Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Jaya Baladeva Dāsa (Mayapur - India)

গুরুদেব, তব গুনগাথা গাই, কি সাধ্য আমার,
শ্রীগৌরাঙ্গের নিজজন, প্রসারে নাম সংকীর্তন,

তব আগমন এই ভুবনে।
একাদশী দিনে, মাধব তিথিতে,
মার্কিনে আবির্ভাব করি,

ধন, জন, বিদ্যা, বৈভব সব তুচ্ছ করি,
প্রভুপাদ চরণে আশ্রয় লইলা ভজিতে গৌরহরি।

কৃষ্ণভক্তি প্রচারে তব সামর্থ্য অনন্য,
অনেক গুরুদায়িত্ব দিলা প্রভুপাদ, হইয়া প্রসন্ন।

প্রভুপাদ আজ্ঞা শিরোধার্য করি,
নিরন্তর নিযুক্ত প্রচারে নগরাদি গ্রামে ভ্রমি।

অনেক কষ্ট সহিয়া গিয়া দ্বারে দ্বারে,
নিতাই কৃপা বিলাইলা কত অধম পতিতেরে।

ভক্তিবিনোদ বাণী সার্থক করি,
মহাপ্রভুর আন্দোলন প্রসারিলা চতুর্দিকে,
সঙ্কীর্তনের জয়পতাকা উড়িল দিকে দিকে।

গৌরাঙ্গচরিত কহেন তাতে মাধুর্য অপার,
হেন গৌর কৃপানিধি কাহা পাইব সমস্ত জগত সংসার।

মুই এক তুচ্ছ দাস এই নিবেদন করি,
তব চরণাশ্রয়ে যেন ভজিতে পারি গৌরহরি।