Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Chetana Har (Seth) (Hooghly - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমো আচার্য্য পাদায় নিতাইকৃৃৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

হরে কৃষ্ণ গুরুমহারাজ, আপনার রাতুল চরণ যুগলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

আপনার ৭৫ তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।

ভগবান শ্রী রাধামাধব, শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী নৃসিংহদেবের কাছে আপনার দীর্ঘায়ু প্রার্থনা করি।

আপনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের যোগ্যতা আমার নেই। আপনি একজন মহান ব্যক্তিত্ব, গৌরাঙ্গের নিজজন এবং শ্রীল প্রভুপাদের অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিত। আপনি বদ্ধ জীবের উদ্ধারে অকাতরে কৃপা বিতরণ করছেন।

কৃপা করে আমার মতো অধমকে আপনার শ্রীচরণে আশ্রয় দান করেছেন। আমার নিজের কোনো যোগ্যতা নেই। আপনার অপার করুণায় ভক্তি জীবনে টিকে আছি। কৃপা করবেন যেন সকল বৈষ্ণবদের যথাযোগ্য সন্মান করতে পারি, সঠিক ভাবে হরিনাম জপ করতে পারি।

কোনো যোগ্যতা নেই, তবুও আপনি এই অধমকে কৃপা করে সন্তান রূপে স্বীকার করে আপনার সেবায় নিয়োজিত করবেন এই প্রার্থনা করি। আপনার কৃপা বিনা আমি অসহায়। হরে কৃষ্ণ।

ইতি আপনার চরণাশ্রিত শিষ্যা চেতনা হড়।