Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Priyanka debi pal ( - )

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার দর্শন, 
পেলাম খুঁজে এই ধরাতে তোমার মত আপন জন।। 
ভালোবাসার মূর্ত প্রতীক তুমি কৃপা পারাবার,
এই বিশ্ব আজ তোমার কাছে মেনেছে যে হার।। 
শুভদিনে পিতা, উদয় হলে তুমি, 
তোমার চরণ বন্দনা করতে চাই আমি। 
তুমি পরম করুণাময়, পরমারাধ্য পিতা,
তুমি বদ্ধ জীবের আশ্রয়দাতা।। 
হাজারো জীবের জীবন তুমি করেছ যে দান, 
তুমিত দিয়েছো পিতা শ্রীকৃষ্ণের সন্ধ্যান।।
জীবনযুদ্ধে পিতা তুমি হার মাননি  কবু,
সংঘর্ষের পর সংঘর্ষ আজও করছ তবু।।
সমগ্র জীবন তুমি দিয়ে দিলে প্রভুপাদের সেবার জন্য,
তোমায় পেয়ে গুরুমহারাজ আমার জীবন ধন্য।। 
মায়ায় পরে খাচ্ছি পিতা আমি হাবুডুবু,
গুরু মহারাজ পারিনা তোমায় স্মরণ করতে কবু।। 
দুষ্টু মায়ার মিষ্টি কথায় আমারে নাচায়,
সঙ্গ দোষে চিত্ত আমার হল বজ্রপায়।।
কামে আসক্ত ভোগে মত্ত হয়ে পড়ে আছি আমি, 
ওহে গুরুমহারাজ আমাকে ভবসাগর থেকে ত্রাণ কর তুমি।। 
ভক্তিলতার বীজ আমার শুকিয়ে গেছে,
হৃদয় মাঝে কাম বাসনা জেগে উঠেছে।। 
আজকের শুভদিনে আমি এই প্রার্থনা করি, 
জনম জনম যেন আমি তোমার চরণ বন্দনা করি।। 
শত দোষে দোষী আমি ছেড়ে দিও না আমায়, 
জন্ম যেন সার্থক করি তোমার চরণ ছায়ায়।।


আপনার চরণাশ্রিতা
প্রিয়াংকা দেবী পাল