Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Arindama Majumadāra (Puruliya - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিনে।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।

হে পরমারাধ্য গুরুমহারাজ,

আজ আপনার ৭২তম শুভ আবির্ভাব দিবসে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার শ্রীচরণ কমলে অসংখ্য কোটি ভক্তিপূর্ণ ও ভালোবাসাযুক্ত প্রণতি নিবেদন করছি। শ্রীল প্রভুপাদ ও পূর্বতন আচার্যবৃন্দের মনোভিলাষ পূরণ করতে এবং আমার মতো পতিত,দুরাচারী জীবদের উদ্ধার করতে আপনার এই জগতে আবির্ভাব। আপনি এতোটাই কৃপালু যে নিজে কষ্ট সহ্য করেও কিভাবে আমাদের কৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সদা তৎপর।

হে গুরুমহারাজ আপনার গুণমহিমা কীর্তন করার কোন যোগ্যতা আমার নেই তবুও আপনার আশীর্বাদ নিয়ে আপনার গুণমহিমা কীর্তন করার প্রয়াস করছি। গুরুমহারাজ আপনি হচ্ছেন প্রভুপাদ গতপ্রাণ, আপনি সকল বৈষ্ণব সমাজে গুরু ভক্তির দৃষ্টান্ত স্থাপন করছেন কিভাবে একজন ব্যক্তি এতো শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও ভগবানের সেবা এবং গুরুদেবের আদেশ পালন করে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ আপনি। কোনকিছুই আপনাকে প্রভুপাদের সেবা থেকে দূরে সরাতে পারেনা তাইতো এই কঠিন পরিস্থিতিতেও আপনার অভিনব আবিষ্কার ZOOM এর মাধ্যমে প্রচার। কি অভিনবই না আপনার চিন্তাধারা- জুমের মাধ্যমে রথযাত্রা, যা সাধারণ কেউ সাফল্যমণ্ডিত তো দূরের কথা চিন্তাই করতে পারবে না, জুমের মাধ্যমে নামহট্ট-ভক্তিবৃক্ষ সম্মেলন, জুমের মাধ্যমে ভক্তদের বাড়ি পরিদর্শন এবং তাঁদের সাথে কথোপকথনের মাধ্যমে তাঁদের ভক্তিজীবনকে পরিচর্যা করা এবং তাঁদের কৃষ্ণভাবনামৃতে উৎসাহিত করা।

হে গুরুদেব আপনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর নামের হাটের একজন সুবিখ্যাত মহাজন। আপনি সকলের মাঝে জাতি-কুলাদি বিচার না করে অকাতরে নিতাই- এর কৃপা বিলিয়ে যাচ্ছেন। প্রত্যহ সান্ধ্যকালীন চৈতন্ন্য লীলার ওপর ক্লাসের মাধ্যমে কতো ভক্তদের গৌরাঙ্গ প্রেম বিতরণ করছেন। কিভাবে সকল ভক্তরা মিলেমিশে সঙ্গবদ্ধভাবে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করবে এবং শ্রীল প্রভুপাদের ইসকনের জয় জয় কার হবে সেই নিয়ে সর্বদা আপনার ভাবনা তাইতো শ্রীল প্রভুপাদ আপনার যথার্থ নামকরণ করেছেন “জয়পতাকা স্বামী”।

গুরুমহারাজ আমি এতোটাই পাপী,দুরাচারী এবং আমার মধ্যে এতোটাই আসুরিক প্রবৃত্তি রয়েছে যে এতো সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও আমার জপে মন বসে না, কৃষ্ণ কথায় রুচি নেই, আপনার ক্লাসে যোগদান করি না, বৈষ্ণব অপরাধ করে বসি এবং মাথায় শুধু উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে। হে গুরুদেব আমার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, আপনি কৃপাপূর্বক আমায় ক্ষমা করবেন এবং আমায় সর্বদা আশীর্বাদ করবেন যেন আমার এই প্রবৃত্তি গুলো দূর হয় এবং যেন আমি ভালোভাবে আনুগত্যে থেকে কৃষ্ণভাবনামৃতের অনুশীলন করতে পারি এবং ভবিষ্যতে আপনার সুযোগ্য সন্তানরূপে শ্রীল প্রভুপাদের এই কৃষ্ণভাবনামৃত আন্দলনের প্রচার প্রসারে আপনাকে সহযোগিতা করতে পারি।

ইতি,

বৈষ্ণব দাসাধম,

অরিন্দম মজুমদার (চরণাশ্রয় আকাঙ্ক্ষী শিষ্য),

ইসকন নামহট্ট, পুরুলিয়া