Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Tapa Advaita Dāsa (Mayapur - India)

শ্রীগুরু-প্রসঙ্গ

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে

নমঃ আচার্য্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে

----------------------------------------------

প্রথমে বন্দিলাম মুই শ্রীগুরু চরণ

যিনি শ্রীল প্রভুপাদের কৃপাধন্য জন

আজ যাঁরে মর্তলোক জয়পতাকা জানে

এমন গুণনিধি নাহি এভুবন স্থানে

১৯৪৯ খ্রিষ্টাব্দের ৯ই এপ্রিল

আবির্ভূত হইলেন ধরায় হইতে সামিল

প্রথম জীবনে যাঁর জন গর্ডন নাম

মিলৌকির উইসকন্সিন হয় যাঁহার ধাম

বরই বিচিত্র তাঁর জীবন-যৌবন গাথাঁ

ক্রমে ক্রমে তিনি হইলেন বহুজনের ত্রাতা

শিশুকালে একদিন চর্মরোগ হইয়া

খুঁজিলেন উপাচার একান্ত হইয়া

পিতামহ তাঁর নিকট কহিলেন মন্ত্র

তাহা উচ্চারিয়া তিনি হইলেন নিস্ক্রান্ত

আরেক দিন সর্প এক আইলা প্রাঙ্গনে

সকলেই হইলা ভীত তাহার কারণে

কি জানি কিবা বলে ধরি সেই সর্প

ফেলিলেন বাহিরে তাহা করি অতি দর্প

চমৎকার আরও লীলা আছে কত জানি

যাহা মুই জানি তাহা অতি ক্ষুদ্র মানি

বিদ্যালাভে অতি মেধা করিয়া প্রকাশ

বিবিধ স্নাতক পদ লভিলেন অনায়াস

তার পরে দেশ সেবা করিবার তরে

প্রবেশিলেন ক্ষত্রিয়ের কার্য্যালয় ঘরে

ধন-জন পরিপূর্ণ বিলাসিতার জীবন

কিছুতেই যেন তাঁর নাহি মানে মন

জাগতিক সর্ব ক্ষেত্রে হইয়া নিপূন

তথাপি তাঁহার চিত্তে জ্বলে যে আগুন

জনে জনে শুনি সবে কহে ঈশ্বর নাম

কোথা তাঁর আদি নিবাস, কোথা তাঁর ধাম

উদ্ঘাটিতে সেই তথ্য হইলেন অন্তর্মুখন

করিলেন ধ্যান যোগ ধরি বুদ্ধ ভগবান

করিয়া সৈন্য শিক্ষা ভাবিলেন মনে

এই শিক্ষায় মোর কি কাজ এই ভূবনে

প্রকৃত সেই শিক্ষা মোর নিশ্চয় জানা চাই

যে শিক্ষায় তরিব আমি তরিবে সবাই

ইতমধ্যে গুরু এক অভয়চরণ নাম

মার্কিন মুলুকে যাঁর বহু গুণগান

শ্রীল প্রভুপাদ নামে যাঁরে সকলেই জানে

প্রতিষ্ঠাতা আচার্য যিনি ইসকন আন্দোলনে

শ্রীল ব্যাসদেবের সত্ত্বাবেশ অবতার হন যিনি

তাঁর কথা শুনিলেন শ্রীল জয়পতাকা গুণমণি

ইতমধ্যে ইসকন নামে এক আন্দোলন

করিয়াছে এভূবন করি আলোরণ

প্রভুপাদের এক শিষ্য শ্রীপাদ জয়ানন্দ নাম

অতি শুদ্ধ ভক্ত যিনি বৈষ্ণব গুণধাম

দৈব তাঁর রূপ মাধুরী দেখিয়া হঠাৎ

কহিলেন হে গোসাই কর কর্ণপাত

কয়েক জিজ্ঞাসা মোর আছে মনে মনে

জানিব কেমনে তাহা কহত এক্ষণে

ঈশ্বর নামে যিনি সর্বজনে কহে

কি তাঁহার পরিচয় বলুন এক্ষণে

আস্বস্ত করিলেন তিনি জয়পতাকারে

কহিলেন কৃষ্ণ যিনি রহেন বিশ্ব-চরাচরে

তথাপি জানিতে তাঁরে আছে কিছু বিধি

প্রথমে আশ্রয় কর তাঁহার প্রতিনিধি

তাঁহার শিক্ষায় তুমি যদি হও বিজ্ঞ

পাইবে পরম শান্তি চিত্ত রবে প্রজ্ঞ

বৃহৎ উৎসবের এক প্রস্তুতি দেখিয়া

জিজ্ঞাসিলেন জয়পতাকা তাহার কাছে গিয়া

কোন ক্ষণে মিলিলেন আপনি

কি এই উৎসব কহত এবে জানি

মৃদু হাস্য দিয়া কহিলেন জয়ানন্দ গোসাই

জগন্নাথ রথযাত্রায় তব কার্য চাই

তরা করি আসি কর রথ নির্মাণ

কালি হইবে রথযাত্রা উৎসব মহাণ

যেন এক দিব্যানন্দ স্ফুরিল হৃদয়ে

জয়পতাকা যুক্ত হইলেন অতি আরম্বরে

উনিশ শতাব্দীর আটষট্টি সালে

করিলেন ইসকনে শুভ পদার্পণ

পরদিন করিয়া আপন মস্তক মুণ্ডন

করিলেন শ্রীজগন্নাথে আত্মসমর্পণ

যতেক প্রশ্ন তাঁহার হইল শান্ত

যাহার বশে এতদিন আছিলেন বিভ্রান্ত

হে জগন্নাথ প্রভু পতিত পাবন

এবেক গুরুপাদপদ্ম এক করুন আয়োজন

তবে জয়ানন্দ প্রভু লইলেন জয়পতাকারে

মিলাইলেন অভয়চরণ ভক্তিবেদান্ত গুণাধারে

করিয়া প্রশ্ন-উত্তর আদান প্রদান

অন্তে তাঁর শ্রীচরণপদ্মে লইলেন বিশ্রাম

শ্রীল প্রভুপাদ তাঁর হইলেন গুরু

মন্ট্রিয়েল শহর হইতে নবজন্ম শুরু

জন গর্ডন এর্ডম্যান হইতে এবে তাঁর অবকাশ

প্রভুপাদ দিলেন নাম জয়পতাকা দাস

তথায় অনেক দিন হইয়া অধ্যক্ষ

গুরু-কৃষ্ণ সেবায় তবে হইলেন সুদক্ষ

সেই সে প্রথম সেবা প্রভুপাদের তরে

যাঁহা তিনি সম্পাদিলেন ইসকন মন্দিরে

১৯৬৮- এক পত্র রচনায়

প্রভুপাদ তাঁহারে জানান অভিপ্রায়

প্রভুপাদ কহিলেন আছে মনে আশ

আপনার পুস্তক প্রেস করিব প্রকাশ

নির্মাণ হইবে প্রেস বিবিটি যার নাম

এতে তুমি করহ বিচার কিবা পরিণাম

গুরুদেবের বাসনা শিরোধার্য করি

পারি দিয়াছিলেন সুদূর মার্কিন নগরী

শ্রীচৈতন্যের বাণী চিত্তে লইয়া বিপূল

গুরু আজ্ঞায় পারি দেন সপ্ত সাগর কুল

মন্ট্রিয়েল হইতে এক সস্তা বিমান ধরি

আসিলেন এবে তিনি লন্ডন নগরী

তাহা হইতে ব্রাসেলস্নামক এক স্থান

তথা হইতে ভারতবর্ষের মুম্বাই ধাম

সেথা হইতে আসিলেন কলিকাতা নগরী

তথায় রহিলেন এবে অতি কষ্ট করি

বহু কৃচ্ছ্রসাধন করি বহু স্থানে ভ্রমি

সঙ্কীর্তন আন্দোলনে নামিল আপনি

যদ্যপি নিবাস তাঁহার এবে বঙ্গবাস

বাংলা ভাষায় রুচি করিলেন প্রকাশ

কলিকাতা নগরীর নানাস্থানে গিয়া

আনাজ, ফলমূল আনিতেন কিনিয়া

অতএব বাংলা ভাষা শিক্ষা হয় শুরু

ক্রমে ক্রমে বাংলা ভাষায় হলেন এবে গুরু

অতি মধুর বাংলা ভাষা তাঁহার শ্রীবদনে

শুনিবা মাত্র সবে আকৃষ্ট এক্ষণে

সঙ্কীর্তন, গ্রন্থ প্রচার, প্যাণ্ডাল প্রোগ্রাম যত

সর্বত্র বাংলা ভাষায় শিক্ষা অবিরত

যদিও কলিকাতা তবে আছিল প্রখর

বৈদেশিক ভক্ত দেখি সবে মানে চর

অতি বন্ধকতা তুচ্ছ করি এক্ষণে

সদাই গুরু পাদপদ্ম ধ্যানে অনুক্ষণে

ইতমধ্যে ভক্তগণ মায়াপুর স্থানে

নির্বাচিলেন এক স্থান অতীব যতনে

এবে শ্রীল প্রভুপাদ আসিলেন হেথায়

১৯৭০ এর ২৯শে আগস্ট তিথি

প্রভুপাদ বুলাইলেন জয়পতাকা প্রতি

কহিলেন সন্ন্যাস দীক্ষা তব হওয়া চাই

আগত রাধাষ্টমী তিথি অতি শুভ ক্ষণ

প্রদান করিব তবে সন্ন্যাস নিদান

জয়পতাকা দাস কহে পরিয়া প্রণতি

যাহা তব ইচ্ছা প্রভু করহ মোর গতি

এবে তব সন্ন্যাস দীক্ষা কহিল বিরাজ

জয়পতাকা দাস এবে হইলেন মহারাজ

শ্রীমৎ জয়পতাকা স্বামী এবে হইল তাঁহার নাম

অপূর্ব সার্থক তাঁর জীবন জয়গান

কিবা শিক্ষা পাইলেন প্রভু কিবা তার বল

শ্রীচৈতন্যের শিক্ষায় জগৎ করিলেন বিহ্বল

ইহা হইতে অবশেষে মায়াপুর ধামে

নিবাস হইল হেথা এক সরল স্থানে

বৈদিক কুটীর এক করিয়া নির্মাণ

প্রভুপাদ সহিত তথায় করিলেন অবস্থান

ক্রমে অট্টালিকা এক নির্মাণ হইল

পদ্ম-ভবন যার নাম প্রকাশিল

শ্রীল প্রভুপাদ কহিলেন ওহে মহামতি

দিলাম ভগবৎ ধাম করহ উন্নতি

তাহা হইতে বহুবিধ কৃচ্ছ্রসাধন করি

যতনে গড়িলেন এবে মায়াপুর নগরী

নিত্যানন্দ, ভকতিবিনোদ আদি গুরু

বাসনা আছিল এবে নামহট্টের শুরু

ক্রমে ক্রমে নামহট্টের পুনঃ প্রবর্তন

প্রতিষ্ঠা করিলেন তিনি নামহট্ট ভবন

প্রতি নগরাদি গ্রামে করিতে প্রচার

ভক্তিবৃক্ষ, নামহট্টের করিলেন বিস্তার

তাঁহার যতেক লীলা বর্ণিব কেমনে

মূর্খ অতি পামর মুই জানিত আপনে

তাঁহার যতেক সাধন করিয়া বিচার

ভাবিলাম সর্ব চক্ষে করিব বিস্তার

আমার গুরু যিনি শ্রীল জয়পতাকা স্বামী

করিতেছেন উৎকৃষ্ট কার্য এভূবনে মানি

সর্ব প্রথম সাধনা তিনি করিয়াছেন জীবনে

একনিষ্ঠ রহিয়াছেন গুরু-কৃষ্ণ ধনে

সেইহেতু জানিয়াছেন জীবন আছে যার

জনম সার্থক করি করহ প্রচার

তাহা সম্পাদনে তিনি প্রচার জীবনে

অতি স্বল্প নিদ্রাগ্রস্ত হইয়াছেন আপনে

দ্বিতীয়তঃ তিনি এক সমভাব ব্যক্তি

সকল গুরুর শিষ্যে তাঁহার অনুরক্তি

কেবা কার শিষ্য তাহা নির্বিশেষে

যতন করেন তিনি মনের হরিষে

তৃতীয়তঃ, শ্রীল প্রভুপাদের অভীষ্ট পূরণে

লুপ্তপ্রায় শ্রীপাট সকল উদ্ধারিতে যতনে

গড়িলেন এক ট্রাস্ট অতি নিপুন

বঙ্গের যতেক শ্রীপাট হইতেছে নতুন

চতুর্থ উদ্দ্যোগ এক তাঁহার মধ্যে দেখি

গড়িতে বৈদিক নগরী আর স্বল্প বাকি

পঞ্চমতঃ, মায়াপুর তথা যতেক গৌড়ীয়

একচ্ছত্র করিবেন ইহা তাঁহার প্রিয়

ষষ্ঠতঃ, আছেক পুরাতন গ্রন্থাদি যত

সংগ্রহ করতে তিনি অতীব উদ্দ্যত

সপ্তমতঃ, প্রভুপাদের দিব্য যতেক গ্রন্থাবলী

ম্যারাথনের প্রচারে আপনি শিরোমণি

অষ্টমতঃ, প্রতি নগরাদি গ্রামের আপামর জীবে

নামহট্ট-ভক্তিবৃক্ষ সংগঠন করিবে

এই ভাবনা একমাত্র ছিল তাঁহার মনে

তাহারি ফল এবে দেখি যে ভূবনে

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম

সর্বত্র বিরাজিছে মণ্ডলী ভক্তধাম

নবম প্রচেষ্টা তাঁহার গুরু দেন অতি শক্ত

মায়াপুর সন্নিকটে যেন কেহ নাহি রহে অভুক্ত

ফুড ফর লাইফ এবে করিয়া বিস্তার

তীর্থযাত্রী প্রসন্ন, এবে নাহি অপপ্রচার

দশম গুণের কথা কী আর কহিব

তোমা হেন গুণনিধি কোথা গেলে পাব

যে প্রকার অধম আমি এই ধরণীতে

সঙ্কল্প করেলেন তিনি মোরে উদ্ধারিতে

বহু বদ্ধজীবে এবে করিতে নিস্তার

প্রভুপাদ আদেশে তিনি লইলেন ভার

দীন হীন পতিত পামর নাহি জানে

সকলেরে আপনার শিষ্য করি মানে

এবে জানি মায়াপুর চিন্ময় ধাম

আছিল মোর স্বপ্ন হেথায় রহিব কেমনে

ভদ্রাচারু প্রভু নামে এক বৈষ্ণব মহাশয়

আনিলেন হেথায় মোরে দিয়া আশ্রয়

সেই হইতে শ্রীধামের বসবাস শুরু

তিনি মোর পূজনীয় যেন শিক্ষাগুরু

আরেক বৈষ্ণব যিনি শ্যামরসিক গুণি

বর্তমানে তাঁহারে মোর শিক্ষাগুরু করি মাানি

না আছে মোর উচ্চ শিক্ষা

তথাপিহ তিনি মোরে দেন এই ভিক্ষা

আছে এক কার্যালয় এই মায়াপুর স্থানে

জে পি এস আর্কাইভস্‌’ সর্বজনে জানে

তথায় তিনি কর্ণাধার শ্যামরসিক প্রভু

রক্ষিলেন মোরে তিনি অতি কল্পতরু

এক্ষণে গুরু মোরে করিলেন কৃপা

গুরুদেবের বাণী প্রচার এই মোর শিক্ষা

হে মোর গুরুদেব পতিত পাবন

যে কার্যে আপনি উৎসর্য আপনি করিলেন জীবন

সেই কার্যে আমি যেন ঝাড়ুদার হই

আপনার প্রচার কার্যে চিরতরে রই

যে অসুস্থ লীলা এবে করিছেন আপনি

জগত বুঝিয়াছে আপনি বৈষ্ণব শিরোমণি

আছে তব কার্য কিছু এই জানি মনে

নহিলে পামরে হেথা আনে কোন জনে

শ্রীগুরু-প্রসঙ্গের এক বার্তাবাহক রূপে

জীবনের অন্তিম লক্ষ্য আপনার সমীপে

আজি আপনার এই আবির্ভাব ক্ষণে

বিণম্র প্রণতি এবে জানাই রাতুল চরণে

শ্রীনৃসিংহদেবের শ্রীচরণপদ্মে মোর আকুতি

রক্ষা করেন যেন মোর গুরু-ভকতি

আরেক প্রার্থনা মোর শ্রীনৃসিংহ চরণে

মোর গুরুদেবে রক্ষা করেন যেন সর্বক্ষণে

শ্রীল জয়পতাকা স্বামী পদে রহু মোর আশ

প্রার্থনা করয়ে সদা নরাধম দাস

আপনার অকিঞ্চন দাসানুদাস

তপ অদ্বৈত দাস

জে পি এস আর্কাইভস্

শ্রীমায়াপুর, অভয়নগর, প্রভুপাদ নিবাস