Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Gaurāṅga Prema Swami (Mayapur - India)

নমো ওঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে,
শ্রীমতে জয়পতাকা স্বামী নীতিনামিনে।
নমো আচার্য্য পাদায় নিতাইকৃপা প্রদায়িনে,
গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিনে।।

আজ আমাদের বড়ই পরম আনন্দের দিন, কারণ আজ আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের আবির্ভাব তিথি। আমাদের গুরুদেবের শ্রী চরিতকথা অতন্ত্য অতিমত্ত চরিতকথা। তিনি  অতি অল্প বয়সে শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে আসেন এবং প্রভুপাদের নির্দেশ অনুসারে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের এই যে প্রচারকার্য তা তিনি করে চলেছেন। তিনি এই অসুস্থতার মাঝেও অদম্য উৎসাহ নিয়ে প্রচারকার্য পরিচালনা করছেন। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তিনি প্রভুপাদের নির্দেশ স্মরণ করে প্রভুপাদ কি বলেছেন তাই তিনি পালন করতে চেষ্টা করছেন। এইবছর নবদ্বীপ মন্ডল পরিক্রমায় তিনি স্বশরীরে সেখানে উপস্থিত থাকতে পারেননি বটে কিন্তু প্রতিটা স্থানেই তিনি তাঁর ভয়েস ম্যাসেজ পাঠিয়েছেন। মায়াপুর অদ্বৈত ভবন, শ্রীধর অঙ্গন, নৃসিংহপল্লী আরো অন্যান্য স্থানে আমরা যখনই যেখানে গিয়েছি সেখানে তাঁর ভয়েস ম্যাসেজ এসেছে এবং ভক্তদেরকে তা শোনানো হয়েছে। তাতে আমি অনুভব করেছি যে তিনি স্বশরীরে সেখানে যেতে পারেননি কিন্তু মানসিকভাবে তিনি সেখানে চলে গেছেন। গুরুমহারাজের যে অতিমত্য চরিতকথা তা কি আর বলবো! আমরা যখন প্রথমে এই নামহট্ট প্রচারকার্য শুরু করেছিলাম  তখন যে কোনো সময়ে যে কোনো বিষয়ে আলোচনা করবার জন্য তিনি বলে দিয়েছিলেন যে "আমার কাছে আসতে তোমাদের কোনো কিছুর অপেক্ষা করতে হবে না, কারো অনুমোদন বা পারমিশন নিতে হবে না। যখন তোমাদের দরকার হবে কোনোকিছু আলোচনা করবার জন্য তোমরা আমার কাছে চলে আসবে। আমি তোমাদের কথা শুনবো এবং তার মীমাংসা করবার চেষ্টা করবো।" আর একবার বলেছিলেন, "আমার নামহট্ট নিয়ে এত পরিকল্পনা আছে যে তা কেউ জানে না। একমাত্র নামহট্টের একজন ভক্ত আছে রাঘব পণ্ডিত উনি অল্প জানে আর কেউ জানে না।" তো এইরকম ভাবে তিনি আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই নামহট্ট সমন্ধে কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন তৎবিষয়ে তিনি অনুসন্ধান করতেন এবং এই নামহট্ট প্রচারে সেই নির্দেশ তিনি আমাদের দিতেন। এইভাবে তিনি এই নামহট্টের প্রচার প্রথম থেকেই পরিচালনা করে আসছেন। তাঁর এই নির্দেশ অনুসারে আমরা নামহট্ট প্রচার করতে চেষ্টা করছি মাত্র। তা যাইহোক আজকে তাঁর এই প্রচেষ্টায় আমাদের নামহট্ট প্রচার পরিক্রমায় একটা বিশাল আকার ধারণ করেছে। হাজার হাজার লোক এই নামহট্টে যোগদান করেছেন, ভক্ত হচ্ছেন এবং ভক্ত হয়ে তাঁরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছেন। এইভাবে আমাদের পূর্ববর্তী আচার্য্য শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুরের যে মনোভিষ্ট তা আমাদের গুরুমহারাজের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এইভাবে তিনি নামহট্ট প্রচারের প্রতি লক্ষ্য রাখছেন এবং সমগ্র পৃথিবীতে নামহট্টের বিশ্ব প্রচারমন্ত্রী হয়ে তাঁর নির্দেশনা দিচ্ছেন। এবং এই অসুস্থতার মাঝেও তিনি সবসময় কিভাবে পূর্ববতী আচার্য্যগণের, প্রভুপাদের ইচ্ছা সম্পূর্ণ হবে সেই বিষয়ে তিনি সচেষ্ট আছেন। এইভাবে অসুস্থতার মাঝেও তিনি প্রচারকার্য করে চলেছেন। আশির দশকে যখন আমরা প্রথম প্যান্ডেল প্রোগ্রাম করতাম তখন গুরুমহারাজ  আমাদেরকে সময় দিতেন। তিনি দশ বারো দিন আমাদের সাথে সবসময় থাকতেন এবং আমরা তাঁকে নিয়ে উত্তরবঙ্গে এই দশ বারো দিন প্রচার করতাম। তখন তাঁকে বেশি করে আমাদের সঙ্গে পেতাম। আর একটা কথা না বললে নয়, গুরুমহারাজ যখন সুস্থ ছিলেন তখন আমি যখনই গুরুমহারাজের কাছে গিয়েছি তখন গুরুমহারাজ আমার সাথে সবসময় হাস্য-পরিহাস করে কথা বলতেন। এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে গুরুমহারাজকে  আর আগের মত সেইরকমভাবে কাছে পাইনা‌ এবং সেইরকম হাস্য-পরিহাস করে আর কথা বলেন না এবং কখনো গুরুমহারাজের কাছে গিয়ে যখন কথা বলি তখন তাঁর অনেক কথা আমি বুঝতে পারিনা। অন্যে যখন বলে দেয় তখন আমি বুঝতে পারি। এটা আমার কাছে একটা বিশাল দুঃখজনক ব্যপার। যাইহোক, আমরা আশাকরি গুরুমহারাজ সুস্থ শরীরে আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক এবং এই প্রচারকার্য পরিচালনা করুক।

গুরুমহারাজ যখন ইসকনে যোগদান করেন প্রথম তিনি কানাডার মন্ট্রিয়েল মন্দিরে ছিলেন এবং তিন মাসের ভিতরেই তিনি সেই মন্দিরের প্রেসিডেন্ট হয়েছিলেন। তার কয়েক মাস পরেই শ্রীল প্রভুপাদ তাঁকে দুজন ভক্তসহ কলকাতায় প্রেরণ করেন। তারপরে মায়াপুরে জায়গা অধিগ্রহণ করা হয় এবং প্রভুপাদ এই শ্রীধাম মায়াপুরকে সারা পৃথিবীর আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রধান কেন্দ্র রূপে গড়ে তুলতে ইচ্ছে করলেন। তখন ইউরোপ এবং আমেরিকা থেকে আসা প্রভুপাদের শিষ্যরা তারা এই মায়াপুরের মহিমা বিশেষ করে জানতেন না। তারা তখন অনেকেই বলেছিলেন যে "এই মায়াপুর পৃথিবীর একটা অজানা জায়গা যা বিমান বন্দর থেকে অনেক দুরে। এইখানে কেন আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র হবে।" তখন প্রভুপাদ বলেছিলেন "এই জড় জাগতিক মানুষের কাছে এই মায়াপুর অজানা হলেও আধ্যাত্মিকবাদী মানুষের কাছে এই মায়াপুর অজানা জায়গা নয়। যদি সারা পৃথিবীর মানুষের কাছে এটা অজানা জায়গা হয় তাহলে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যারা সদস্য হবেন তারা তা সারা পৃথিবীতে জানিয়ে দেবেন।" আমাদের গুরুমহারাজকে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে "হে জয়পতাকা স্বামী আমি তোমাকে ভগবানের রাজত্ব দান করেছি তুমি একে গড়ে তোলো।" এইভাবে আমাদের গুরুমহারাজ প্রথম থেকে শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে মায়াপুরে অবস্থান করে মায়াপুরকে গড়ে তুলেছেন। এক সময়ে আমাদের এই নামহট্টের প্রচার নিয়েও আমরা এই অসুবিধায় পড়েছিলাম।  অনেক ভক্তরা এই নামহট্ট প্রচারের মহিমা তারা বুঝতে পারতো না। তারা এই নিয়ে অনেক কিছু বলতো তখন একদিন আমি গুর মহারাজের কাছে গিয়ে বললাম যে "গুরুমহারাজ, এই নামহট্টকে কেউ care করে না। তখন গুরুমহারাজ বললেন কেউ care করুক অথবা না করুক আমি care করি, তোমরা নামহট্ট প্রচার করে যাও।" তখন তিনি উদাহরণ দিলেন যে "মায়াপুরকে নিয়েও প্রথম দিকে  কেউ care করতো না তখন আমি প্রভুপাদের কাছে গিয়েছিলাম, প্রভুপাদ বলেছিলেন কেউ care করুক না করুক আমি care করি তুমি মায়াপুরকে গড়ে তোলো। এই ভাবে তিনি মায়াপুরে ছিলেন এবং তা গড়ে তুলেছেন। বর্তমানে দেখা যায় এই মায়াপুরের মহিমা সারা পৃথিবীর ভক্তরা বুঝতে পারছে। তেমনি আমাদের নামহট্ট ক্রমে ক্রমে আমাদের গুরুমহারাজের নির্দেশ অনুসারে বিশাল প্রকান্ড ব্যাপার হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ।

গৌরাঙ্গ প্রেম স্বামী
আঞ্চলিক নির্দেশক
শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট, শ্রীধাম মায়াপুর