Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Priyaṁvadā Gaurāṇgī Devi Dāsī (Nadia District, West Bengal - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে

নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

শ্রদ্ধেয় শ্রীল গুরু মহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। আপনার ৭৪ তম ব্যাসপূজা মহা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ! জয় শ্রীল গুরু মহারাজ!

হে নিত্য দিশারী মম গুরুদেব,

আপনার অপার গুণমহিমা ভাষায় বর্ণনা করার মত যোগ্যতা আমার নেই। আপনি যে আমার মত পতিত, অধম, মায়াবদ্ধ, ক্ষুদ্র একটি জীবাত্মার প্রতি শুধুমাত্র আপনার অহৈতুকি করুণাবশত কত কৃপা করেছেন সেই উপলব্ধিও আমার নেই, না আছে সেই কৃতজ্ঞতাবোধ! আমি অত্যন্ত অকৃতজ্ঞ, অধম! যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আমাকে কত সুযোগ দেন, বারংবার ভুল শুধরানোর সুযোগ দেন, বারংবার নিজে স্বয়ং ব্যক্তিগত আশীর্বাদ দান করেন, যে কৃপা আপনার অগণিত দৃঢ় সুশিষ্যরাও অনেকসময় লাভ করতে পারে না তা আপনি আমাকে শুধুমাত্র ভালোবাসাবশত দান করেন, তবুও গুরুদেব আমি বারংবার ভুল করি! স্বতন্ত্র জীবনযাপন করতে চাই, দুঃখ পাই সেখানে কিন্তু সম্পূর্ণ শরণাগতি তবুও আমার আসে না।

হে দীনতারিণে গুরুদেব,

না জানি কি সুকৃতি আমি পূর্বজীবনে করেছিলাম যার ফলে আমি আপনাকে গুরুরূপে আমার জীবনে পেয়েছি! ভেবে অবাক হই যে কতটা ভালোবাসা ও করুণাবশত আপনি আমার মত একজনকে (আমার চেতনা কিরকম আপনি তো সবই জানেন হৃদয়রাজ) আপনার সরাসরি বাণীসেবায় যুক্ত করেছেন! আপনার অগণিত ভালো শিষ্যদের যখন দেখি তারা কত সুন্দরভাবে অক্ষরে অক্ষরে আপনার নির্দেশ পালন করে কত সুন্দরভাবে ভক্তি করে, হয়তো তারা এইভাবে আপনার বাণীসেবায় যুক্ত নয় তবুও তারা কত সুন্দরভাবে আপনার নির্দেশ পালন করে, তখন নিজের স্থিতি পর্যালোচনা করে একদিকে যেমন মিথ্যা অহংকার চলে আসে যে আমি আপনার সরাসরি সেবা করতে পারি আবার তৎক্ষণাৎ মনের মধ্যে কতটা যে লজ্জা হয় এই ভেবে যে আমি তো ভালো ভক্ত নয় তা শুধু আপনি আর জগন্নাথ জানেন! ভক্তিজীবনে সকল সুযোগ আপনি আমাকে দিয়েছেন যাতে আমি ভালোভাবে ভক্তি করতে পারি, ভক্তসঙ্গ পাই না বলে দুঃখ করতাম অতি উন্নত শুদ্ধ ভক্তদের সাথে সেবা করার সুযোগ দিয়েছেন, আমার ভালো মনে আছে একবার আপনি প্রচার পরিভ্রমণ শেষ করে শ্রীধাম মায়াপুরে ফিরে এসেছিলেন, অগণিত ভক্তদের ভিড়ে আমিও আপনাকে দর্শন করার জন্য দাড়িয়েছিলাম, কিন্তু সিকিউরিটি প্রভু আমাকে এত ভিড়ে আপনাকে ভালো দর্শন করার সুযোগ দেননি, ঠেলে সরিয়ে দিয়েছিলেন, সেদিন আমার খুব দুঃখ হয়েছিল, মনে ভেবেছিলাম আপনি কি তাহলে শুধুমাত্র যারা বরিষ্ঠ ভক্ত, ভালো উন্নত ভক্ত তাদেরকেই কৃপা করেন! জড়জগতের মত পারমার্থিক জগতেও কি আমি পিতার স্নেহ বঞ্ছিত! কিন্তু না! আমার ধারণা ছিল ভুল! অজ্ঞতাবশত আমার সেই ভুল দৃষ্টিভঙ্গি অচিরেই ভেঙে দিয়ে আপনি যে এরপর কতবার আমাকে সরাসরি আশীর্বাদ করেছেন, আপনার প্রসাদ দিয়েছেন, আপনার ব্যবহৃত বাসন মাজার সুযোগ দিয়েছেন, ‘পদ্ম ভবনের ছাদেআসার সুযোগ দিয়েেছন তা স্মরণ করে আমি এখন শিহরিত ও রোমাঞ্চিত হচ্ছি! এতবার সুযোগ দেওয়া, কৃপা করা, বারংবার ভুল করলেও আবার কাছে টেনে নেওয়া, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এই স্নেহ আমার মার থেকে ছাড়া কোনোদিন আর কারো থেকে পাইনি গুরুদেব! শাস্ত্রে আছে যে দীক্ষা মানে নতুন জন্ম! আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি সত্যিই আমার নিত্য মাতা নিত্য পিতা! আমাকে জন্ম না দিলে কিকরে আপনি আমাকে এত ভালোবাসেন, কেনই বা আপনার প্রায় ষাট হাজার শিষ্যদের মধ্যে সর্বাপেক্ষা নবীন, অসমর্থ, সদ্ গুণাবলীরহিত, ভক্তিজীবনে দূর্বল এক ক্ষুদ্র জীবাত্মা হওয়া সত্বেও এত সেবা পাই! যখন যে সেবার করার কথা মনে ভাবি সেই সুযোগ আপনি আমাকে দিয়ে দেন! পিতৃসম ভালোবাসা ছাড়া এটি কখনোই সম্ভবপর হতে পারেনা।

হে মোর জন্ম জন্মান্তরের আশ্রয় গুরুদেব,

আপনি যে আমার জীবনে কি তা লিখে ওঠার মত শব্দভাণ্ডার আমার নেই, নেই উপলব্ধিকে ভাষায় রূপান্তরিত করার যোগত্যা! পরিশেষে হে গুরুদেব, আপনাকে জানাতে চাই যে আপনি তো জানেন কতশত বাঁধা অতিক্রম করে আপনার আশীর্বাদ পাওয়ার পরেই আমাদের বাড়িতে ভক্তিবৃক্ষ পুনরায় শুরু হয়েছে। কুড়িজন মত ভক্ত সেখানে আসছে। নিকটবর্তী মন্দিরের প্রেসিডেন্ট প্রভুর সাথেও যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আমার অজ্ঞতাবশত, আমি সেই সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, আমারই নিজ দোষে মন্দিরে যেসকল মাতাজীরা আমাকে ভালো পছন্দ করে না শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকেবর্ণিত মহাপ্রভুর শিক্ষা তৃণাদপী সুনিচেন, তরোরিব সহিষ্ণুণাযে উপদেশ আপনি বারংবার আপনার সকল শিষ্যদের দেন সেইভাবে দীনসেবক হিসেবে তাদের ও সকল ভক্তের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি গুরুদেব!

প্রভু হে মম,

শিষ্য প্রশিক্ষণ কোর্সে আপনার বরিষ্ঠ এক শিষ্য বলেছিলেন যে যদি আমি ভালো ভক্তি করে এ জীবনেই আমার নিত্য আলয় ভগবদ্ধাম চলে যেতে পারি তাহলে আপনি সর্বাপেক্ষা খুশি হবেন। জানি আমার মধ্যে এখন প্রচুর ত্রুটি রয়েছে, না মনযোগ দিয়ে প্রবচন শুনি, না ভালো গ্রন্থ অধ্যয়ন করি, না ভালো সেবা করি, এমনকি জগন্নাথের যে বিগ্রহ সেবার দায়িত্ব আপনি দিয়েছেন তাও ভালোভাবে করি না। তবুও পিতা, আপনার কাছে এইটুকু প্রার্থনা করি আপনি কৃপা করে সর্বদা আমাকে এইভাবেই আগলে রাখবেন, আমি হয়তো খুব শীঘ্র ও দ্রুত ভক্তিজীবনে ভালো প্রগতি করতে পারবো না কারণ আমার ভক্তিলতা অত্যন্ত দূর্বল তার উপর বৈষ্ণব দোষদর্শনের পাহাড়সম অপরাধ রয়েছে কিন্তু আমি কথা দিচ্ছি গুরু মহারাজ আমি সম্পূর্ণ চেষ্টা করবো শ্রীল প্রভুপাদ ও আপনার মুখ উজ্জ্বল করে আপনার যোগ্য কন্যা ও শ্রীল প্রভুপাদের যোগ্য নাতনি হয়ে সকলকে ভগবানের বাণী বলে এ জীবনেই ভগবদ্ধাম ফিরে যাওয়ার। আমি খুবই দূর্বল ও বোকা গুরুদেব, আপনি শুধু আমাকে যতদিন আমি এই জড় বন্ধনে রয়েছি শাসন করে, সঠিক বুদ্ধি প্রদান করে সর্বদাই আপনার চরণকমলে নিত্য স্থান দেবেন গুরুদেব এই আমার বাসনা! আমি যেন সঠিক চেতনায় সকল বৈষ্ণব ও বৈষ্ণবীদের দাসানু দাসানুদাস হয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি গুরুদেব এই আশীর্বাদ প্রার্থনা করি শুধু।

শক্তিবুদ্ধিহীন, আমি অতি দীন,

করমোরে আত্মসাথ।।

যোগত্যা-বিচারে কিছু নাহি পাই

তোমার করুণা সার।

গুরুদেব!

কৃপা বিন্দু দিয়া করএই দাসে,

তৃণাপেক্ষা অতি হীন।

আপনার নিত্য সেবিকা হওয়ার আকাঙ্ক্ষী

আপনার অধম, অযোগ্য পারমার্থিক কন্যা,

প্রিয়ংবদা গৌরাঙ্গী দেবী দাসী (দীক্ষা)
ফুলিয়া, নদীয়া, পশ্চিমবঙ্গ