Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Viśvātmā Gaurahari dāsa (Mayapur - India)

ওঁং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানানঞ্জন শ্লোকয়া।
চক্ষুর উন্মীলিতং যেন,
তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
নমো ওঁং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভুতলে।
শ্রীমতে জয় পতাকা স্বামীন ইতি নামিনে।
নমো আচার্য-পাদায়, নিতাই কৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামধায়ো নগর গ্রামো তারিনে।।

  হে আমার পরম আরাধ্য গুরু মহারাজ,
      আজকের এই ব্যাস পূজার শুভো বাসরে আপনার শ্রীচরনে জানাই আমার অনন্ত কোটি দন্ডবৎ প্রনাম।
 আপনার মত একজন নিত্য মুক্ত ভগবৎ পর্ষদের গুণ মহিমা কীর্তন করা, আমার মত একজন নরাধম নিত্য বদ্ধ জীবের পক্ষে সম্পুর্ণই অসম্ভব। তদুপরি আত্ম কল্যাণার্থে যাতে করে কিছু বলতে পারি, সেই জন্য আমি আপনার অহৈতুকি কৃপা প্রার্থনা করছি।
   মুকং করোতি বাচালং পংঙ্গুং লংঘয়তে গিরিম।
  অর্থাৎ আপনার অহৈতুকি কৃপা লাভ করতে পারলে মুক বা বোবায়ও কথা বলতে পারবে এবং পঙ্গু ও পর্বৎ অতিক্রম করতে সক্ষম হবে। আপনি অহৈতুকি ভাবে কৃপা বিতরণ করার জন্যই, চিন্ময় জগৎ থেকে, এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। অথচ আমার কি দুরদৈব ! আমি আপনার সেই অহৈতুকি কৃপার সদ উপযোগ করতে পারছি না ! তাইতো- প্রেম রতন ধন হেলায় হারাচ্ছি !
হে পতিত পাবোন গুরু মহারাজ,
 শ্রীচৈতন্য মহাপ্রভু, এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু, পতিত জীবদের উদ্ধার করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন ! তদ্রুপ আপনি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু কতৃক আদিষ্ট হয়ে, পতিত জীব সমুহের উদ্ধার করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন ! তাইতো আপনি অসুস্থ অবস্থায়ও জীবনের ঝুঁকি নিয়ে, বিরামহীন ভাবে, সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করছেন !
হে আশ্রয় প্রদাতা গুরুদেব,
   দেবকী নন্দন দাস গুরু বন্দনায় বলেছেন-
  অাশ্রয় করিয়া বন্দো শ্রীগুরু চরণ।
যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন।
 আবার নরোত্তম দাস ঠাকুর বলেছেন-
  আশ্রয় লইয়া ভজে,
তারে কৃষ্ণ নাহি ত্যাজে !
আর সব মড়ে অকারণ।
 আপনি আমাকে অহৈতুকি ভাবে আপনার শ্রীচরনে আশ্রয় প্রদান করেছেন ! 
হে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল গুরুদেব,
  শাস্ত্রে উল্লেখিত হয়েছে-
 গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমানে ৷
গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে ৷৷
  আপনি শীকৃষ্ণের  কৃপা  বিগ্রহ, তাইতো আপনি সর্বোদা কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত থেকে অকাতরে সবাইকেই ব্রহ্মার দূর্লভ কৃষ্ণ প্রেম বিতরণ করছেন ! তাইতো দেবকি নন্দন দাস গুরু বন্দনায় বলেছেন-
জীবেরো নিস্তার লাগি' নন্দসুত হরি।
ভূবনে প্রকাশ হম, গুরু রুপ ধরি ।।
হে শ্রীচৈতন্য পারর্ষদ গুরু মহারাজ,
 শ্রীল প্রভুপাদ বলেছিলেন -আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকট লীলায়, তাঁর পারর্ষদ ছিলেন ! আপনার দিব্য কার্যাবলীর মাধ্যমে তার যথার্থ প্রমাণ পাওয়া যায় ! আপনি কিভাবে মায়াপুর ধাম, এবং গৌরমণ্ডলের উন্নয়ন করবেন, তানিয়ে সবসময় চিন্তা করছেন !যখন গৌরমণ্ডল দর্শন গ্রন্থ প্রকাশিত হয়েছিল, তখন প্রথম গ্রন্থ টিকে, আপনার হাতে দেবার সংঙ্গে সঙ্গে গ্রন্থ নাখুলেই বলেছিলেন, "এই গ্রন্থে তোমরা সব শ্রীপাটের ছবি দেও নাই ! আমার ইচ্ছা তোমরা সব শ্রীপাটের ছবি দেবে।" আমি তখন অবাক হয়ে ছিলাম ! কেননা আমি তখন সব শ্রীপাটের ছবি সংগ্রহ করতে পারি নাই । যা সংগ্রহ করতে পেরেছিলাম, গ্রন্থের দাম বেড়ে যাবে বলে সব ছবি দেইনি। আমি তা কাউকে বলিনি ! অথচ আপনি দিব্য দৃষ্টির দ্বারা আমার কার্যাবলী দর্শন করছেন।
হে অনাথ আশ্রয়দাতা গুরুদেব,
  এই জগতে আপনি ছাড়া, আমার  আর কোন আশ্রয়স্থল নেই। আপনিই আমার-পিতা, মাতা, বন্ধু আশ্রয়দাতা। আপনি বিনা এ সংসারে নাহি অন্য গতি ।
   আপনার শ্রীচরণে, আমার বিনিতো প্রার্থনা এই নরাধমকে আপনার শ্রীচরণ ছাড়া করবেন না।
বিনীতো প্রার্থনায়
   আপনার পারমার্থিক পুত্র
             বিশ্বাত্মা গৌরহরি দাস                            শ্রীধাম মায়াপুুর।