Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Aparūpa Gaurāṅgī devī dāsī (Mayapur - India)

Hare kṛṣṇa Guru Maharaj Please accept my respectful Obeisance unto your lotus feet.

All gloris to Śrīla Prabhupāda!

All gloris to Guru and Gouranga!

Guru Mahārāja, I have written a poem in bengali laguage to glorify your unconditional mercy. Please accept it.

পতিত পাবন গুরুদেব

দয়ার সাগর পতিত পাবন কৃষ্ণেরও প্রতিনিধি।

আপনাকে ব্যাতীত কিরূপে জানতাম, যথা শ্রাস্ত্রবিধি।।

গ্ৰহন করিয়া মোদের সমস্ত পাপ করিলেন নব জীবন দান।

শিষ্যের কাছে গুরু মহারাজ তাই ভগবানের সমান।।

কৃষ্ণ তত্ত্ববেত্তা আপনি, ব্যাক্তি ভাগবৎ।

প্রচার করেন শ্রাস্ত্র মতে

তাই মুগ্ধ সারা জগৎ।।

অন্ধকারে প্রদীপ আপনি, আপনিই করুনাসার।

তব আর্শীবাদে কৃষ্ণ লাভ যা আশ্রয়ের আধার।।

জীব উদ্ধার লাগি তব আগমন,এই মোর বিশ্বাস।

ভক্ত-ভগবানের নিত্য সংযোগ কারী, হে করুনার প্রকাশ।।

সর্বক্ষণ চিহ্নিত থাকেন আপনি শিষ্যদের উন্নতিতে।

অহৈতুকী কৃপা সিঞ্চন করছেন ধরনীর বুকেতে।।

গুরু পিতা গুরুই ধর্ম গুরুদেব মোদের সম্বল।

আপনি প্রীত হইলে পরে হৃদয়ে ভক্তির চিদবল়।।

কৃষ্ণপ্রেমের স্ফুলিঙ্গ জাগরণ হয়,আপনারই কৃপায়

এরুপ স্নেহ কে আর দেবে, যাব আমি আর কোথায়।।

শুষ্ক মরুভুমিতে বর্ষন আপনি, মনেও উল্লাস।

পাদপদ্মে আশ্রয় প্রার্থী আমি, আপনার দাসের ও দাস।।

হে গুরুদেব ছায়াতলে স্থান দিন এ মহাপামরে।

উদ্ধার করুন অধম সন্তানেরে কৃপা কনা প্রদান করে।।

Your Insignificant daughter

Aparūpa Gaurāṅgī Devī Dāsī

Mednipur, West Bengal.