Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Pūrabī dās (Mayapur - India)

নাম- পূরবী দাস ( গুরু চরণে আশ্রিতা)
পশ্চিমবঙ্গ, ভারত

হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে অধমের কোটি কোটি বিনম্র প্রণাম।
৭২ তম আবির্ভাব দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যখনই জানতে পারলাম প্রত্যেক শিষ্যের অবশ্য কর্তব্য হচ্ছে ব্যাস পুজাতে গুরুদেবের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখা, তাই নিজের লেখার অক্ষমতার কথা জেনেও আপনার কৃপার দিকে চেয়ে আমিও লিখতে বসে পরলাম। ভুল- ত্রুটির জন্য নিজের কন্যাকে পথ দেখিয়ে শুধরে নেবেন,এই কবিতাটি আপনার জন্য, শব্দের সীমিত ভান্ডার থেকে--


প্রথম সাক্ষাতেই করেছিলেন মলিন হৃদয় ধৌত
পরে বুঝেছি সেই কৃপা ছিল অহৈতুকি- অপ্রতিহত।
ভক্তির শুরুতেই মায়াপুরে প্রথম আপনার দর্শন
জটিল মস্তিষ্ক, পারিনি করতে গুরুকে শ্রদ্ধা প্রদর্শন।
সেদিনও দেখেননি কোটি জন্মের জমানো হৃদয়ের মল
ভক্তিলতা বীজ বপন করে, সিঞ্চন করেছিলেন তাতে জল।
কখন যে সেই লতা আপনাকে আঁকরে ধরে
অজান্তেই আমার, বেড়ে উঠছিল ধীরে ধীরে।
পাইনি সে কথা আগে কখনো টের
যাতে ছিল আপনার যত্ন ও ভালোবাসা ঢের।
আজকে হঠাৎই, যখন দেখি তার পানে চেয়ে
শ্রদ্ধা ও আনন্দ যায় হৃদয় বারবার ছেয়ে।
মাঝে কতই না হয়েছি ভুলে পথভ্রষ্ট
অপরাধ করে, দিয়েছি নিজেকেই কষ্ট।
জানি এখন, তার সবটুকুই ছিল আপনার দান
উপগ্রহ করতে মৃত শরীরে ভক্তির প্রাণ।
তাইতো আপনার অহৈতুকি কৃপার উল্লাসে
মেতে উঠেছি সবাই মিলে ব্যাস পুজা মহোৎসবে।
দোষ ক্ষমি, গ্রহণ করুন আশ্রিতের বুলি
আবির্ভাব দিবসে পূরবীর এই শ্রদ্ধাঞ্জলি।