Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rajkumari Kanta (Narayanganj - Bangladesh)

হরে কৃষ্ণ গুরু মহারাজ,,

আপনার শুভ আবির্ভাব তিথীর জয় হোক।অন্তর্রের অন্তরস্থল থেকে আপনার দীর্ঘায়ু কামনা করছি।আপনার পদ্ম চরণ কমলে আমার প্রণতি কৃপা পূর্বক গ্রহণ করুন।

হে গুরুদেব,,আপনার দর্শন যখন  আমি প্রথমবার পেয়েছিলাম সেই স্মৃতি এখনো আমার চোখে ভাসে,,তখন আনুমানিক আমার উচ্চতা ৩। সেই ছোট্ট আমি শত মানুষের চাপাতে পড়ে একজন ব্যক্তি কে দেখলাম যে বিশাল শরীরের অধিকারী এত মানুষের মধ্যেও শুধু যেন তাকেই দেখা যাচ্ছিল।আমার আশেপাশে সব যেনো অন্ধকার তার মধ্যে ব্রহ্মজ্যোতির ন্যায়  আপনাকে দেখেছিলাম।আমি এতই ছোট ছিলাম যে আমি প্রথমে আপনার মুখমন্ডল দর্শন করতে পারছিলাম না আমি আপনার চরণ দর্শন করেছিলাম তারপর আস্তে আস্তে মুখমন্ডল এবং সেটি স্পষ্ট ভাবে আমার এখনো মনে আছে। তখন আমাদের মন্দির দুই তলায় ছিল এবং আপনি এমনভাবে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠছিলেন যেন ভক্তরা আপনার চরণ স্পর্শ করতে না পারে।

হে পরমপিতা,,আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি কেননা আমি কোনোভাবে আপনাকে আমার জীবনে পেয়েছি।যেকোনো পিতাই তার দুষ্ট সন্তানকে বেশী স্নেহ করে,খেয়াল রাখে।যেনো সে দুষ্টুমি না করতে পারে।তেমনিভাবে আপনি আমার খেয়াল রাখেন।আামি যখনই খারাপ কিছু করতে থাকি তাই আপনি কোনো না কোনোভাবে সেগুলো করতে আমাকে বাধা দিতে থাকেন।বেশ কয়েক মাস পূর্বে আপনি আমাকে স্বপ্ন দর্শনে অনেক জোরে ধমক দিয়েছিলেন।এভাবেই আামাকে শাসন এর মাধ্যমে আগলে রাখার জন্যে আপনাকে ধন্যবাদ।আমি আপনাকে পিতারুপে পেয়ে নিজেকে ধন্যাতিধন্য মনে করি।

হে গুরুদেব,,আপনি কিছুদিন আগে আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন আমি যেনো গঙ্গা  মাহাত্ম্য সম্বন্ধে জানি এবং গঙ্গাপূজা করি।ভাগ্যক্রমে তখন ভাগবত স্বামী মহারাজ ক্লাস এ গঙ্গাদেবীর মাহাত্ম্য বর্ননা করেছিলেন এবং আমি সেটা শ্রবণ করেছিলাম।আর আমি গঙ্গাদেবীর চিত্রপট বানিয়ে এনেই গঙ্গাপূজা করা শুরু করবো।আপনি আমাকে আদেশ করেছেন নির্দ্বিধায় আমি সেটি করবো।কিন্তু যদি আপনি কৃপাপূর্বক বলতেন কেনোই বা গঙ্গাদেবীর পূজা করতে আদেশ করলেন তাহলে আমি আরও কিছু বুঝতে পারতাম।।

হে গুরুদেব,,এতো বার পথভ্রষ্ট হয়ে যাবার পরেও আমাকে ক্ষমা করে আবার আগলে রেখে ত্যাজ্য না করে দেওয়ার জন্যে আপনাকে অন্তর থেকে জানাই অনেক ধন্যবাদ।

গুরু মহারাজ আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে মন্দিরের কেউ আমাকে পছন্দ করেনা,যেখানে আমি সবাইকে খুব ভালোবাসি,,কেনো গুরুমহারাজ?আমিওতো আপনার সন্তান তাহলে সবাই কেনো আমাকে এতো অপছন্দ করে?মাঝে মাঝে আমার আর মন্দিরে যেতে ইচ্ছে হয়না,আমাকে দেখলেই তারা কানে মুখে কথা বলা শুরু করে,আমি তারপর সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি।গুরু মহারাজ আমি গ্রন্থ প্রচার করতে খুবই ভালোবাসি।আমি নাকি বড় হয়ে গেছি তাই গ্রন্থ প্রচার করতে পারবোনা।আপনিই বলুন কোথায় আছে যে ২২বছরের কোনো মেয়ে গ্রন্থ প্রচার করতে পারবেনা?আমি এইসব কথা মাথা থেকে ফেলে দিয়ে আমাদের মন্দিরে গ্রন্থ প্রচার করেছিলাম আমাকে এমনভাবে সিনিয়র মাতাজীরা কুৎসিত কথা বলেছে আমি আর কখনো আমাদের মন্দিরে এটি করিনি।আর আামি কোনো সিনিয়র ভক্তদের মাঝে না যাওয়ার চেষ্টা করি,নিজেকে সবার কাছ থেকে অনেক দূরে রাখার চেষ্টা করি।তাই আমার ভক্তসঙ্গ হয়ে উঠেনা।আমাকে সাহায্য করুন গুরুদেব।।এইসমস্ত বিষয়গুলি আমাকে ভীষণ পীড়া দেয়।আমাকে দয়া করে আপনার কাছে নিয়ে যান। আমার এখানে খুব কষ্ট হয়ে।নিজের আপনজন মানে নিজের গুরুভাই-গুরুবোনেরা আমাকে সহ্য করতে পারেনা।।

হে গুরুদেব,,শুধুমাত্র গুরুদেব এর কথাতে নারদ মুনির অভিশাপ এ সাহায্য করার জন্য আপনি যেভাবে সারা বিশ্বে বিশ্রামহীন ভার্চুয়ালি পরিভ্রমণ করে যাচ্ছেন এ-ই অসুস্থ অবস্থাতেও সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে।আমাদের গৃহেও আপনি বেশ কয়েকবার এসে আশীর্বাদদ্বারা আমাদের পবিত্র করেছেন।আর আমি সুস্থ থেকেও আপনার জন্যে কিছুই করতে পারছিনা।।কত সুযোগ হারাচ্ছি।আমাকে কৃপা করে ক্ষমা করুণ।

আমি এতবছর ভয়ে আপনাকে শ্রদ্ধার্ঘ্য দেয়নি,,কেননা খুব প্রাণোজ্জল ভাষা আমার জানা নেই।আমি অনেকগুলি শ্রদ্ধার্ঘ্য পড়েছি, তাঁরা খুবই সুন্দর এবং সুস্পষ্ট ভাষায় আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।আমার অনেক ভুল ত্রুটি হয়েছে।আমাকে দয়া করে ক্ষমা করুন।এবং আপনার যে সেবক এটি পড়ছেন আপনার কাছেও ক্ষমা চাইছি,হয়তো আপনারও খুব সমস্যা হচ্ছে।

হে প্রিয় পরমপিতা,,বয়সের সাথে সাথে ভুলে যাওয়ার প্রবণতা কম বেশী সবারই থাকে,আপনার আশীর্বাদে কিছু স্মৃতি আমার আপনার সঙ্গে আছে, আপনি আমাকে আশীর্বাদ করুণ যেনো বয়সের সাথে সাথে কখনো সেই স্মৃতি আমি ভুলে না যাই।জীবনের শেষ পর্যন্ত আপনার সান্নিধ্য পাওয়া সব স্মৃতি যেনো হৃদয়ে ধারণ করে রাখতে পারি।

আমাকে বিশেষভাবে আশীর্বাদ করুণ প্রিয় গুরুদেব যেনো আমি মনযোগ দিয়ে ১৬মালা জপ করতে পারি ও চারটি বিধিনিষেধ পালন করতে পারি।এবং আমাকে দীক্ষা প্রদান করে আমাকে নতুন জীবন দান করুন।আমি যেনো আপনার কৃপা আশীর্বাদ এ মাধব এর সেবা করতে পারি এবং আপনাকে প্রভুপাদ এর নির্দেশ পালনে সাহায্য করতে পারি।। 

আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।।

শ্রীল প্রভুপাদ এর জয় হোক।।

আপনার পদ্ম চরণ সেবার নিত্য অভিলাষী,,

কান্তা দাস [চরণাশ্রিত] বাংলাদেশ, নারায়ণগঞ্জ