Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Ripā kānu (Sylhet - Bangladesh)

হরেকৃষ্ণ গুরুমহারাজ।  তব শ্রী রাতুল চরণে আপনার আশ্রিতার প্রনাম গ্রহন করুন গুরুদেবহে গুরুদেব প্রথম যেদিন আপনাকে সরাসরি দর্শন করার সুযোগ লাভ হয়েছিল সেই দিনটির প্রতিটি মুহূর্ত আজও আমার কাছে স্বপ্নের মতোই গুরুদেব।  ২০১৭ সালে সিলেটে যখন আপনি এসেছিলেন তখন আপনার দর্শন লাভের আশায় শ্রীমঙ্গল থেকে সিলেটে যায়। কিন্তু এতো ভক্ত সমাগম হয়েছিল যে আমি আপনাকে ঠিক করে দর্শনও করতে পারছিলাম না। তাই ২০১৬সালে মন্দির থেকে আপনার শ্রী চরণে আশ্রিত হবার পরেও শুধু কাছ থেকে একটু দর্শন করার লোভে আমি ফরম ফিলাপ করি। কিন্তু ফরমে কিছু সমস্যা থাকায় ভক্তরা আমাকে আপনার কাছে যেতে দিচ্ছিলেন না। তখন আমার কান্না আর ধরে রাখতে পারলাম না। আর জোরে জোরে কান্না চলে আসে আমার। যাইহোক এটা দেখে প্রভুদের দয়া হয় আমাকে আপনার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এটা আপনার কৃপাতেই শুধু সম্ভব হয়েছিল গুরুমহারাজ। সবশেষে যখন আপনার শ্রীচরণে পুষ্প দেওয়ার জন্য কাছে গেলাম তখন এতো গুলো ভক্তের মাঝেও আমার মনে হচ্ছিল আপনি আমার দিকেই তাকিয়ে আছেনআমার কান্না তখনো থামেনি। হে গুরুদেব আপনি অনেক কৃপালু। আমি আপনার সেবা করার যোগ্য নয়। তবু্ও প্রতিদিন আপনি আমায় সেবার সুযোগ দান করেন গুরুদেব কৃপা করে আপনার এই অধম কন্যাকে সর্বদা আপনার শ্রীচরণে রাখবেন গুরুদেব।  আমি খুবই নগন্য।  কিভাবে শ্রদ্ধাঘ্র লিখতে হয় আমি জানি না গুরুদেব। শুধুমাত্র আমার মনের কথাগুলো ব্যক্ত করলাম বাবা। আমি খুব মানসিক চিন্তায় আছি বাবা। তুমিতো সবই জানো। আমায় তোমার সেবার সুযোগ থেকে বঞ্চিত করো না বাবা তুমার অযোগ্য কন্যার প্রনাম গ্রহন করো বাবা

 

তোমার আশ্রিতা

রিপা কানু

শ্রীমঙ্গল, মৌলভীবাজার 

সিলেট