Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

ঈশ্বর কৃষ্ণ চন্দ্র দাস (Īśvara Kṛṣṇa Candra Dāsa) (Chattagram-Bangladesh - Bangladesh)

সদা স্মরণে ,আপনার চরণে 

           বিনম্র প্রণতি

 

হে আমার প্রাণপ্রিয় গুরুমহারাজ,

কৃপা পূর্বক আপনার রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। শুক্লপক্ষ তিথিতে আপনার শুভ ৭৪ তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক। প্রত্যক শিষ্যের জন্য এই দিনটি একটি মহিমান্বিত এবং শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করার বিশেষ দিন। এই শুভদিনে আপনার মত মহান বৈষ্ণব যিনি প্রতি সেকেন্ডে শ্রীল প্রভুপাদের আদেশ এবং মহাপ্রভুর বাণী প্রতি নগরে  গ্রামে গ্রামে প্রচার করে চলেছেন, আপনার গুনানু কীর্তন করার যোগ্যতা আমার মত একজন অধমের নেই। আপনার গুণ মহিমা এমনই তা অতুলনীয় এবং তার সীমারেখা আমি করতে পারবো না। 

 

হে পরম পূজনীয়,পরম আরাধ্য গুরু মহারাজ,

আপনি এতই করুণাময় যে আপনি কখনোই কাউকে প্রত্যাখ্যান করেন না। তার প্রত্যক্ষ উদাহরণ আমি নিজেই। 

 

হে পতিত পাবন গুরু মহারাজ

বরিষ্ঠ ভক্তদের শ্রী মুখ থেকে আপনার  

কোন মহিমা শ্রবন করে আমি অনুভব করি আপনি যদি আমাকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথে না নিয়ে আসতেন, গুরু পরম্পরা ধারায় শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না করতেন, তাহলে আমি কোথায় থাকতাম। 

 

হে প্রাণনাথ,পরম পূজনীয় গুরুদেব

আমি এতই অধম আমার কোনই যোগ্যতা নেই আপনার সেবা করার। আপনি এতই কৃপা মায় যে আমার মত একজন অযোগ্য হীন ব্যক্তি কে গুরু পরম্পরা এবং ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত রেখেছেন, যা সব সময় কৃষ্ণভাবনাময় হতে আমাকে সাহায্য করে। 

 

হে পরম পিতা

আপনার অসীম মহিমা কীর্তন করার কোন যোগ্যতাই আমার নাই।এই শুভ তিথিতে আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আপনার বাণী সেবা শুদ্ধভাবে পালন করতে পারি এবং পারমার্থিক সন্তান হিসেবে আপনার সম্মান এবং ভাবমূর্তি অনুক্ষণ রাখতে পারি। 

 

 

আপনার পারমার্থিক সন্তান 

 

ঈশ্বর কৃষ্ণ চন্দ্র দাস (দীক্ষা) 

চুয়েট,চট্টগ্রাম ,বাংলাদেশ