Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Jīveśvarī Yamunā devī dāsī (Bangladesh - Bangladesh)

নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে 

শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামীনে

নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদাইনে 

গৌর কথা ধামদায় নগর গ্রাম তারীণে।।

 

হে পরম আরাধ্য গুরু দেব 

হরে কৃষ্ণ।

শ্রীল প্রভুপাদের জয় হোক।

আপনার পদ্মের ন্যায় কমল শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম। 

হে গুরুদেব, আমি আপনার অত্যন্ত অধঃপতিত  শিষ্যা। আমার কোনো যোগ্যতাই নেই আপনার শিষ্যা হওয়ার। আপনি করুণা করে আমাকে শিষ্যা হিসেবে গ্রহণ করেছেন। 

হে পতিত পাবন, শ্রীল প্রভুপাদ এর সেবার জন্য আপনি আপনার প্রতিটি নিশ্বাস বহন করছেন। একজন শীর্ষ তার গুরুদেবকে কিভাবে ভালবাসতে পারে আপনি হচ্ছেন তার জ্বলন্ত উদাহরণ। 

হে পিতা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার প্রত্যেকটি অসংযত কার্যের জন্য ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাওয়ার মত যোগ্যতা আমার নেই। হে গুরুদেব তারপরও করুণা করে আমাকে ক্ষমা করে দিবেন।

হে করুণার সাগর, আমি যেন আপনার আদেশ নির্দেশ গুলো যথাযথভাবে পালন করতে পারি এই  আশীর্বাদ করবেন। আমি যেন যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় যে কোন সমস্যায় আপনার কথা হৃদয়ে ধারণ করতে পারি।

বিনীত

আপনার অযোগ্য শিষ্যা

জীবেশ্বরী যমুনা দেবী দাসী।

রাজবাড়ী, বাংলাদেশ।