Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Sumadhura Nandasuta dāsa (Durgapur - India)

হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম গুরুদেব।

আপনার ৭৫ তম ব্যাস পূজা উপলক্ষে আমার প্রণাম গ্রহণ করুন।

নমো ওঁ বিষ্ণুপাদায় পেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে

গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

শ্রীল প্রভুপাদের জয়

গুরুদেব দয়া করে আপনি আমাকে কৃপা করুন যাতে আপনার মত শুদ্ধ বৈষ্ণবের গুণ মহিমা আমার মত অধমের দ্বারা ব্যক্ত হয়। আমি এতই পতিত যে শুদ্ধ বৈষ্ণবের গুনাহ মহিমা করার যোগ্যতা আমার নেই। আমি যদি আপনার গুণ মহিমাতে কিছু ভুল শব্দ প্রয়োগ করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন।

আপনার ৭৫ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি এইভাবে সারা জীবন লীলা করে শ্রীল প্রভুপাদের সেবা তথা আমাদের কৃপা করতে থাকুন এই আপনার শ্রীচরণে আমার প্রার্থনা। আপনাকে প্রথমে জানাই অনেক ধন্যবাদ আমার মতো অকেজো ও অধম পশুকে আপনি শ্রীল প্রভুপাদের শ্রীচরণে তুলে ধরেছেন। তাছাড়াও অনেক খারাপ সময়ের মধ্যেও আপনি আমাকে আপনার শ্রীচরণে ঠাঁই দিয়েছেন। দীক্ষার দিন থেকে আজ পর্যন্ত না না রকম অপরাধ করে চলেছি আপনার তথা শ্রীল প্রভুপাদের শ্রীচরণে কিন্তু আপনি আমাকে নবজাত শিশুর মত আঁকলে ধরে আছেন আপনার কাছে। এখন আমার সেই দিন মনে পড়ে যেদিন কলকাতায় এয়ারপোর্টে আমি প্রথম আপনার শ্রীপাদপদ্ম কে স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম। তাছাড়াও আপনার কোন এক সেবক আমাকে আপনার উচ্ছিষ্ট প্রসাদ দিয়েছিলেন। তারপর আপনি সাফারির দলকে নিয়ে আমাদের দুর্গাপুরে উপস্থিত হয়েছিলেন। সেই স্থানেও আপনি আমাকে আপনার সেবা করার অনেক সুযোগ প্রদান করেছিলেন। আশা করি আপনি এইভাবে আমাকে সারা জীবন আপনার শ্রীপাদপদ্মে স্থান প্রদান করবেন। আপনার কৃপায় আমি কিছু মাস পূর্বে শ্রী বৃন্দাবন ধাম যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীল প্রভুপাদের অনেক লীলাস্থলি দর্শন করবার সুযোগ পেয়েছিলাম। তাছাড়াও আমি শ্রীল প্রভুপাদের তিরোভাব তিথির দিন সেইখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম এবং পবিত্র দামোদর মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করার সুযোগও পেয়েছিলাম যেগুলো আপনার কৃপার দ্বারাই সম্পূর্ণ হয়েছে। আমি অজান্তে বলবো না কিন্তু জেনেশুনে অনেক অপরাধ আমি আপনার শ্রীচরণে করেই চলেছি কৃপা করে আমাকে সুমতি প্রদান করে শ্রীল প্রভুপাদের সেবাতে আমাকে নিযুক্ত করুন ।

সর্বোপরি আমি আপনাকে এই কথাই বলতে চাই আমি জানি না শ্রীল প্রভুপাদ তথা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কোন কোন সেবা আপনি আমার দ্বারা করাতে চান। কিন্তু আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি আপনার কৃপাদ দ্বারা আমি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শ্রীল প্রভুপাদের এই আন্দোলনে একজন সেবক হয়ে থাকবো। জীবনের কোন পরিস্থিতিতে শ্রীল প্রভুপাদের শ্রীপাদপদ্ম কে আমি কোনদিনই ছাড়বো না। আমি আপনার কাছে কৃপা ভিক্ষা চাইছি যাতে আমি পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করে শ্রীল প্রভুপাদের আন্দোলনে নিজের সবটুকু দিয়ে সেবা করে যেতে পারি এবং শেষ পর্যন্ত শ্রীল প্রভুপাদের কাছে পৌঁছে যেতে পারে ।

----ইতি

আপনার অকাজের ও অযোগ্য সন্তান

সুমধুর নন্দসুত দাস

দুর্গাপুর, ভারত।