Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

(Mayapur - India)

আমার পরম আরাধ্য গুরুমহরাজ আপনার শ্রী চরণে দন্দবৎ প্রণতি নিবেদন করছি। আমি আপনার চরণ আশ্রিত এক অযোগ্য সন্তান। 

 

হে গুরু মহারাজ আপনি তো এতই মহান যে আপনার গুনো কীর্তন যদি কোটি  কোটি বছর ধরেও কীর্তন করা হয় তবুও শেষ করা অসম্ভব। হে পতিতপাবন গুরূমাহারাজ আমাদের মত পাপী দুরাচারী দের কে উদ্ধার করার জন্য আপনি আপনার নিত্যধাম বৈকুণ্ঠ ছেড়ে এই জগতে এসেছেন আপনি তো গৌর ধন জন আপনিতো শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। আপনার চরণাশ্রিত হয়ে আমার জীবন ধন্য বলে মনে করছি। হে গুরু মহারাজ  আপনার গুনো কীর্তন করার জন্য যে আমি অযোগ্য তবুও আপনার কিছু গুনো কীর্তন করার প্রয়াস করছি। হে গুরুদেব  আজ হয়তো আমরা কৃষ্ণক ভুলে এই জগতে এসে দুঃখ কষ্ট পাচ্ছি তাই দেখে আপনার মন এতই ব্যাথিত হলো যে আপনি সবাইকে দীক্ষার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে যুক্ত করছেন যার ফলে আমরা নিত্য আনন্দের সন্ধান পেয়েছি। আপনিতো একটি অধিবাস কীর্তন করেন " আনন্দের সীমা নাই ,নিরানন্দ দূরে যায়"  আপনার প্রতি আমরা কত অপরাধ করি তাও আপনি সব ভুলে আমাদেরকে উদ্ধার করেন আপনার কৃপা বলে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যায়।  হে গুরু মহারাজ আপনার জন্য একটা কবিতা লিখেছি কবিতার ভুল ত্রুটি নিজের অযোগ্য  সন্তান মনে করে ক্ষমা করবেন।

 

শাস্ত্রের আঁধারে জানি বারে পারি

 

গুরুদেব হয় হাজার গুণধারী।

 

সেই রকম গুরু অবতীর্ণ হয় মহান একাদশীর দিনে।

 

শাস্ত্রে জানিবারে পারি ,

 

গুরুদেব সাদা চিন্তিত হয় জগত উদ্ধারি।

 

সেই রকম গুরু পায় আজ কৃষ্ণের বলে।

 

জগত উদ্ধারে আজ পাশ্চাত্যের ঘরে।

 

কৃষ্ণের অতিপ্রিয় নিত্য সেবক তাহারও।

 

জগত উদ্ধারে নিতাইয়ের শিক্ষা রূপে।

 

পাশ্চাত্যের ঐশ্বর্য ছাড়ি  আসে নগর ও তারিন।

 

গোদাসেরে যোগ্য করে দীক্ষার মাঝে।

 

আর কেহ নয় প্রভুপাদের কৃপাধন্য জয়পতাকা স্বামী।

 

যার কৃপা বলে কৃষ্ণতত্ত্ব জানিবারে পারি।।।।।।

 

 

 

- আপনার সন্তান আকাশ ভৌমিক।