Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Vrajendra Gopāla dāsa (Comilla - Jagannathpur - Bangladesh)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তঃ

শ্রীশ্রী শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারজের ৭৩তম ব্যাসপূজায় গুরুদেবের অযোগ্য ও অধম সন্তান ব্রজেন্দ্র গোপাল দাস এর শ্রদ্ধাঞ্জলি।

আধাঁরে আলো

ব্রজেন্দ্র গোপাল দাস

আমি নিজেকে জেনেছিলাম আমি হিন্দু,

     এখন জানি আমি সনাতনী।

আমি জেনেছিলাম এই দেহ আমার সব,

     এখন আমি জানি আমি শ্বাশত্ব।

আমি জেনেছিলাম দেশ সেবা বড় সেবা,

     এখন জানি গুরু-কৃষ্ণের সেবাই শ্রেষ্ঠ সেবা।

আমি জেনেছিলাম বিদ্যালয়ের ভৌতিক জ্ঞান,

     এখন জানছি গীতা, ভাগবতের পারমার্থিক জ্ঞান।

আমার সঙ্গ ছিল বন্ধুদের আড্ডা খানা,

     এখন চেষ্টা আমার সাধু সঙ্গ করার।

আমার কথন ছিল রাজনৈতিক, সিনেমার গল্প,

     এখন বুঝতে পারছি কৃষ্ণ কথায় আমার পরম গতি।

আমার চিন্তায় ছিল অর্থনৈতিক উন্নতি,

     এখন বুজতে পারছি প্রয়োজন পারমার্থিক উন্নতি।

ক্রোধে, উত্তেজনা ছিল কঠিন পরিস্থিতি,

     এখন কৃষ্ণের ইচ্ছা বলে মানি।

আমার সকল আধাঁর গুছিয়ে,

     প্রত্যাশীত আলোর বির্তিকার মূল কান্ডারী শ্রীল জয়পাতাকা স্বামী গুরুমহারাজ।

আমি অযোগ্য আপনার অপার মহিমা কীর্তন করার,

     তবু আপনি ক্ষমাশীল দয়ার সাগর।

আপনি আমাকে ক্ষমা করে,

     কৃপা করে নিয়েছেন নিজজন করে।

আমি আপনার শুভ ব্যাস পূজা- ২০২২ এ

     আপনার চরণপদ্মে অনন্ত কোটি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।

ইতি

আপনার অযোগ্য সন্তানবৃন্দ

ব্রজেন্দ্র  গোপাল দাস , পাবনী কানিন্দী দেবী দাসী ও জয়ানন্দ দাস

শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, লাকসাম, কুমিল্লা।