Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rāsavihārī Kṛṣṇacandra dāsa (রাসবিহারী কৃষ্ণচন্দ্র দাস) (Chittagong - Nandankanon - Bangladesh)

পরমপূজ্যপাদ শ্রীল জয়পতাকা স্বামী

গুরুমহারাজের 72 তম ব্যাস পূজার শ্রদ্ধাঞ্জলি.

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে

 শ্রীমতে জয়পতাকা  স্বামীনিতি নামিনে।

নমো আচার্য পাদায়া নিতাই কৃপা প্রদায়িনে

 গৌর কথা  দামোদায় নগর গ্রাম ও তারিণে।। 

 

আজ আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ গুরু মহারাজের প্রতি কেননা তিনি আমাকে এই সুযোগ প্রদান করেছেন।গুরু মহারাজের গুণো কীর্তন আমার কাছে অনেকটা ব্যাঙের মুখে মহাসমুদ্রের বর্ণনার মত।তবুও গুরু মহারাজ আপনি কৃপা করে আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করুন। 

 

আপনি যথার্থ গুরু এবং শিষ্য হয়ে প্রথম থেকেই  শ্রীল প্রভুপাদ এর অনুগত থেকে  আজ অবধি কায়মনোবাক্যে শ্রীল প্রভুপাদ এর সন্তুষ্টি বিধানের জন্য আত্মনিয়োগ করেছেন। আর গুরু হিসেবে প্রত্যেক শিষ্যের প্রতি ক্ষণে ক্ষণে দিকনির্দেশনা এবং আশীর্বাদ প্রদান করছেন। করুণার মূর্ত প্রতীক হয়ে আপনি বর্তমান পরিস্থিতিতেও চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম হরিনাম প্রচার সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছেন। মহাপ্রভুর নামের, ধামের মহিমা প্রচার, ভক্তদের সুশৃঙ্খলা বিধান, অকৃত্রিম ভালোবাসাময় প্রতিপালনে আপন করেছেন যা আপনার অনুপস্থিতিতে ই কেবল বুঝা যায়। গুরু মহারাজ আপনার প্রতিটি কথা জগৎবাসীর কল্যাণার্থে প্রদান করেছেন। আমার মত ক্ষুদ্র জীব প্রতিমুহূর্তে অনুপ্রেরণা লাভ করে, কৃষ্ণভাবনা যুক্ত থাকার শক্তি সঞ্চারিত করে।

 

 গুরু মহারাজ, 

আপনার অপার করুণায় 2014 সালে কলকাতা রাধাগোবিন্দ মন্দিরের পূজারী বিভাগের ভিতর আপনার পাদুকা মাথায় নেওয়ার সুযোগ হয়েছে যা আজও আমি প্রতি মুহূর্তে অনুভব করি এবং কল্পনার রাজ্যে থাকি আবার কখনো কি এমন সুযোগ আপনি আমাকে প্রদান করবেন বা সুযোগ আসবে? গুরু মহারাজ, আপনি সবসময় প্রত্যেক    ভক্তের ভিতর ও বাহিরে বিরাজমান, সুবিধা ও অসুবিধা পর্যবেক্ষণ করে যথাযথভাবে সমস্ত বিপদ হতে রক্ষা করেন। আমি ব্যক্তিগতভাবে তা অনুভব করি।কিছুদিন আগে স্মার্টফোন পাঠ শোনার জন্য খোলা মাত্র কিছু অপ্রয়োজনীয় সাইড বার বার আমার সামনে আসে এবং পরক্ষণেই দেখি সাথে সাথে আপনার প্রবচন এসে যায়। অনেকবার এমন হয়েছে। এতে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হই।

 আজকের দিনে আপনার প্রতি বিনীত নিবেদন অযোগ্য শিষ্যকে আশীর্বাদ করবেন যেন আপনার এবং আপনার  প্রতিনিধির ইচ্ছা পূরণ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।

 

হরেকৃষ্ণ. আপনার অনুগত সেবক 

রাস বিহারী কৃষ্ণ চন্দ্র দাস. 

নন্দনকানন, চট্টগ্রাম, বাংলাদেশ