Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rāghava Kīrtana dāsa (Chittagong - Nandankanon - Bangladesh)

ব্যাস পূজা মহোৎসব ২০২১

জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি? জয় ।

পরমারাধ্য গুরুমহারাজ,

আপনার এই ৭২ তম আবির্ভাব তিথি মহোৎসবে আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন। ভগবান কৃষ্ণ হচ্ছে করুণাসিন্ধু, কিন্তু তিনি আমাদের উপলব্ধির স্তর থেকে অনেক দূরে অবস্থিত ঠিক যেমনি সাগর লোকালয় বা শহর থেকে অনেক দূরে অবস্থিত থাকে। আমরা ভগবান কৃষ্ণকে জানি না, তার করুণা সম্বন্ধে আমাদের কোন অভিজ্ঞতা নেই। কিন্তু হে গুরুমহারাজ, আপনি আমার মত কৃষ্ণবিমুখ, ইন্দ্রিয়বিষয়াসক্ত ব্যক্তির কাছে ভগবান কৃষ্ণের করুণাবারি ঠিক মেঘের মত বর্ষিত করছেন। আপনার কৃপায় বিষয় ধূলিতে ছানিযুক্ত চোখ কিছুটা সুস্থ হতে শুরু করেছে, যার কারণে আমি ভগবান কৃষ্ণের কৃপা দর্শন করতে না পারলেও আপনার কৃপা কিছুটা অন্ততপক্ষে উপলব্ধি করতে পারছি।

 

ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভাবস্তরের ভক্তের যে ৯টি গুণ বর্ণিত হয়েছে, তা পড়তে গিয়ে আমি আপনার জীবনধারার সাথে মিলিয়ে উপলব্ধি করার প্রচেষ্টা করছিলাম।

1.     ক্ষান্তি- আপনি সহজেই সমস্ত পরিস্থিতিতে অন্যকে ক্ষমা করতে এবং তার প্রতি সর্বোচ্চ কৃপা প্রদর্শনে প্রস্তুত থাকেন। যে দুবৃত্তটি স্পেনে আপনার গলায় ছুরি আঘাত করেছিল, তার জন্যও আপনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ভক্তদের উৎপীড়নকারী এক পুলিশ অফিসারকে দন্ডবৎ প্রণতি নিবেদন করে তার হৃদয় পরিবর্তন করে দিয়েছিলেন। কিন্তু আমি সামান্য বিষয়কে অনেক বিশাল মনে করে ক্রোধান্বিত হই। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যাতে যীশু খীস্ট্র বা হরিদাস ঠাকুরের মত আপনার এই ক্ষমা গুণের কিয়দংশ যেন আমি প্রাপ্ত হই।

2.     অব্যর্থকালথম-আপনি প্রতিটা মুহূর্তে কৃষ্ণচিন্তায় মগ্ন থাকেন। প্রতিটি পদক্ষেপে, প্রতি গ্রাস অন্ন গ্রহণে, ব্যয়ামের সময় প্রতিবার সাইকেল ঘুরলে, প্রতিবার জগন্নাথ দাতন দিয়ে আর্শীবাদ প্রদানের সময় আপনি একবার করে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। অন্যদিকে আমার দিনের একটা বিশাল সময় নষ্ট হয়ে যাচ্ছে মনের প্রতারণায়, অলসতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রজল্পে। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যেন প্রতিটা মুহূর্তকে কৃষ্ণসেবায় লাগাতে পারি।

3.     বিরক্তি: মানুষ যু্ক্তরাষ্ট্রের মত দেশে বসবাস করার জন্য স্বপ্ন দেখে, ভারতবর্ষের আধুনিক মানুষ আমেরিকাকেই স্বর্গ বলে মনে করে। কিন্তু আপনি সেই দেশে বিশাল কোটিপতি পিতার সন্তান হওয়া সত্ত্বেও বিষ্ঠাবৎ সেগুলিকে পরিত্যাগ করে শ্রীল প্রভুপাদের সেবায় তপস্যাপূর্ণ জীবনধারাকে বেচে নিয়েছেন। আমি বর্তমানে ক্ষুদ্র খড়-খুটোস্বরূপ পদমর্যাদাকে আশ্রয় করে হাবুডুবু খাচ্ছি, হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যাতে সেই সমস্ত বিষয়ে বিরক্ত হয়ে যেন গৌর নিতাইয়ের চরণকমলে নিজেকে উৎসর্গ করতে পারি।

4.     মানশূণ্যতা: একজন কোটিপতির সন্তান হওয়া সত্ত্বেও আপনি একটি হোটেলে বাসন ধোয়ার কাজ করতেন, সামান্য বেতনে কারখানায় চাকরী করতেন শুধুমাত্র মন্দিরের বাসা ভাড়া নির্বাহ করার জন্য। কার পক্ষেই বা এটি চিন্তা করা সম্ভব। আমি সবসময় লাইম লাইটে থাকতে চাই, যে সেবায় মান-যশ-প্রতিষ্ঠা সেটিই করতে চাই। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন ‍যাতে উচু-নিচু চিন্তা না করে, শ্রীল প্রভুপাদের মিশনে যা কিছু প্রয়োজন- ঝাড়ু দেয়া, বাসন মাজা, টয়লেট মার্জন থেকে শুরু করে যেকোন কিছুতে যেন সর্বদা তৎপর থাকতে পারি।

5.     আশাবন্ধ: আপনি কখনোই আশাহত হন না। যেখানে লকডাউন পিরিয়ডে সবাই আশাহত হয়ে প্রচারবিমুখ হয়েছেন, তখন আপনি প্রচারের মহাসুত্র আবিষ্কার করলেন। প্রতিদিন আপনি শত শত গৃহে ভ্রমণ করেছেন, লাইভে প্রবচন দিয়েছেন, হাজার হাজার মানুষের জীবনে আশার আলো সঞ্চারিত করেছেন- “ব্রজবাসীরাও লকডাউনে ছিল, গোবর্ধন লীলার সময়ে।” শিষ্যরা বার বার পতিত হলেও আপনি আশাহত হন না, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন তাদের আবার কৃষ্ণভাবনায় উন্নত করার জন্য। কিন্তু কেউ যদি আমার প্রচেষ্টা অনুসারে সাড়া না দেয়, আমি আশাহত হয়ে পড়ি- ওকে দিয়ে হবে না, এই প্রজেক্টে কিছু হবে না......। হে গুরুমহারাজ আপনি কৃপা করুন আমি যেন আশাবন্ধ হয়ে আপনার সেবা নিরন্তর চালিয়ে যেতে পারে।

6.     সমুৎকন্ঠা- আপনি সবসময় উৎসাহ সহকারে উৎকন্ঠিত থাকেন কখন গৌর পূর্ণিমা আসবে, সমস্ত ভক্তরা মায়াপূরে আসবে, আমি তাদের সাথে মিলিত হব। কখন ভাদ্র পূর্ণিমা আসবে, সবাই ভাগবত প্রচার করবে। কখন গ্রন্থ ম্যারাথন আসবে, বিপুল পরিমানে গ্রন্থ প্রচার হবে। এভাবে প্রতিটা মুহুর্তে আপনি উৎকন্ঠিত থাকেন ভক্তদের শ্রীল প্রভুপাদের সেবায় নিযুক্ত করতে। বড় উৎসবসমূহ আসলেই আমার মনে হয় একটা বড় চাপ আসছে, তখন উৎসাহের বদলে চাপে পড়ে সেবা করতে হয়ে। আমায় কৃপা করুন গুরুমহারাজ আমি যেন শ্রীল প্রভুপাদের সেবার জন্য সর্বদাই উৎকন্ঠিত থাকি।

7.     নাম-গানে সদা রুচি: আপনি এই অসুস্থতার মধ্যেও প্রতিদিন শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করছেন, চৈতন্য লীলা গ্রন্থ সংকলন করছেন। আপনার দেহে বিবিধ সমস্যা রয়েছে, চোখে ভালভাবে দেখতে পান না, তথাপি, আপনি শ্রীল প্রভুপাদের সমস্ত গ্রন্থ অনেক বার শেষ করেছেন এই স্ট্রোক পরবর্তী সময়ে। অপরপক্ষে মাত্র ৩০ মিনিট গ্রন্থ পড়লেই যেন অনেক্ষণ গ্রন্থ পড়েছি বলে মনে হয়, তাও মাঝে মাঝে বাদ পড়ে। হে গুরুমহারাজ, Chanting is the only solution প্রবচনে আমি আপনার কাছে শুনছিলাম, “don’t be lazy when it is time for studying the scriptures. “ গুরুমহারাজ আমায় কৃপা করুন যাতে অলসতা ত্যাগ করে প্রতিদিন ভালভাবে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি এবং গ্রন্থ সমূহ অধ্যয়ন করতে পারি।

8.     আসক্তি তদ্ গুণাখ্যানে: “Preaching is my rest” প্রচারই আমার বিশ্রাম। আপনার এই কথাটি প্রতিটা মুহূর্তে আমাকে ভাবায়। সীমা পরিসীমা ছাড়িয়ে আপনি প্র্রচার করছেন। দিন রাত্র, এমনকি মধ্যরাত্রিতেও আপনি প্রচার করে চলেছেন। এমনকি কোবিডে আক্রান্ত হলেও আপনি প্রচার ছাড়েননি, প্রতিদিন প্রবচন, গৃহে ভ্রমণ করছেন। মাঝে মাঝে আপনার মধ্য রাত্রে ঘুম ভেঙ্গে যায় কিভাবে আরো বিস্তৃত আকারে প্রচার করা যাবে। নিতাই গৌরের লীলা বর্ণনা করতে গিয়ে আপনি সরাসরি সেই লীলায় প্রবেশ করেন এবং হুঙ্কার করে বলে উঠেন- “গৌরাঙ্গ!!” গুরুমহারাজ আমি চেষ্টা করছি কয়েকটি স্থানে প্রচার করার- অদ্বৈত ভয়েসের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, নিত্যানন্দ ভয়েসের অধীনে সিটি কলেজ, পোর্ট কলোনিসহ শহরের বিভিন্ন স্থানে, রূপ সনাতন ভয়েসের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে। সেই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজসমূহে প্রচারে আমি চেষ্টা করছি ভক্তদের ক্রিড়ানক হতে। কৃপা করুন যেন সেই প্রচেষ্টা সর্বদা উৎসাহ সহকারে করতে পারি এবং ভগবানের গুণকীর্তনে যেন আমার আসক্তি সৃষ্টি হয়।

9.     প্রীতি তদবসতি স্থলে: শ্রীল প্রভুপাদ আপনাকে বলেছিলেন- মায়াপূরে বাস মানে ভগবদ্ধামে বাস, মায়াপূরে মৃত্যু মানে ভগবদ্ধামে যাত্রা। আপনি স্নানের সময়ও গঙ্গাকে স্মরণ করে মায়াপূরে থাকেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে আপনি লুপ্ত তীর্থস্থানসমূহ উদ্ধার করছেন। সারা পৃথিবীজুড়ে মায়াপূরকে স্থাপন করছেন। এবং আপনি এই প্রচেষ্টায় সর্বদা নিরলস। পৃথিবীর যেকোন প্রান্তে আপনি থাকেন না কেন, আপনি সর্বদাই মায়াপূরে অবস্থান করেন। You are where your mind goes. আপনার মন যেখানে থাকে আপনি প্রকৃতপক্ষে সেখানে রয়েছেন। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যাতে আমার মন পুন্ডরীক ধাম, খেতুরী ধাম আদি ভগবানের পার্ষদদের লীলাস্থলীতে নিমগ্ন থাকে। কখনো মায়াপূর যায়নি, কিন্তু আশা করছি কখনো হয়তো আপনার কৃপায় মায়াপূর, বৃন্দাবন আদি স্থানসমূহ দর্শন হবে এবং ভক্তসঙ্গে ভগবদ-তত্ত্ব উপলব্ধি করার এবং হরিনাম রসে নিমগ্ন হওয়ার একটি সুযোগ পাব।

 

পরিশেষে হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যেন সবসময় আপনার সান্নিধ্য উপলব্ধি করতে পারি। সেই ক্ষণটি যখন আপনি সম্মুখে উপস্থিত হয়ে হরিনাম গ্রহণের সুযোগ পেয়েছিলাম আমার মন যেন সর্বদা আমাকে সেই দৃশ্যপটে নিয়ে যায়। সর্বদা যেন আপনার ভৎসনা স্মরণ করতে পারি, “আমি তোমাকে প্রতিদিন কমপক্ষে ২০টি ম্যাসেজ পাঠাই, ‍তুমি কি মনে করনা তুমি সবসময় আমার সাথে যুক্ত?”

জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি? জয়।

 

আপনার অযোগ্য সন্তান

রাঘব কীর্তন দাস

হরিনাম দীক্ষা: ১৮ই নভেম্ভর, ২০১২