদ্ধ প্রনাম। আমার মত কলিযুগের বহু জীব প্রভু পাদ প্রতিষ্ঠিত কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে অপার আনন্দ উপভোগ করছে। হে গুরুমহারাজ আপনি সর্বদা আমার হৃদয়ে অবস্থান করে সঠিক পথে পরিচালিত করুন।আপনার অসীম করুনা থেকে যেন বঞ্চিত না হই কখনও। 
জয় গুরুমহারাজ জয়পতাকা স্বামীর  চরণপদ্মে শ্রদ্ধা জ্ঞাপক

শতাব্দী বিশ্বাস

বর্ধমান সদর

পূর্ব বর্ধমান, প.ব.