Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Deveśvara Jagannātha Dāsa (Mayapur - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামোদায় নগরগ্রাম ত্বারিণে।।

পরম্‌ পূজনীয়,

পরমারাধ্য গুরুদেব আজ আপনার শুভ আবির্ভাব তিথিতে আপনার শ্রী পাদপদ্মে জানাই আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আপনি স্বয়ং শ্রীকৃষ্ণের নিত্য সেবক, পরম ভাগবত আচার্য ও একজন যথার্থ কৃষ্ণতত্ত্ববেত্তা বৈষ্ণব গুরু। আপনি পরম করুণার সাগর, পতিতপাবন। বৈষ্ণব কথাটির যথার্থ অর্থ হোলো “পর দুঃখে দুঃখী”, আপনি হলেন তাঁর প্রকৃত মূর্তিমান স্বরূপ।

যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম।
তাঁহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান।।
(শ্রী চৈঃ চঃ)

হে গুরুদেব, আপনি করুণা পরবশ্‌ হয়ে এই ভবসাগরে পতিত সমস্ত জীবদের পরিত্রাণ করার জন্যই কান্ডারি রুপে অবতীর্ণ হয়েছেন, এবং সকল অধম পতিত পাপীদের সেই কৃষ্ণ প্রেমের নৌকায় তুলে নিয়ে এই ভবসাগর থেকে পরিত্রাণ করার সুমহান দায়িত্ব ভার গ্রহণ করেছেন। তাই আপনার চরণ কমল থেক এহেন পামরকে কখনো বঞ্চিত করবেন না।

যদি দয়া না করিবে পতিত দেখিয়া।
পতিতপাবন নাম কিসের লাগিয়া।।

হে গুরুদেব, আপনি পারেন এজগত থেকে সমস্ত বদ্ধ জীবদের নিস্তার করতে। আমি আপনার স্নিগদ্ধ শীতল চরনের আশ্রয় গ্রহণ করেছি, কেবলমাত্র আপনার অপার করূণার দ্বারা সিঞ্চিত হয়ে পরিত্রাণ পাবো বলে।

জীবের নিস্তার লাগি নন্দ সূত হরি।
ভূবনে প্রকাশ হন গুরু রুপ ধরি।

হে পরমারাধ্য গুরুদেব, যদি আপনি যোগ্যতার বিচার করে কৃপা বিতরণ করবেন, তবে এ পামরের আর এই ভবসাগর থেকে উদ্ধার হওয়া হবে না। কারন আমার তো কৃপা পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। কেবলমাত্র আপনার করূণাই আমার সম্বল। আপনার করূণা বীনা আমার আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। হে পতিত তারণকারী এই অধমে কৃপা করুণ।

যোগ্যতা বিচারে                                      কিছু নাহি পাই
তোমার করুণা সার।
করূণা না হইলে                                      কাঁদিয়া কাঁদিয়া,
প্রাণ না রাখিব আর।।

আজ আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আমি সর্বদা শ্রী শ্রী প্রহ্লাদ-নৃসিংহ দেবের নিকট আপনার সুস্বাস্থ্য এবং সর্বপরি মঙ্গলময় জীবন প্রার্থনা করি। শ্রীল প্রভুপাদ জয়যুক্ত হোন।

আপনার নিত্য দাসানুদাস,

দেবেশ্বর জগন্নাথ দাস

শ্রী মায়াপুর, নদীয়া