Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rahul Nandy (Chittagong - Nandankanon - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভুতলে 
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে, 
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে 
নির্বিশেষ শুন্যবাদী পাশ্চাত্যেদেশ তারিনে।

প্রিয় গুরুমহারাজ ,

আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। 72 তম ব্যাসপুজা উপলক্ষ্যে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।আমি সত্যিই বিস্মিত যে আপনার মতো মহান ভগবদ পার্ষদের সেবা করার কিছুটা হলেও সুযোগ পাচ্ছি। আমি জানি না বা আমার অতটা যোগ্যতা নেই যে আপনার মহিমা কীর্তন করতে পারি। যখন আমি আপনার বিশাল হ্রদয়ের  কথা চিন্তা করি তখন আমি আমার ক্ষুদ্র হ্রদয়ের কথা চিন্তা করে খুবই লজ্জিত হই।আপনার সেই কোমল হ্রদয়ে অধঃপতিত ব্যক্তিদের আপনি যে স্থান  দিয়েছেন তা অতুলনীয়।  আপনার ক্ষমাশীলতার দৃষ্টান্ত এই কলিযুগে সত্যিই বিরল এবং বর্তমানে এমন কাউকে আমি খুঁজে পায়না। 


গুরুমহারাজ,আপনি অদম্য প্রচারকের  অন্যতম এক উদাহরণ। আপনি সমস্ত বাধাঁ অতিক্রমকারী এক বিজয়ী সৈনিক। আপনার পদক্ষেপগুলো আমাকে বেশ অনুপ্রাণিত করে। আমার ব্যর্থতা, হতাশা দুর্বলতার কথা আমি ভুলে যায় যখন আপনার কথা আমি চিন্তা করি।আপনার কাছে আমার অন্যতম এক আকাঙ্ক্ষা আমি যেন আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে স্মরণ করতে পারি। 

বর্তমানে আমি চিন্তা করছি আমার হ্রদয় কলুষিত হয়ে পরছে তাই হয়তো স্বপ্নে আপনাকে আর দর্শন করতে পারিনা। এটা আমারি দোষ। যদি আপনি করুনা করে কিছুটা কৃপাবিন্দু ভিক্ষা হিসেবে দান করেন, তা আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার হবে। 


গুরুমহারাজ আমি বেশ বড় প্রচারক নই কিন্তু আমি আপনার সন্তুষ্টির জন্য প্রচার করার চেষ্টা করছি। আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের জন্য প্রচার করে যাচ্ছেন আমিও আপনার জন্য সেভাবে প্রচার করতে চায়। যদি আপনার কৃপাদৃষ্টি আমার উপর বর্ষিত হয় তবে আশা করি আমি প্রচারে দৃর থাকতে পারবো। 


ইতি 

আপনার অধম দাস, 

রাহুল নন্দী 

চট্টগ্রাম, বাংলাদেশ।