Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sukhi Balabhadra dāsa (Chittagong - Nandankanon - Bangladesh)

৭২ তম ব্যাস পূজা
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।

আজ আপনার ৭২তম ব্যাসপূজা উপলক্ষে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ক্ষুদ্র প্রয়াস করছি,
হে আমার পরম আরাধ্য গুরুমহারাজ, আপনার শ্রী রাতুল চরণে এই অধমের শত সহস্র সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম স্বীকার করুন   
নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী।
গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে।।
হে গুরু মহারাজ, আপনি আপনার পরমারাধ্য ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত এ সি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের যে মনোভিলাষ, তা গুরু পরম্পরাক্রমে আগত শ্রীমন মহাপ্রভুর অভিষ্ঠ পূরণের সে অভিলাষ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।
সর্বত্র প্রচার হইবে মোর নাম।

শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরণের লক্ষ্যে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে ভগবানের অপ্রকৃত নাম প্রচার , তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। যা আজও কেউ পারেনি। নাম প্রচারে শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান, যার ধারাবাহিকতায় হে গুরু মহারাজ, আপনি জীর্ণশীর্ণ বপু নিয়ে অত্যন্ত বা অক্লান্ত পরিশ্রম করে আপনার গুরুদেবের দেয়া অসংখ্য আদেশ, নির্দেশ আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন যা একজন সঠিক পথপ্রদর্শক বা আদর্শ আচার্যের পরিচায়ক।
আপনার অদম্য প্রচার-প্রচারণায় বাদ পড়ে যায়নি আমার মত একজন অধঃপতিত জীবও। হে গুরুদেব, আপনার অশেষ কৃপা না হলে যে কি হত, আমি তা ভাষায় বলতে পারছিনা । আমার সামান্য উপলব্ধি থেকে সেটা বলছি ,আমার জীবনে তা বলা বাহুল্য। হে পরম করুণাময় গুরুদেব যোগ্যতা বিচারে আমি কিছু নাহি পাই শুধু আপনার করুণা ছাড়া। কারণ আমার মত পতিত অধম জীবকে হরিনাম দীক্ষা দানের মাধ্যমে পরিশোধিত করার যে প্রচেষ্টা, তা আমি ভেবে উঠতে পারছি না। হে গুরুদেব আমার কোন যোগ্যতা নেই তথাপিও আমাকে ভগবদ্ধামে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা তা সত্যি আমি দেখে অবাক হয়ে যায়। যা আমি একদিন স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নটা ছিল এরকম, গুরু মহারাজ আপনি একটা ট্যুর এর ব্যবস্থা করেছেন বৃন্দাবনে,সেই ট্যুরের একটা শর্ত ছিল , তা হল ৫ লক্ষ টাকার গ্রন্থ বিতরণ যে করবে ,সেই ট্যুরে যেতে পারবে। কিন্তু আমি সেই টুরের যোগ্যতা অর্জন করতে পারিনি, আমি মাত্র করেছিলাম চার লক্ষ ৫৮ হাজার টাকা। শর্তসাপেক্ষে আমার কোন যোগ্যতা ছিল না, কিন্তু যেদিন ট্যুরের যাত্রা ছিল, সবাই গাড়ীতে উঠে বসে পরলো, আমি শুধু তাকিয়েই আছি, কিন্তু গুরুদেব, কিছুক্ষণ পর আপনি যখন সামনের দিকে এগিয়ে আসছিলেন তা দেখে আমিও বাসের দিকে এগিয়ে আসি ,কিন্তু অবিশ্বাস্য, অবাক করা ও অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে ,আপনি ওঠার সময় আমাকে ডেকে নিয়ে  নিজেই বাসের ছাদের উপরে তুলে দিয়েছিলেন, কিন্তু আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনিও সে বাসের ছাদে আমার মত অযোগ্য ব্যক্তির পাশে বসে আপনার অপ্রাকৃত বপুর বাম বাহু আমার স্কন্ধে রেখেছিলেন। যেটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। তখন আমি অত্যন্ত সম্ভ্রমের সহিত আমি তা বহন করছিলাম, খুবই আনন্দিত ও রোমাঞ্চিত হচ্ছিলাম।
 আমার কোন যোগ্যতা নেই ভগবানের শ্রী বিগ্রহের সেবা করার, কিন্তু আপনার এই মহানুভতা, আপনার এই পতিত জীবদের উদ্ধার করার অনুকম্পা ,সেটা থেকেও আমি বাদ পড়িনি। কেননা গায়ত্রী দীক্ষা দিয়ে আমাকে শ্রী বিগ্রহের সেবার সুযোগ করে দিয়েছেন।
হে গুরুদেব আমি আপনার কাছে চির কৃতজ্ঞ, চিরঋণী । হে গুরুদেব আপনি আমাকে এই কৃপাশীর্বাদ করুন, যাতে আমি আমার সারাটি জীবন যেন আপনার শ্রী চরণ কমলে যুক্ত থাকতে পারি । আপনার চরণ কমলের সেবাই যুক্ত থেকে প্রচার, সাধন-ভজন, প্রবচন শ্রবণ ও গ্রন্থ অধ্যয়ন করতে পারি । একটি মুহূর্তের জন্যও যেন আমি ভক্তিযোগ থেকে বিচ্যুত না হই। আমার মনটা যেন শ্রীশ্রী গৌর-নিতাই এর চরণ কমলেই থাকে, সেই কৃপা আশীর্বাদ করুন।

ইতি আপনার  কৃপাপ্রার্থী
সুখী বলভদ্র দাস, নন্দনকানন, চট্টগ্রাম, বাংলাদেশ