Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Priyā Sudevī devī dāsī (Mayapur - India)

হে পরম আরাধ্য গুরুদেব আপনার শ্রী চরণ কমলে আপনার এই অধম অযোগ্য কন্যার প্রণতি গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক।

হে গুরুদেব আপনার অপার মহিমা বর্ণনা করার বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই তবুও আজকের এই পুণ্য তিথিতে আপনারই কৃপা বলে আপনার দিব্য মহিমা কীর্তন করার ক্ষুদ্র প্রয়াস করছি মাত্র। শ্রীলা প্রভুপাদের একজন আদর্শ শিষ্য রূপে আপনি অদ্যাবধি যেভাবে গুরু গৌরাঙ্গের সেবা করে চলেছেন তা দর্শন করে আমি সহ সমগ্র বিশ্ববাসী আজ অভিভূত ,চমৎকৃত। কিভাবে আপনি সৎ-চিৎ আনন্দময় গোলকধাম প্রত্যাবর্তন করার বাসনা পরিত্যাগ করে এই দুঃখময় জগতে কত প্রতিকূলতার মধ্যেও নিজো গুরুদেবের মনোবাঞ্ছা পূরণের জন্য নিরলস প্রয়াস করে যাচ্ছেন তা সত্যি অচিন্তনীয়। সমগ্র বিশ্বের অলি গলি নগর গ্রামে আপনার 'নিতাই কৃপা' বিতরণ করার লিলা সমূহ শ্রবণ করে এবং দর্শন করে আপনার প্রতি আমার শ্রদ্ধা দিন দিন দৃঢ় থেকে দৃঢ় তর হচ্ছে।

হে বাঞ্ছাকল্পতরু পিতা আমার জীবনে ভক্তির অনুকূল যখন যা প্রয়োজন হয়েছে আপনি স্নেহশীল পিতার নেয় সেই সমস্ত কিছুই আমাকে প্রদান করেছেন ।কখনো নিজে স্বয়ং কখনো শিক্ষাগুরুর মাধ্যমে কখনো বা শাস্ত্র উক্তির আবার কখনো বা আপনার দিব্য বাণীর মাধ্যমে।কোন কিছু ভুল করার পর দিব্য কোমল শাসন বাণী কদাচিৎ বর্ষিত হয়েছে এই অধমের উপর হোক না তা স্বপ্নের মাধ্যমে।আদর্শ পিতা রূপে আপনি সর্বদাই চেষ্টা করে চলেছেন কিভাবে আমরা আমাদের নিজ আলোয় ভগবত ধামে ফিরে যাব। কিন্তু অবাধ্য সন্তানের মত আমি সেই মহার্ঘ্য সুযোগের অপব্যবহার করছি আপনার জীবনের কষ্ট সমূহের কারণ হয়ে উঠেছি।

হে পতিত পাবন গুরু দেব এত অযোগ্যতায় থাকা সত্বেও যখন আপনি আমাকে ত্যাগ করেননি বা কখনো দূরে সরিয়ে দেন নি তাই আজো আমি আশার কিরণ খুঁজে পাই নিজেকে আপনার অন্তত শিষ্যূ রূপে যোগ্য হবার প্রয়াস করছি। গুরুদেব জীবনে অনেক মূল্যবান স্থান কাল পাত্র লাভ করে তা হারানোর পর কেবল আফসোস করছি কিন্তু এই সুযোগ আর আমি হারাতে চাই না আপনাকে প্রচারকার্যে সাহায্য করার মত যে মহামূল্যবান সেবা রয়েছে সেই সেবা করার সুযোগ আমি হারাতে চাই না ।গুরুদেব কৃপা করে সর্বদা আপনার কৃপা রূপ বটবৃক্ষের ছায়া আমায় প্রদান করুন যাতে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে যথাসাধ্য আপনার শ্রীল প্রভুপাদের সর্বোপরি শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখতে পারি হোক না আমার প্রচেষ্টা সেতুবন্ধন-এর সময় সাহায্যকারী সেই কাঠবিড়ালির মত বা তার থেকেও নগণ্য। 

হে গৌর ধন জন আপনার সিংহনাদ সম গৌরাঙ্গ ধনী সর্বদা আমার কর্নে ধ্বনিত হোক।

ইতি আপনার অযোগ্য আধ্যাত্বিক কন্যা প্রিয়া সুদেবী দেবী দাসী মায়াপুর ভারত

Reply allReplyForward