Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Panḍita Śrīvāsa dāsa (Sylhet - Bangladesh)

ব্যাস পূজা মহোৎসব ২০২১
জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি? জয় ।
পরমারাধ্য গুরুমহারাজ,
আপনার এই ৭২ তম আবির্ভাব তিথি মহোৎসবে আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন। 
নমো ওঁবিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায়া ভুতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিয়ে।
নমো আচার্য্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।
 গৌর কথা দামোদর নগর গ্রাম তারিণে।।
নমো ওঁবিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায়া ভুতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিয়ে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে।
 নির্বিশেষ শুন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।। 
 ভগবান কৃষ্ণ হচ্ছে করুণাসিন্ধু, আর পরম করুণ পহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। ভগবান কৃষ্ণ করুণাসাগর। সাগর আমার কাছ থেকে অনেক দূরে তবে সাগরের জল বাষ্প হয়ে বৃষ্টি রূপ যখন ঝড়ে পড়ে আমার নিকট আসে কৃপাবৃষ্টি লাভ করে আমার অন্ধ চোখের ছানি অপ্রসারন করেন। স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপ পরিগ্রহ করে ধারে ধারে কৃষ্ণ প্রেম বিতরণ করেন। আর এই নিতাই গৌরের কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন আপনি। নিতাই কৃপা প্রদায়িনে,  গৌরকথা দামোদর নগর গ্রাম তারিণে। আপনার কৃপা হচ্ছে ত্রাণায় কারুণ্যঘনাঘনত্বম। হে গুরুদেব আপনি পরম করুণাময় এই অধমকে কৃপাবৃষ্টি প্রদান করুন।
হে গুরুদেব আপনার অনন্ত গুন বেদ গায় যাহার চরিত্র,,
       # ক্ষমাশীলঃএই গুণটি  আপনার অত্যন্ত প্রবল।যে দুবৃত্তটি স্পেনে আপনার গলায় ছুরি আঘাত করেছিল, তার জন্যও আপনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ভক্তদের উৎপীড়নকারী এক পুলিশ অফিসারকে দন্ডবৎ প্রণতি নিবেদন করে তার হৃদয় পরিবর্তন করে দিয়েছিলেন। কিন্তু আমি সামান্য বিষয়কে অনেক বিশাল মনে করে ক্রোধান্বিত হই। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যাতে যীশু খীস্ট্র বা হরিদাস ঠাকুরের মত আপনার এই ক্ষমা গুণের কিয়দংশ যেন আমি প্রাপ্ত হই।কারণ গুরুমহারাজ আমার কামনা বাসনা অত্যন্ত প্রবল আপনি আমাকে কৃপা আশির্বাদ করবেন যেন  দুর্বৃত্ত কাম থেকে আমি মুক্তি লাভ করতে পারি। 
         # পতিত পাবনঃ আপনি সহজেই সমস্ত পরিস্থিতিতে অন্যকে ক্ষমা করতে এবং তার প্রতি সর্বোচ্চ কৃপা প্রদর্শনে প্রস্তুত থাকেন। আমার পড়ে মায়াপুরের একটা ভক্তকে অন্যান্য ভক্তারা ওর নামে অনেক কমপ্লেন করেছিল আপনি তাকে ক্ষমা করে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন সেই ভক্ত টি অঝোর দাড়ায় কান্না করছিল। হে গুরুদেব আপনি অত্যন্ত পতিতপাবন আমারও দোষ-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন আমি যেন শ্রীল প্রভুপাদের প্রচারকার্যে ব্যস্ত থাকতে পারি। আমি চট্টগ্রাম নন্দনকানন youth preaching এ আছি। হে গুরুমহারাজ কৃপা দৃষ্টি প্রদান করুন যেন মায়া পতিত না হই।
     # সদা কৃষ্ণ চিন্তায় ব্যস্ত :-আপনি প্রতিটা মুহূর্তে কৃষ্ণচিন্তায় মগ্ন থাকেন। প্রতিটি পদক্ষেপে, প্রতি গ্রাস অন্ন গ্রহণে, ব্যয়ামের সময় প্রতিবার সাইকেল ঘুরলে, প্রতিবার জগন্নাথ দাতন দিয়ে আর্শীবাদ প্রদানের সময় আপনি একবার করে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। অন্যদিকে আমার দিনের একটা বিশাল সময় নষ্ট হয়ে যাচ্ছে মনের প্রতারণায়, অলসতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রজল্পে। হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যেন প্রতিটা মুহূর্তকে কৃষ্ণসেবায় লাগাতে পারি।
      #প্রচারই আপনার বিশ্রামঃ শত প্রতিকূলতা সত্ত্বেও আপনি নিরলসভাবে শ্রীল প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে যাচ্ছেন। সময়ের সাথে তাল মিলিয়ে  উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের প্রতবটি নগরে গ্রাম নিতাইয়ের কৃপাবারি বিতরণ করছেন। তাই আপনি বলেন প্রচারই আমার বিশ্রাম। হে গুরুদেব আপনি অলস মন্দগতি আপনার অযোগ্য পুত্রটি কে কৃপাবারি প্রদান করুন যেন আপনাকে প্রচার কার্যে সহযোগিতা করতে পারি।হে গুরুদেব আমি গত বছর লকডাউন থেকে অনলাইনে প্রচার করার প্রয়াস করছি আপনার কৃপা হলে প্রচার কার্যাক্রম চালিয়ে যেতে পারি।
     হে গুরু মহারাজ আপনার অনন্ত গুণ আমার মত মূর্খের অত গুণ বর্ণনা করা সম্ভব নয়। হে গুরু মহারাজ  তবে আমি একটি জিনিস উপলব্ধি করেছি সেটি হলো এই 
     ২০১৫ সালে বোম্বে জুহু মন্দিরে  জি.বি.সি. সার্ভিস করার সুযোগ হয়েছিল থেকে ৭/৮ দিন ধরে আপনার কিছু পার্সোনাল সেবা করার সুযোগ হয়েছিল। ওই সময়ে আমার সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণে ছিল আর ইন্দ্রিয় গুলো এক অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিল। কারন আপনার অপ্রাকৃত বপু সেবার ফলে আমার হৃদয়ে  এটি উপলব্ধি হল।আমি বুঝতে পারি আমার গুরুদেব অপ্রাকৃত তাঁর অপ্রাকৃত লীলাবিলাস। হে গুরুদেব আমার হৃদয় দৌর্বল্য রোগটি থেকে যেন মুক্ত হতে পারি আপনার কৃপাবারি ভিক্ষা করি গুরুদেব।
    পরিশেষে হে গুরুমহারাজ আমায় কৃপা করুন যেন সবসময় আপনার সান্নিধ্য উপলব্ধি করতে পারি। সেই ক্ষণটি যখন আপনি সম্মুখে উপস্থিত হয়ে হরিনাম গ্রহণের সুযোগ পেয়েছিলাম আমার মন যেন সর্বদা আমাকে সেই দৃশ্যপটে নিয়ে যায়।আমি যেন নিয়মিত আপনার এবং প্রভুপাদ লেকচার শুনা ও গ্রন্থ অধ্যায়ন করতে পারি সে আশির্বাদ করবেন।
জয় শ্রীল পতিত পাবন গুরুমহারাজ কি!  জয়
জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি? জয়।
জয় শ্রীল প্রভুপাদ কি!  জয় 
আপনার অযোগ্য সন্তান
পন্ডিত শ্রীবাস দাস
হরিনাম দীক্ষা: ১৮ই নভেম্ভর, ২০১২ 
ব্রাহ্মণ দীক্ষা ২০১৭ইং সিলেট