Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

কৃষ্ণমোহিনী রাধা দেবী দাসী (Kṛṣṇamohini Rādhā Devī Dāsī)  (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে৷৷

 

 

হে পরমারাধ্য গুরুদেব,

 

আপনার শ্রীচরণকমলে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদ এর জয় হোক।আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক

 

 

হে পিতা,

 

আপনার মহিমা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই।আমি আসলে কিছুরই যোগ্য নই তবুও আপনি সবসময় আমাকে কৃপা করে চলেছেন।যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আমাকে দীক্ষা প্রদান করেছেন।এতো সুন্দর একটা নাম দিয়েছেন।দীক্ষা প্রদান করে আমাকে পঞ্চতত্ত্বের সাথে সম্পর্কযুক্ত করেছেন।২০২২ সালে বেশ কিছুদিন আপনার সঙ্গ লাভ করার সুযোগ হয়েছিল যা ছিল আমার জীবনে সর্বশ্রেষ্ঠ মূহুর্ত।এই প্রথম আমি আপনাকে এতবার দেখেছি এবং এত সামনে থেকে। আমি এই মুহূর্ত কখনোই ভুলতে চাই না

 

 

 

হে পরম পিতা,

 

আপনি এমন একজন পিতা যিনি সন্তান এর কোনো ইচ্ছাই অপূর্ন রাখেন না।আমার অনেক ইচ্ছা ছিল আপনাকে আর আপনার প্রাণধন শ্রীশ্রী বার্ষভানবী-মুরারীর সাথে একসাথে দেখব ২০২২এ যখন আপনি পুণ্ডরীকধাম আসলেন সরাসরি সেই অপরুপ দৃশ্য দেখার মতো সৌভাগ্য হয়ে গিয়েছিলো।আর ২০২৩এ যখন কীর্তন মেলাতে সবাই কীর্তন অংশগ্রহন করছিলো আমি সারাক্ষণ ভাবছিলাম যদি আপনি এখানে একটাবার কীর্তন করতেন, আপনি সেটাও করলেন।আগে আমি চৈতন্য লীলার কিছুই বুঝতাম না কিন্তু এখন একটু হলেও বুঝি আপনার আশীর্বাদ এর ফলে।আপনার আশীর্বাদ এর মাধ্যমেই কেবল মহাপ্রভু আমাদের তাঁর ধাম থাকার জন্য অনুমতি প্রদান করবেন

 

 

হে গুরুদেব,

 

২০২২ সালের শেষ দিনও কাটিয়েছি আপনার সঙ্গ করে ভার্চুয়ালি।আপনার কি অপূর্ব কীর্তন।বছরের শেষ এবং শুরুর সেই মূহুর্তটি ছিলো অতুলনীয়।আপনি শুধুমাত্র সরাসরি না,ভার্চুয়ালিও অবিরত সঙ্গ প্রদান করে যাচ্ছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আপনার কৃপা-আশীর্বাদ প্রদান করতে থাকার জন্যে।আপনাকে সত্যি প্রতি মূহুর্তেই আমাদের প্রয়োজন

 

 

হে পরমপিতা,

 

যেখানে দীক্ষার অর্থ হচ্ছে শুধুই বীজ বপন করা সেখানে বপনকৃত বীজের যত্ন না করে আগাছা তৈরি করছি।আপনার আমি কতটাই না নগণ্য কন্যা আপনার করা কৃপার সদ্ব্যবহারও আমি করছি না।সব সময় আপনি আমাকে দিয়েই চলেছেন কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারছি না।আপনি আমাকে একটা সেবার দায়িত্ব দিয়েছেন তাও আমি ঠিকমতো করছি না।সবকিছু অবহেলা করে কাটিয়ে দিচ্ছি।আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আপনি যেই বীজ বপন করে দিয়েছেন তার যথাযথভাবে যত্ন নিতে পারি এবং আপনি যে সেবা কার্য দিয়েছেন তা যথাযথ ভাবে সম্পাদন করতে পারি

 

 

হে নিতাইকৃপা প্রদানকারী,

 

শ্রীল প্রভুপাদ এর সেবায় যেন আপনাকে সাহায্য করতে পারি।।আপনি আমাকে নিতাই কৃপা প্রদান করুন।আমার পরিবারের সবাইকে আর্শীবাদ করবেন আমরা যেন সুস্থ থেকে ঠিকভাবে ভক্তিজীবন পালন করতে পারি।আপনি দয়া করে কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না।আপনি সর্বশ্রেষ্ঠ পিতা।নিজের যত্ন নিবেন।আপনাকে আমাদের প্রয়োজন

 

 

আপনার জয় হোক

শ্রীল প্রভুপাদ এর জয় হোক

 

আপনার শ্রীপাদপদ্মের নিত্যসেবা অভিলাষী নগন্য কন্যা

 

কৃষ্ণমোহিনী রাধা দেবী দাসী (দীক্ষিত) 

নারায়ণগঞ্জ, বাংলাদেশ