Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Ripon Paul (Habiganj - Bangladesh)

হরেকৃষ্ণ,

গুরু মহারাজ

 ভক্তিপূর্ণ শতকোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি আপনার শ্রীচরণে।

 

 নমঃ ঔঁ বিষ্ণুপাদায় কৃষ্ণেপ্রেষ্ঠায়া ভূতলে।

    শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

 নমঃআচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী।

   গৌর কথা দামোদায় নগরগ্রাম তারিনে।।

জয় শ্রীল প্রভুপাদ।

 হে গুরু মহারাজ,

আমি আপনার অযোগ্য, নরাধম সেবক মাত্র। তাই আমার কোন যোগ্যতা নেই আপনার মহিমা বলার। আপনি অসীম মহিমায় মহিমান্বিত। তাই আপনার মহিমা বলে শেষ করা সম্ভব নয়। 

আসছে আগামী ২৩ই এপ্রিল সেই শুভ মহেন্দ্রক্ষণ তিথি আপনার ৭২তম ব্যাসপূজা মহোৎসব।  আপনি হচ্ছেন সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রবীণতম সন্নাসী এবং শ্রীল প্রভুপাদের একনিষ্ঠ প্রাণপ্রিয় শিষ্য। আপনি অসুস্থ লীলায় থাকা সত্ত্বেও শ্রীলপ্রভুপাদের সেবাকার্য ও প্রচারকার্য সারাবিশ্বে চালিয়ে যাচ্ছেন এবং আমার মতো পাপীদের উদ্ধারে রত রয়েছেন। 

আপনি যখন ২০২০ সালে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির, ঠাকুরগাওঁ, বাংলাদেশ এ আসছিলেন তখন আমাদের অনেক দিব্য আনন্দ প্রদান করেছিলেন। আপনার শ্রীমুখপদ্মের সেই গৌরাঙ্গ গৌরাঙ্গ ধ্বনি আজও কর্ণে বাজে। সেই গৌরাঙ্গ দিব্য ধ্বনি ও উলুধ্বনি যখন একই সাথে হত তখন এক অপ্রাকৃত দিব্য পরিবেশের সৃষ্টি হত, মনে হত আমি দিব্য আনন্দে ভাসছি। আপনি ২০১৭ সালে ইসকন সিলেটে যখন আসছিলেন তখন আমরা সবাই আপনাকে দর্শনের জন্য গিয়েছিলাম কিন্তু আপনার দর্শন পেয়ে বাধ্য হয়ে বাড়িতে ফিরতে হয়েছিল। মন মান ছিল না, তাই আবারও আপনার মুখপদ্ম হতে সেই সিলেটি ভাষায় মহাপ্রভুর অপ্রাকৃত গুনগান শ্রবণ করার জন্য গিয়েছিলাম। আপনার ব্যাস পূজায় অনেক ভক্তের কাছ থেকে আপনার অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল। সেই লীলাসমূহ শ্রবণ করে দিব্য আনন্দে মন মেতে উঠে। আপনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ। 

আপনার প্রণাম মন্ত্রে রয়েছে-  নিতাই কৃপাপ্রদায়িনে অর্থাৎ আমার মত কৃষ্ণপ্রেমে ক্ষুধার্ত এবং জড় বন্ধনে আবদ্ধ চন্ডালকেও অকাতরে নিতাই এর কৃপারূপ খাদ্য বিতরণ করছেন। আপনি অকাতরে যেচে যেচে নিতাই এর কৃপা সকলের মাঝে প্রদান করছেন। 

তাই আপনার এই অযোগ্য সন্তানকে কৃপা আশীর্বাদ করুন যাতে শ্রীল প্রভুপাদ ও আপনার আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। 

জয় শ্রীল প্রভুপাদ। 

জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।

আপনার (চরণাশ্রিত) অযোগ্য দাস রিপন পাল

 মাধবপুর, হবিগঞ্জ , বাংলাদেশ।