Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Veṇu Śyāmasundara dāsa (Cooch Behar - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায়‌ নগরগ্রাম তারিনে।।

পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭২ তম ব্যাসপূজার শ্রদ্ধাঞ্জলী:-


সুদূর আমেরিকা হতে এই বাংলার পথে,
আসিয়াছ মোদের করিতে পরিত্রাণ
তাই শুধু পাশ্চাত্যের নয়,শুধু বাংলার নয়,
তুমি বিশ্ববাসীর প্রাণ।

শ্রীল প্রভুপাদের অমল নির্দেশ
হৃদয়ে করিয়াছ ধারণ,
ধরণীর বুকে বিতরিলে হরিনাম
লওয়াইলে জীবে শ্রীচৈতন্যের শরণ।

কতনা কষ্ট সহিয়াছ এই ভবে,
তবু বিলাইছ মহাপ্রভুর বাণী
তোমার তুলনা নাহি প্রভু ত্রিভুবনে,
উদ্ধারিবে মোরে নিশ্চয় তাহা জানি।

চৈতন্যচরিত তোমার জীবনধন,
সেই লীলারসে সদা রহিয়াছ ডুবিয়া
ধামের মহিমা করিলে উদঘাটন
হরিনাম রসে ভাসাইলে সারা নদীয়া।

ভেদাভেদ ভুলি করিয়াছ প্রেমদান
নর্তন-কীর্তন করাইয়াছ সব জীবে,
মো-সম পতিতে কবে প্রভু দয়া করি
চরণযুগল মোর মস্তকে দিবে!

পতিতপাবন নিতাই-গৌরাঙ্গ আসি
জনে জনে দিল প্রেমময় হরিনাম,
সমগ্র ভুবনে সেই নাম বিতরিতে,
প্রচারকার্য করিতেছ অবিরাম।

দয়া করো প্রভু এই পাতকীরে এবে
করিনু মিনতি,তোমার চরণে পড়ি,
করুণা করিয়া মোর গুরুদেব হয়ে
জনমে জনমে উদ্ধারিও কেশে ধরি।

            আপনার নিত্যদাস,
               বেণু শ্যামসুন্দর দাস

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের কৃপাধন্য-
বেণু শ্যামসুন্দর দাস

[ কোচবিহার নামহট্ট;
পশ্চিম বাংলা।
ভারত। ]