Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Dhruvanātha Govinda dāsa (Agartala - India)

প্রিয় গুরুমহারাজ,
আমার অনন্তকোটি দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন। গুরুমহারাজ আপনি জানেন আমি আপনার অতন্ত্য নগণ্য এক অধম সন্তান যে সদাসর্বদাই আপনার করুণা ও কৃপাপ্রার্থী। আমি আপনাকে প্রথম দর্শন করেছিলাম আজ থেকে প্রায় ১১ বছর পূর্বে পুণ্ডরীক ধামে এবং আমি আপনাকে প্রথমবারের মতো দর্শন করে আভিভূত হয়েছিলাম। আমি তখন ভক্তিজীবনে মাত্র পাঁ দিয়ছি। ৪ টি নিয়ম সম্পর্কে জানি কিন্তু তখনো সবকিছু পালন করতে পারছিলাম না। কিন্তু, কেনো জানিনা আপনাকে সেদিন দর্শনের পর থেকে আমি আপনার প্রতি অত্যন্ত আকর্ষন আনুভব করি এবং যদিও আমি আপনাকে এই প্রথম দর্শন করছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে, আপনি আমার আনেক নিকটে এবং আমার চির শুভাকাঙ্খি। আমি মনে মনে আশা পোষন করেছিলাম যে, কবে আমি পূর্নরূপে আপনার আশ্রয়ে আসতে পরবো। কারণ এই পথটি ছিল আমার জন্য অনেক কঠিন ও জটিল এবং সেখানে অনেক বাঁধা ও বিপত্তি ছিল। কিন্তু যেহেতু আপনি আমাকে আমার অজান্তেই কৃপা করেছিলেন এবং গ্রহণ করেছিলেন তাই সেই কৃপাশক্তির বহিঃপ্রকাশরূপে গতবছর(২০২৩) শ্রীমতী চম্পকলতা দেবীর আবির্ভাব তিথিতে শ্রীধাম মায়াপুরে আমাকে নিজ শিষ্যরূপে গ্রহণ করে হরিনাম দীক্ষা প্রদান করেছেন।
গুরুমহারাজ, আপনার গুনমহিমা বর্ননা করার শক্তি ও সামর্থ্য আমার নেই যেহেতু আমি অতন্ত্য মূর্খ ও জ্ঞানহীন এক পতিত জীব। যখন দেখি আপনি শ্রীল প্রভুপাদের প্রতি কত অনুরক্ত ও উনার প্রদত্ত আদেশ পালনে কত দৃঢ়-নিষ্ঠ, তখন আমি রূমাঞ্চিত হই এবং একজন শিষ্য হিসেবে আমি নিজে কতটা নগণ্য তা উপলব্ধি করতে পারি।
গুরুমহারাজ, আপনি সদাসর্বদাই বদ্ধজীবদের প্রতি করুণা প্রদর্শন করেন এবং আপনি অত্যন্ত দয়াশীল। তাইতো আপনি আপনার শারীরিক সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও এমন সমস্ত কাজ করে চলেছেন যা একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের পক্ষেও অসম্ভব। আপনি প্রতিনিয়ত বদ্ধ জীবদের আপনার করুণার কৃপাবারি প্রদান করছেন।
গুরুমহারাজ, আপনি শ্রী নিত্যানন্দ প্রভুর করুণা অকাতরে বিলিয়ে দিচ্ছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পূরণে একজন সর্বশ্রেষ্ঠ কান্ডারীরূপে সর্বদা বন্দনীয় ও পূজনীয়। আপনি বৈরাগ্য ও সদাচারের মূর্তবিগ্রহ এবং প্রতিনিয়ত তা নিজের মাধ্যমে শিক্ষা দিয়ে আমাদের সংশোধন করে চলেছেন।
গুরুমহারাজ, আপনার শুভ আবির্ভাব তিথিতে অনেক অনেক শুভকামনা জানাই। আমি সদাসর্বদাই আপনার অহৈতুকী করুণার পাত্র হিসেবে থাকার অভিলাষ করি। কৃপা করে আপনি আমকে গ্রহণ করবেন এবং চিরদিনের জন্য আপনার শীতল কৃপারূপ ছায়া তলে রাখবেন।
আপনার অতি নগণ্য দাস,
ধ্রুবনাথ গোবন্দ দাস।