Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Vaijayanti Lalitā devī dāsī (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে 

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে 

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

হে পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ, 

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক! শ্রীল গুরু মহারাজ, আপনার জয় হোক!

আপনার আবির্ভাব তিথির এই পরম মঙ্গলময় তিথিতে আপনার এই অযোগ্যা কন্যা আপনার অপরিমেয় গুণমহিমার কিঞ্চিৎ পরিমাণ যথাসাধ্য কীর্তনের মাধ্যমে কিছুটা হলেও শুদ্ধ হওয়ার প্রয়াসে ব্রতী হয়েছি। মানবজীবন লাভ করেও অর্থহীনভাবে তা নষ্ট করায় ব্যস্ত হয়ে ছিলাম, ঠিক সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি আশ্চর্যময় অপ্রাকৃত সীমাহীন করুণার সমুদ্র নিয়ে আপনি আবির্ভূত হয়েছেন এই অধমের জীবনে। হে গুরুদেব, সদগুরু লাভের কোন কঠোর প্রয়াস ব্যতিরেকেই আপনার অহৈতুকী করুণা লাভ করেছি বলে হয়তো বারবার তার গুরুত্ব না বুঝে বিষয় বিষে নিমজ্জিত হয়ে পড়ছি। কিন্তু নিতাইয়ের মতো অহৈতুকী করুণা করে আমার অযোগ্যতা বিচার না করে বারবার আমাকে বিষয় বিষের প্রলোভন থেকে ছাড়িয়ে এনে কিছু না কিছু সেবায় নিয়োজিত করেছেন। কতটা করুণা! কতটা অপার করুণা!!! আপনার করুণা এতটাই অসীম যে, আপনার সুযোগ্য বরিষ্ঠ শিষ্যের অধীনে থেকে সেবা করার সুমহান সুযোগ আমাকে প্রদান করেছেন, যদিও আমার বিন্দুমাত্র যোগ্যতাও নেই। হে গুরু মহারাজ, আপনার করুণা ভিক্ষা করি যেন সর্বদা আপনার সুযোগ্য শিষ্যদের অধীনে আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি। 

হে পতিত-পাবন গুরুদেব, 

কতটা সীমাহীন আত্মত্যাগ আপনি করছেন শুধুমাত্র আমাদেরকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য! হে দয়াময় গুরুদেব, কৃপা করুন আপনার নেতৃত্বে আপনার পেছন পেছন ভগবদ্ধামের উদ্দেশ্যে এই যাত্রাপথে আর যেন বিঘ্ন না সৃষ্টি করি, আর যেন বোঝা না বাড়াই, আর যেন পথভ্রষ্ট হয়ে এখানে ওখানে ঘুরে না বেড়াই! পরম গন্তব্য ভগবদ্ধামে আপনাকে অনুসরণ করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে যেন যাত্রা করতে পারি সেই জন্য বিশেষভাবে আপনার করুণা ভিক্ষা করি, হে গুরু মহারাজ! 

হে পতিতপাবন গুরুদেব,

পৃথিবীতে আপনার আবির্ভাবের আজকের এই মহা-মহিমান্বিত উৎসবের মঙ্গলময় মুহূর্তে আপনার শ্রীচরণকমলে শুধু এই আকুতি জানাই, কৃপা করে আমার হৃদয়ে আবির্ভূত হোন এবং সর্ব পরিস্থিতিতে, তা যতটা প্রতিকূল-ই হোক না কেন, করুণা করে আমার হৃদয়ে অবস্থানপূর্বক আমাকে দিক নির্দেশনা প্রদান করুন ঠিক যেভাবে আচরণ করলে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং আপনি সন্তুষ্ট হবেন সর্বদা আমি যেন ঠিক সেইভাবে আচরণ করি এবং কায়মনোবাক্যে আমার সর্বস্ব দিয়ে আপনার সন্তুষ্টিবিধান করা-ই যেন আমার জীবনের একমাত্র অভিলাষ হয়। আর অন্য কোন অভিলাষ যেন আমার হৃদয়ে না থাকে! আর অন্য কোন অভিলাষ যেন আমার হৃদয়ে না থাকে, হে গুরু মহারাজ, এই প্রার্থনা জানাই!

হে হৃদয়রাজ গুরু মহারাজ, 

আপনার অপ্রাকৃত প্রবচন ও বিভিন্ন মানুষের সাথে আপনার বিশেষ লীলা শ্রবণের মাধ্যমে যতটুকু পরিমাণেই আপনার সান্নিধ্য লাভ করেছি, ততই বুঝতে পেরেছি, আপনি অতল সমুদ্রের মতো, যার কোন কূল কিনারা নেই, যার তীরে দাঁড়িয়ে হয়তো কিছুটা অমৃতের ফোঁটায় সিক্ত হচ্ছি, এবং তা থেকে বুঝতে পেরেছি আপনার করুণার গভীরতা কল্পনা ও অনুমানেরও অতীত। হে গুরু মহারাজ, করুণা করে এই আশীর্বাদ করুন যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আপনার এই অমৃতময় অপ্রাকৃত সঙ্গ থেকে যেন কখনোই বঞ্চিত না হই এবং আপনার প্রতি আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে সীমাহীনভাবে বৃদ্ধি পেতে থাকুক। 

হে শ্রীল প্রভুপাদের গৌর-ধন-জন, 

গুরুদেবের নির্দেশ কিভাবে অব্যর্থভাবে সর্ব পরিস্থিতিতে পালন করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি স্বয়ং আমাদের সামনে সৃষ্টি করেছেন। জেনে না জেনে আপনার শ্রীচরণকমলে যত অপরাধ করেছি, সবকিছুর জন্য ক্ষমা ভিক্ষা করছি ও প্রার্থনা করছি আর যেন আপনার নির্দেশ অবজ্ঞা করে আপনাকে কষ্ট না দেই এবং নিত্যকাল আপনার সমস্ত নির্দেশনা যেন পালন করতে পারি করুণা করে এই শক্তি প্রদান করুন।

কবে হেন কৃপা লভিয়া এজন কৃতার্থ হইবে নাথ।

শক্তি-বুদ্ধিহীন আমি অতি দীন কর মোরে আত্মসাথ।।

যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার।

করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর।।

আপনার নিত্য দাসানুদাসানুদাস হওয়ার অভিলাষী, 

আপনার অযোগ্যা কন্যা, 

বৈজয়ন্তী ললিতা দেবী দাসী (দীক্ষা)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ