Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Vaijantī Lalitā Devī Dāsī (Vancouver - Canada)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

হরে কৃষ্ণ, শ্রীল গুরু মহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন।

শ্রীল প্রভুপাদের জয়!

আপনার জয় হোক!

আপনার মঙ্গলময় ৭৪তম আবির্ভাব তিথি তথা শ্রীব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক!

হে পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ,

আপনার আবির্ভাব তিথির এই পরম মঙ্গলময় দিনে আপনার শ্রীচরণকমলে বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি এবং আমি সবচাইতে অযোগ্য হওয়া সত্ত্বেও আমার এই নিকৃষ্ট জীবনে আবির্ভূত হয়ে পরম মঙ্গলময় কৃষ্ণভাবনামৃত প্রদান ও নিরন্তর নিতাই-কৃপা বর্ষণ করে আমাকে ভক্তিজীবনে ঐকান্তিক ও নিষ্ঠাবান হওয়ার অনুপ্রেরণা প্রদানের জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনার সমুদ্রসম মহিমার একবিন্দু পরিমাণও স্পর্শ করার যোগ্যতা আমার নেই। কিন্তু আমার নিজের শুদ্ধিকরণের আকাঙ্ক্ষায় আপনার শ্রীচরণে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ক্ষুদ্র প্রয়াস করছি।

হে পরম দয়ালু গুরুদেব,

সম্প্রতি শ্রীল প্রভুপাদের একটি প্রবচনে শ্রবণ করেছি যে, যদি কোন জীব ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য ঐকান্তিক হয়, তাহলে অন্তর থেকে পরমাত্মা আর বাইরে থেকে গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ তাকে তৎক্ষণাৎ সহায়তা করেন। কিন্তু আমার পাপ-পঙ্কিল জীবনে কৃষ্ণ উপলব্ধির কোন ঐকান্তিক প্রয়াস না থাকা সত্ত্বেও অহৈতুকী করুণাবশত আপনি আমাকে পারমার্থিক কন্যারূপে গ্রহণ করলেন। আর আপনার কন্যারূপে স্বীকৃত হয়েও যখন কৃষ্ণভাবনার অমৃত ছেড়ে বিষয় বিষের গর্তে মজে রইলাম, তখনও আপনি হাল ছেড়ে না দিয়ে আমাকে বিভিন্ন ঐকান্তিক ভক্তদের সঙ্গ প্রদান ও সেবা করার সুযোগ প্রদানের মাধ্যমে বারংবার জীবনের প্রকৃত লক্ষ্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। তবুও আমি এমনই দুর্মতি যে, এই সুযোগ যথাযথভাবে গ্রহণ করে এই জীবনটিকে সার্থক করার জন্য মনোযোগী হচ্ছি না। দয়া করে আমাকে সর্বদা কৃষ্ণপ্রেম লাভের পরম লক্ষ্যে দৃঢ় হওয়ার ও দৃঢ়তা বজায় রাখার শক্তি প্রদান করুন।

হে পতিত পাবন শ্রীল গুরুদেব,

জড় জগতের প্রতি পদে পদে বিপদ থাকবে সেটাই স্বাভাবিক। তাই জীবনের বিপদসমূহ যেন কেটে যায় সেই প্রার্থনা না করে আপনার কাছে এই করুণা ভিক্ষা করছি যেন প্রতিটি বিপদজনক পরিস্থিতি এবং সুখময় পরিস্থিতিতেও সর্বদা যেন আপনার ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণকমলকে আঁকড়ে ধরে থাকতে পারি। প্রতিটি বিপদসংকুল পরিস্থিতিতে বিভ্রান্ত না হয়ে সেগুলিকে যেন আপনার ও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণকমলে পূর্ণরূপে শরণাগতি লাভ এবং সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার সুযোগরূপে উপলব্ধি করতে পারি এই প্রার্থনা করি। আমার নিজের শক্তিতে তা সম্ভব নয়। আপনার অহৈতুকী করুণাতেই কেবল আমার জীবনে এই অসম্ভব ব্যাপার সম্ভবপর হয়ে উঠতে পারে।

হে গৌর-ধন-জন শ্রীল গুরুদেব,

আপনি শ্রীল প্রভুপাদের অত্যন্ত প্রিয় পুত্র এবং ভগবান শ্রীগৌরাঙ্গের নিজজন। আপনি করুণা করে আমাকে বিষয় বিষ্ঠার জগৎ থেকে তুলে এনে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অমৃতময় লীলা আস্বাদনের অনুপম সুযোগ প্রদান করেছেন। করুণা করে এই অধম কন্যাকে গৌরকথায় এতটা আসক্তি প্রদান করুন যেন হৃদয়ের সকল অনর্থ থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে গৌরপ্রেমে মত্ত হতে পারি। সমস্ত জড় আশ্রয় ও আসক্তি থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে এই জন্মেই যেন গৌরপ্রেম লাভ করতে পারি এই প্রার্থনা জানাই।

‘‘কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো,
তোমার শকতি আছে।

আমি তো কাঙাল, ‘কৃষ্ণ কৃষ্ণবলি,
ধাই তব পাছে পাছে।’’

হে করুণাসিন্ধু গুরু মহারাজ,

আমার মতো পতিত জীবের কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি করুণা করে আপনার এই অযোগ্য ও অকেজো কন্যাকে আপনার অত্যন্ত প্রিয় সন্তান শ্রীমতী আহ্লাদিনী রাধা দেবী দাসী মাতাজীর অধীনে সেবায় যুক্ত হওয়ার অনন্য সুযোগ প্রদান করেছেন। কিন্তু মূর্খতাবশত আমি এই মহাসুযোগের যথাযথ মূল্যায়ন করতে না পেরে সেবায় অনেক অবহেলা করেছি। আপনার আবির্ভাব তিথির এই পবিত্র দিনে আপনার কাছে আমি আমার মূর্খতা ও অজ্ঞতার জন্য ক্ষমাভিক্ষা করছি। সাথে সাথে আপনার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি প্রতিটি সেবা, প্রতিটি কার্যক্রম, প্রতিটি চিন্তাভাবনা কেবলমাত্র আপনার সন্তুষ্টিবিধানের জন্যই যেন করতে পারি, মিথ্যা অহংকারবশত যেন না করি।

হে পরমারাধ্য পিতা,

বিভিন্ন স্থানে যখন আপনার গুরুভ্রাতা-গুরুভগ্নী, দীক্ষাশিষ্য, শিক্ষাশিষ্য, আশ্রিত শিষ্য এবং শুভাকাঙ্ক্ষী সকলের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করি, তখন আরও বেশি করে বুঝতে পারি কীভাবে আপনি নিরন্তর সকলের পারমার্থিক জীবনে প্রগাঢ় অনুপ্রেরণা প্রদান করে চলেছেন, সেই সাথে আমিও যে আপনার কৃপালাভের একেবারেই যোগ্য নই এবং আপনার অহৈতুকী করুণা আমার জীবনের প্রকৃত সম্পদ তাও তখন বুঝতে শিখি। তাই আপনার কাছে হৃদয়ের এই প্রার্থনা জ্ঞাপন করি, কৃপা করে আমাকে হরিনামে রুচি ও ভক্তিজীবনে নিষ্ঠা প্রদান করুন যেন এই জন্মেই শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। কৃপা করে আপনার এই অযোগ্য কন্যাকে আপনার নিজ মধুর ইচ্ছাবশত আপনার শ্রীহস্তের একটি বিনম্র যন্ত্ররূপে ব্যবহার করুন। জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যাকিছু ভুল-ভ্রান্তি ও অপরাধ করেছি আর করে চলেছি, করুণা করে সেগুলি ক্ষমা করে আমাকে আপনার নিজ দাসীরূপে নিত্যকালের জন্য গ্রহণ করুন।

নিত্যকাল আপনার সেবা অধিকার লাভের অভিলাষী,

আপনার অযোগ্য কন্যা,

বৈজয়ন্তী ললিতা দেবী দাসী (দীক্ষাশিষ্যা),

ISKCON Vancouver,

কানাডা।