Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Anupamā Kṛṣṇapriyā devī dāsī (Sylhet - Bangladesh)

শ্রী শ্রী গুরুগৌরাঙ্গ জয়তু

শ্রদ্ধেয় গুরুমহারাজ
আমার প্রণাম ।কেমন আছেনআপনার কৃপায় আমি ভালই আছি। গুরুমহারাজ আমি ইতিহাসে অনার্স সম্পন্ন করেছি।
গুরুমহারাজ আমি আপনাকে প্রথম দর্শন লাভ করি ২০০৮ সালের  সিলেটের সাফারি প্রোগ্রামে। অমার কাকা রত্নেশ্বর কৃষ্ণদাস ব্রহ্মচারী (বর্তমানে কুলাউরামৌলভীবাজার মন্দিরের অধ্যক্ষপ্রভুর নির্দেশে আমরা আপনাকে দর্শন করতে যাই। সেদিন আমার বাবামাভাই  একি সাথে ছিলাম। সেদিন থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় রচিত হয়। আমরা জানতে পেরেছিলাম সত্যিকারের গুরু কেভগবান কেভগবানের সাথে আমাদের সম্পরক কীযার ফলে আমরা কৃষ্ণভাবনায় যুক্ত হই।
আমার মা (নিরুপমা গৌরাঙ্গী দেবী দাসী), ভাই (পীতাম্বর মুকুন্দ দাস২০১০ সালে দীক্ষা প্রাপ্ত হন। আমি (অনুপমা কৃষ্ণপ্রিয়া দেবী দাসীও  আমার  বাবা (শুদ্ধপ্রেম্ গৌর দাস২০১৭ এর ১৮ নবেম্বর সিলেটে আপনার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হই। গুরুমহারাজ আপনার কৃপায়  আমি এবং আমার মা-বাবা ২৭/১২/২০১৯ – ০৭/০২/২০ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারত যাত্রা সম্পন্ন করি। সেখানে বিভিন্ন তীর্থ ও ঐতিহ্যবাহী মন্দির দর্শন করে আমরা অবিভূত হই। যা আমাদের ভক্তি জীবনে সহায়ক ও স্মরণীয় হয়ে থাকবে। ০৫/০২/২০২০ তারিখে আমরা মায়াপুরে আপনার দর্শন লাভ করে আমরা আমাদের দক্ষিণ ভারত যাত্রা সম্পন্ন করি। গুরুমহারাজ এতে আপনার বিশেষ ক্পা ছিল। গুরুমহারাজ আপনি কৃপা করেন যেন আমি শুদ্ধ হরিনাম করতে পারি। আমার একান্ত ইচ্ছা যে আমি যেন প্রতি বছর মায়াপুরে আপনাকে দর্শন করতে পারি। সেজন্য আমি আপনার বিশেষ কৃপা আশা করছি।

গুরুমহারাজ আমি ভগবানের কাছে আপনার দ্রুত সুস্থতা  প্রার্থনা করছি এবং ভাগবান শ্রীনৃসিংহদেবের চরণে প্রতিদিন তুলসী অর্পণ করছি। আপনার ৭২ তম ব্যাসপুজা সফল হোক। আমার প্রার্থনা স্বীকার করুণ এবং আমাকে গ্রহন করুন।
 

আপনার শিষ্যা 
অনুপমা কৃষ্ণপ্রিয়া দেবী দাসী। 
সিলেট,বাংলাদেশ।