Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Manju Saha (Malda, West Bengal - India)

             শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ

     নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।

     শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।

     নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে              গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।

হে আমার পরমারাধ্য পিতা আপনি আমার ভক্তিপূর্ন প্রনাম গ্রহন করুন ।আমি আপনার চরন আকাঙ্ক্ষী এক অধম কন্যা । আপনাকে আমি স্বপ্ন এ দর্শন লাভ করেছি এবং সেই মুহুর্ত হইতে আপনাকে আমি আমার পারমার্থিক পিতা হিসেবে গ্রহন করেছি কৃপা করে আপনি আমাকে আপনার পারমার্থিক কন্যা হিসেবে গ্রহন করুন ।

হে আমার পরম পিতা আপনি ভালবাসায় পরিপূর্ন আপনি দয়ার সাগর আপনি করুনার সাগর । হে আমার পরম দয়াময় পিতা আপনি অন্তযার্মী আপনি সবই জানেন আমি কোন পরিস্থিতিতে রয়েছি । গুরুমহারাজ আমি পূর্ণ রুপে আপনার শ্রীচরনে নিজেকে সর্মপন করতে চাই । এবং আমি আপনার দীক্ষাশিষ্যা হতে চাই  । গুরুমহারাজ আমি প্রানপন চেষ্ঠা করি আপনার মেনে চলতে তারপর‌ও এত বাধাঁ আমি আর সহ্য করতে পারছি না আমি আমার পারমার্থিক জীবনে এগোতে পারছি না । একবিন্দু কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন ।আপনার সব দিব্য লীলা সবই আর্শ্চযজনক আমাকেও কৃপা আপনার পারমার্থিক কন্যা রুপে গ্রহন করে আমার জীবনকে এক আর্শ্চযময় আনন্দ প্রদান করুন ।আপনি পারেন আমার জ্ঞানহীন অন্ধকারময় জীবনকে আলোকিত করতে ।কৃপা করে আপনি স্নিগ্ধতা দান করুন ।আমি আমার এই জীবনকে কৃষ্ণ এবং সেবায় আপনার সেবায়   নিয়োজিত করতে চাই ।প্রেমদাতা হে আমার পরম পিতা আপনার ৭২তম ব্যাস পুজার পূন্য তিথিতে এই অধমের বিন্রম প্রার্থনা গ্রহন করেন ।

আজ আপনার ৭২তম ব্যাস পুজার অতিব পূন্য তিথি যেটি প্রতিটি দিন প্রতিটি ক্ষন সাগরের স্নিগ্ধতা বয়ে নিয়ে য়ায় ।তোমার শ্রী রাঙ্গাচরন কমলে এ্ই অধম পাপীর অনন্তকোটি প্রনাম রইল কৃপাপুর্বক গ্রহন করবেন আপনি করুনার সাগর এর ন্যায় স্নিগ্ধতা ব্যাতিত এই আপনার এই অধম কন্যার জীবন অসহায় হে আমার পরমপিতা ।।  

 ইতি 

আপনার চরন আকাঙ্ক্ষী 

মঞ্জু সাহা 

মালদা মথুরাপুর