Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Subāhu Śacīsuta dāsa (Chittagong - Sri Sri Radha Madava Mandir - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে।
শ্রীমতে জয়পাতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। 
গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে।।
হরে কৃষ্ণ, গুরুমহারাজ আপনার শ্রীচরণপদ্মে আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন। যাদের কৃপায় এবং অনুপ্রেরণায় আপনার ৭২তম ব্যাসপূজা তিথিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করার সুযোগ পেয়েছি তাঁদেরকেও দণ্ডবৎ প্রণাম জ্ঞাপ্ন করছি।
আপনার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কার্যে যেভাবে শ্রীল প্রভুপাদ ও শ্রীকৃষ্ণের সেবার কথা চিন্তা করেন, তা দ্বারা আমি সব সময় অবিভূত হই । বিশেষ করে কভিড আক্রান্ত অবস্থাও আপনি যেভাবে একজন সন্ন্যাসীর দায়িত্ব হিসেবে শ্রীল প্রভুপাদের সেবা করার জন্য চৈতন্য ক্লাস দিয়েছেন এবং ভক্তদের যত্ন গ্রহণ করেছেন, সেই রকম কেউ করতে পারেন কিনা সন্দেহাতীত।  
হে গুরুমহারাজ , ১৮ জানুয়ারী ২০১০ সালে যখন আপনি চট্টগ্রামে এসেছিলেন সেই দিনটি ছিল আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ । সেই দিন আমি অনেক দূর থেকে অনেক ভক্তের মাঝে আপনার কাছে মনে মনে  প্রার্থনা করেছিলাম আমার যেন আর আমিষ ভক্ষণ করতে না হয়। আর আপনার কেমন কৃপাবারি ছিল এর পরদিন থেকেই মা-বাবা, আত্মীয় স্বজনের কোন প্রকার চাপাচাপি ছাড়া সাত্ত্বিক খাবার গ্রহন করতে পেরেছি। সেই দিন থেকেই কিভাবে আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠে তা বোঝতে পেরেছি যেদিন আপনি শ্রীধাম থেকে চলে যাচ্ছিলেন সেই মুহূর্তে মনের অজান্তে অশ্রুসিক্ত হওয়া দেখে।
হে গুরুদেব , আপনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেবক । আর শ্রীকৃষ্ণের মত আপনারও গুন অসীম, যা মহিমা কীর্তন করে কখনো শেষ করা যাবে না। প্রতিটি মুহূর্ত যেভাবে আপনি শ্রীল প্রভুপাদের সেবাই নিজেকে নিয়োজিত করেছেন আমাকেও কৃপা করবেন আমিও যেন আপনার ক্ষুদ্র সেবক হয়ে কিছুটা সেবা করতে পারি । আপনি যেভাবে প্রত্যেকটা ভক্তকে ভালবাসেন আমাকে কৃপা করবেন আমিও যেন প্রত্যেকটা ভক্তকে ভালবাতে পারি।  
জয় শ্রীল গুরুমহারাজ , জয় শ্রীল প্রভুপাদ!!!
আপনার অযোগ্য সন্তান
সুবাহু শচীসূত দাস ( হরিনাম দীক্ষা ১৯মার্চ ২০১৯)
সুভদ্রা ভয়েস, চট্টগ্রাম ,বাংলাদেশ