Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

śatābdī gupta jaẏā (Bangladesh-Dhaka - Bangladesh)

শতাব্দী গুপ্ত জয়া ( চরণাশ্রিত) 

ঢাকা, বাংলাদেশ। 

 

প্রিয় গুরুমহারাজ, 

আপনার শ্রীচরণকমলে আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম জানাই। শ্রীল প্রভুপাদের জয় হোক।জয় হোক আপনার।আপনার ৭২ তম শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।

 

আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছেন আপনি।হে করুণাময় পিতা, ভগবানের দূত হয়ে আপনি এসেছেন আমাদেরকে কৃষ্ণভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 

আপনার গুণগান আমি এই ক্ষুদ্র মুখে বলে শেষ করতে পারবো না।আমার জীবনের পথচলায় যখন আপনাকে গুরুদেব হিসেবে পেয়েছি তখন আমার জীবন সাফল্যমণ্ডিত হয়েছে। 

প্রিয় গুরুমহারাজ আপনি আমাকে কৃপা করবেন যেন আপনার দেওয়া শিক্ষা আর অনুপ্রেরণায় আমি ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি। শ্রীল প্রভুপাদের এই মিশনে নিজেকে উৎসর্গ করতে পারি৷ 

 

ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কাছে একটাই প্রার্থনা আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন আর নেচে গেয়ে ভগবানের দিব্য বাণী, শ্রীল প্রভুপাদের মহিমা সারা পৃথিবীজুড়ে প্রচার করুন।

 

প্রিয় গুরুমহারাজ আপনাকে উৎসর্গ করে ২ টি কবিতা লিখেছিলাম যেগুলো আপনার শ্রীচরণে অর্পণ করছি।

   

* কবিতা-০১ঃ

                   শ্রীল জয়পতাকা স্বামী 

গুরুই যে জীবনে সবচেয়ে বেশি দামী, 

             আমাদের গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী।। 

এমন গুরুদেব পেয়ে আমরা গর্বিত,

             কার্যসিদ্ধি করে তার গুরুদেব প্রীত।।

প্রভুপাদের শিক্ষায় তিনি হয়েছেন শিক্ষিত,

             যোগ্য হলে আমরা তিনি করবেন দীক্ষিত।। 

ভবসমুদ্রে আমরা দুঃখের কাঙ্গারী,

              গুরুরুপী নৌকা আমাদের করবেন পাড়ী।।

সবার মাথায় থাক শ্রীগুরুর ছায়া,

             লিখেছে এ কবিতা অযোগ্য জয়া।।

 

*কবিতা-০২ঃ            

                     গুরু কে?

         এই জগতের মানুষ হায় সদা অনিত্য,

সদৃগুরুর সন্ধান আমাদের করেছে মুক্ত।।

         কৃষ্ণসেবা ছাড়া জীবনে কি বা আছে, 

গুরুদেব নিয়ে যাবেন গোলকের কাছে।। 

         গুরুদেব স্মরণ করায় আমি কৃষ্ণের দাস,

গুরুর কৃপায় হবে বৃন্দাবনে বাস।।

          ভবসমুদ্রে গুরু চিন্ময় নৌকা করেছেন প্রেরণ, 

অন্ধকারে গুরুদেব আশার কিরণ।।