Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sonār Caitanya dāsa (Mayapur - India)

হে গুরুমহারাজ, কৃপাপুর্বক আমার সশ্রদ্ধ দণ্ডবৎ  প্রণাম গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান অত্যন্ত কৃপালু কিন্তু তিনি যখন আরো অধিক কৃপাময় হয়ে উঠেন তখন তিনি গুরু রুপে এই ধরাধামে অবতীর্ণ হন। ঠিক তেমনি হে কৃপানিধি গুরুমহারাজ, আপনি বিলাসবহুল শহর আমেরিকা ছেড়ে এই ভারতে  এসেছিলেন, আমার মত পতিত জীবদের উদ্ধারের জন্য। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে....হে আমার প্রীয় গুরু মহারাজ, আপনি শ্রীল প্রভুপাদের বাক্যকে হৃদয়ে ধারণ করেছেন এবং তা যথাযথভাবে পালন করে আমাদের শিক্ষা দিয়েছেন। হে মায়াপুর ধাম বাসির প্রাণধন, শ্রীল প্রভুপাদের দশ হাজারের মত শিষ্য ছিল, তার মধ্যে যে শিষ্য শ্রীল প্রভুপাদের প্রতিটি নির্দেশকে গভীরভাবে গ্রহণ করেছেন তিনি প্রভুপাদের প্রীয়জন হয়েছেন, এবং তারমধ্যে 
আপনি অন্যতম। হে নামহট্টের প্রানধন, ঠিক যেমন পায়েস বানানোতে যদি চিনি দেওয়া না হয় তাহলে তার মিষ্টতা আসেনা, একইভাবে ইসকন মায়াপুরে
যদি আপনার উপস্থিতি না হতো তাহলে সেটা পায়েসের মতো মিষ্টি হতো না। আমার মত অযোগ্য তুচ্ছ জীবকে আপনি চরণে স্থান দিয়েছেন এটা আমার জন্য সংসারের সবচেয়ে বড় প্রাপ্তি।  গুরুবাক্য সদা পালনের মাধ্যমে যেন এই দেহ ত্যাগ করতে পারি সে কৃপাভিক্ষা করছি।
আপনার চরণ দাসদাসানুদাস - 
সোনার চৈতন্য দাস ব্রহ্মচারী 
মায়াপুর নামহট্ট।