Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Tapa Advaita Dāsa (Mayapur - India)

শ্রীশ্রীগুরু গৌরাঙ্গ জয়তঃ

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনি তিনামিনে

নমঃ আচার্য্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে

জগৎগুরু শ্রীল প্রভুপাদের জয় হোক!

হে আমার পরমারাধ্য গুরুমহারাজ,

আপনার শ্রীচরণ কমলে আপনার এই অতি নগণ্য শিষ্যের কোটি কোটি দণ্ডবৎ প্রণতি গ্রহণ করিবেন।

আজকের এই বিশেষ দিনে আমার হৃদয়ের অন্তস্থল থেকে কিছু নিবেদন করবার প্রচেষ্টা করিতেছি। তাই আপনার কৃপাশীর্বাদ প্রার্থনা করছি।

আজ আপনার শুভ ৭২তম জন্মোৎসব তথা শ্রীশ্রীব্যাসপূজা মহোৎসব। আমার প্রতি আপনার মঙ্গলদৃষ্টি অর্পিত হইয়াছিল আজ হইতে প্রায় বিয়াল্লিশটি বৎসর পূর্বে, যখন আপনি এক বিশেষ প্রচার কার্য্যে আমাদের গৃহের সন্নিকটে প্রায় ৫০ জন দেশী-বিদেশী ভক্ত-সহযোগে তিনদিন ব্যাপী এক প্যাণ্ডাল প্রোগ্রাম অনুষ্ঠানে আগমন করিয়াছিলেন।

আজও আপনার সেই দিব্য দর্শনের কথা আমার অন্তরে সুস্পষ্ট এক চিত্রের ন্যায় বারংবার প্রতিফলিত হইতেছে। আপনার অঙ্গের সেই দিব্য জ্যোতির প্রকাশে তথা আমার পরিবার বিমোহিত হইয়া পড়িয়াছিলাম। অন্তরে আপনার সহিত বাক্যালাপের ইচ্ছা থাকিলেও আমরা খুবই সংকোচ করিয়া আপনার দিব্য প্রচার কার্যাবলী দর্শন করিতেছিলাম। ইতিপূর্বে আমরা এমন দিব্য পুরুষের দর্শন লাভ করি নাই। তাই কিংকর্তব্যবিমূঢ় হইয়া আপনাকে অবলোকন করিতেছিলাম। অতঃপর অনুষ্ঠানের অন্তিম কালে আপনি যখন আপনার গাড়িতে বসিয়া শ্রীধাম মায়াপুরের অভিমুখে রওনা করিতে প্রস্তুত হঠাত করিয়া আপনি যেন আমাদের অন্তরের ব্যাকুল ইচ্ছাকে দূর হইতেই বুঝিতে পারিয়াছিলেন। তাই আপনি আমার পিতাকে আপনার নিকট ডাকিয়া প্রশ্ন করিয়াছিলেন, “আপনি কি শ্রীধাম মায়াপুর পরিদর্শন করিয়াছেন? আপনি কি ভগবানের দিব্য নাম জপ করেন?” আপনার শ্রীমুখে বাংলা ভাষা শুনিয়া আমরা তো আরও বিস্মিত হইয়া পড়িলাম। তখন আপনি “শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা” নামক একখানি ক্ষুদ্র পুস্তিকা আমার পিতার হস্তে দিয়া বলিয়াছিলেন, “আপনারা স-পরিবারে শ্রীমায়াপুর ধামে পরিদর্শনে আসিবেন।”

আমাদের মতো এত নগণ্য এক পরিবারের প্রতি আপনার সেই আমন্ত্রণটি ছিল প্রকৃতই আমাদের পরিবারের পক্ষে বিশুদ্ধ পারমার্থিক জগত তথা শ্রীধামে প্রবেশের এক অনুমোদন পত্র। একের পর এক চমৎকার ব্যবহারে আমরা সত্যিই প্রফুল্লিত হইয়াছিলাম। আমরা ঠিক তার পরের রবিবার (১৯৭৮) শ্রীধাম মায়াপুর পরিদর্শনে গিয়াছিলাম এবং শ্রীল প্রভুপাদ তথা সমগ্র ইস্‌কন পরিবারের সুবৃহৎ কার্যক্রমের সাথে পরিচিত হইয়াছিলাম।

ক্রমশ আপনার নিকটে আমার পিতামাতা দীক্ষাপ্রাপ্ত হইলেন এবং পরবর্তীতে আমার বিদ্যালাভ সম্পূর্ণ করিবার পর গৃহস্থ জীবনে প্রবেশ করিবার পর আমিও সস্ত্রীক আপনার নিকট হইতে দীক্ষাপ্রাপ্ত হইয়া ছিলাম। জীবন অতিবাহিত হইতে থাকিলে বহির্জগতে কর্মভারে জর্জরিত হইয়া আমি একবার মনে মনে আপনার প্রতি অভিযোগ করিয়া বলিয়াছিলাম যে, “হে গুরুমহারাজ, আমি কি দীক্ষিত হইয়া এইভাবে বহির্জগতের দুঃখ-কষ্টে জর্জরিত হইতে থাকিব? আমার কি গতি হইবে গুরুমহারাজ! আপনি আমাকে পথ দর্শাইয়া আমার পারমার্থিক দীক্ষা জীবনকে সুরক্ষা প্রদান করুন!”

আপনি যে আমার মতো এক ক্ষুদ্রাতিক্ষুদ্র নগণ্য অধম শিষ্যের অন্তরের কথা জানিতেন তাহা আমার অজ্ঞাত ছিল। ঠিক তার কয়েকদিন পরেই ২০১৩ সালে আপনি আপনার অন্যতম দিব্য কার্য্যালয় “জেপিএস-আর্কাইভস,” -তে আমাকে আপনার বাণী সেবায় নিযুক্ত হইবার সুবর্ণ সুযোগ প্রদান করিলেন।

আপনার এই বাণী সেবায় আপনার বাণী সমন্বিত বিভিন্ন সেবাকার্যে নিয়োজিত হইয়া আমি আপনার কৃপাধন্য কয়েকজন কর্ণধারের (শ্রীপাদ শ্যামরসিক দাস প্রভু, তথা শ্রীপাদ পাণ্ডব দাস প্রভু, এবং শ্রীপাদ বিদ্বান্‌ গৌরাঙ্গ প্রভু) অধীনে “জেপিএস পাবলিকেশন্স” -এর সেবায় নিয়োজিত হইয়া আমার জীবন সার্থক করিবার আরও একটি দিব্য সুযোগ প্রাপ্ত হইলাম।

আপনার এই বিশেষ সেবায় নিযুক্ত হইয়া প্রতি দিবস আপনার দিব্য কার্য্যাবলীর বিভিন্ন নতুন নতুন বিষয় সম্বন্ধে অবগত হইতে পারিতেছি। শ্রীল প্রভুপাদের প্রচার কার্যকে আরও বিস্তৃত করিবার ক্ষেত্রে আপনার সেই কৈশোর জীবনের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ প্রভাব প্রতিপত্তি উপক্ষে করিয়া যেভাবে আপনার জীবনকে উৎসর্গ করিয়াছেন তাহা আজ বিশ্ব মানবের নিকট অজানা নয়। একনিষ্ঠে নিজ গুরুদেবের প্রতি সেবা নিবেদনের ক্ষেত্রে আপনি যা করিয়াছেন তাহা আমি জানিলাম যে― (১) আপনি দীর্ঘদিন গভীর রাত্রি পর্যন্ত রাত্রি জাগরণ করিয়া গুরুসেবা ও প্রচার কার্য্য করিয়াছেন। (২) এই সুবৃহৎ ইস্‌কন পরিবারের গুরুবৃন্দের প্রতিটি শিষ্যের প্রতি আপনি সমভাবাপন্ন। (৩) আপনি শ্রীল প্রভুপাদের নির্দেশে লুপ্তপ্রায় বিভিন্ন শ্রীপাটকে পুনরুজ্জীবিত করিবার জন্য ট্রাষ্ট গঠন করিয়াছেন। (৪) শ্রীল প্রভুপাদ আপনাকে শ্রীধা মায়াপুর উপহার দিয়াছিলেন এবং আপনি তার শ্রীবৃদ্ধি করিয়া ক্রমশঃ এক দিব্য বৈদিক নগরী নির্মাণ করিয়াছেন। (৫) মায়াপুর তথা সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজকে একত্রিত করিয়া তাঁহাদিগকে পুনরায় সঙ্গবদ্ধ করিবার প্রয়াস করিয়া চলিয়াছেন। (৬) পূর্বতন সমগ্র গৌড়ীয় আচার্যবর্গের রচিত লুপ্তপ্রায় গ্রন্থাবলীর পুনরুত্থান ও তাহা অনুলিপি করিয়া পুনঃমুদ্রণ করিয়া পুনঃপ্রকাশে আপনি এক বৃহৎ প্রচেষ্টা করিয়া চলিয়াছেন এবং তাহা সম্পাদন করিবার জন্য আপনার অতি অনুগত শিষ্যগণকে নিযুক্ত করিয়াছেন। (৭) শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ হইতে আপনি প্রতি বৎসর শ্রীল প্রভুপাদের দিব্য গ্রন্থাবলী প্রচারে (গ্রন্থ-ম্যারাথনে) সর্বপ্রথম স্থান অধিকার করিতেছেন। (৮) প্রতি নগরাদি গ্রামে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রীনিত্যানন্দ প্রভুর দিব্য নাম তথা শ্রীল প্রভুপাদের বাণী প্রচারের নিমিত্তে বিষেশ এক কার্যালয় কেন্দ্র (নামহট্ট প্রচার) স্থাপন করিয়াছেন। (৯) ধামের সন্নিকটস্থ আপামর জগনণ তথা শ্রীমায়াপুর ধামে আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে মহাপ্রসাদ সেবনের (ফুড ফর লাইফ) ব্যবস্থা করিয়াছেন যাহাতে কেহ অভুক্ত না থাকেন। (১০) সর্ব্বোপরি আমার ন্যায় অতি দুরাচারী বহু বদ্ধজীবকে ভগবানের দিব্য নাম কীর্তন করিবার তথা জীবনের অন্তিমকালে ভগবদ্ধামে প্রত্যাবর্তণের অধিকার প্রদান ও দীক্ষিত করিয়া সু-সভ্য মিতশালী পারমার্থিক জীবন যাপনের জন্য সুবন্দোবস্ত করিয়া চলিয়াছেন।

অন্তিমে বলছি তবে এখানেই শেষ নয়, আপনি আপনার শারীরিক প্রতিবন্ধকতা ও বর্তমানের অতিমারীকে অতিক্রম করিয়া যেইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দিব্য নাম প্রচারের কার্যে নিজে শ্রীল প্রভুপাদের শ্রীহস্তের যন্ত্র হইয়া বিভিন্ন ভাবে আপনার অনুগামীদের প্রেরণা দিয়া চলিয়াছেন তাহা আজ সমগ্র বিশ্ব বৈষ্ণব সমাজে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

হে গুরুমহারাজ, আমি আপনার এক অতি নগণ্য অধম অনুগামী। এই বিশেষ তিথিতে আপনার প্রতি আমার এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন গ্রহণ করিয়া আমাকে আপনার বাণী সেবায় আরও দ্রঢ় সংকল্পবদ্ধ হইবার সামর্থ্য প্রদান করুন। আপনি শারীরিক ও মানসিক দিক থেকে আরও সুস্থ্য হোন। আপনার জয় হোক। আপনার অনুগত সেবকবৃন্দের জয় হোক যাঁহারা প্রতিক্ষণে আপনার ছায়াসঙ্গী হয়ে আপনার সেবা শুশ্রূষা করে চলেছেন।

জয় শ্রীল প্রভুপাদের জয়!

জয় শ্রীল গুরুমহারাজের জয়!

ইতি

নিবেদক

তপ অদ্বৈত দাস

জেপিএস আর্কাইভস্‌ এণ্ড পাবলিকেশন্স

শ্রীমায়াপুর নদীয়া

ভারতবর্ষ

২০২১