Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Pritam Nandi (Mayapur - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে 

শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নামিনে ।

নমো আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে

গৌর কথা ধামধায় নগরগ্ৰাম তারিণে ।।

 

অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।। 

হরে রাম হরে রাম।

রাম রাম হরে হরে ।।

 

হে পরমপূজনীয় গুরুদেব,

 

 আপনার 72 তম শুভ আবির্ভাব তিথিতে,আজ আমি আপনাকে আমার মনের কিছু কথা জানাতে চাই।।

 

 

  হে গুরুদেব

 আমার কোনো যোগত্যা নেই আপনার চরনে প্রণাম জানানোর,তাও আমি আপনার চরনে সহস্রকোটি দন্ডব্রত প্রণাম জানাই।।

 

 

এই অধমকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। 

 

 হে গুরুমহারাজ

 

আপনি আমাদেরকে পারমার্থিক জ্ঞানে দীক্ষিত করছেন,যাতে আমরা জাগতিক কলুষ থেকে মুক্ত হতে পারি।।

 

হে পরমপিতা

 আপনি আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করে আমাদের মায়ার হাত থেকে রক্ষা করে চলেছেন।এই ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে ঘুমন্ত জীবাত্মার চেতনার পুনর্জাগরণ ঘটাছেন।।

 

 হে শিক্ষাগুরু

 আপনি আমাদেরকে প্রকৃত চেতনা দান করেন। আপনি আমাদেরকে দীক্ষিত করে বিশুদ্ধ বা পারমার্থিক কোরছেন।।

 

আপনার চরনে অনন্ত কোটি প্রনাম।।

 

হরে কৃষ্ণ ।।

 

আপনার সেবক প্রীতম ।।

তালডাংরা।। , বাঁকুড়া।। , পশ্চিমবঙ্গ।।