Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Avijit Das (Chittagong - Sri Krishna Mandir - Bangladesh)

নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে।

নমো আচার্য পাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

হে পরমারাধ্য শ্রীল গুরুমহারাজ, কৃপাপূর্বক আপনার শ্রীচরণ কমলে নিবেদিত আমার শত সহস্র বিনম্র প্রণতি গ্রহণ করুন।

শ্রীল প্রভুপাদের জয় হোক

আমরা জানি, এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে। তাদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে, যা বাইরে অনেক সুন্দর, বাহারি, রং বেরঙের। আবার কিছু রয়েছে যেগুলো ততটা সুন্দর নয়। কিন্তু এই সুন্দর এবং অসুন্দরের মাঝখানে একটি প্রজাতি রয়েছে। যার নাম হল বটবৃক্ষ। দেখা যায় সমস্ত বৃক্ষ সময়ের সাথে বিনাশ প্রাপ্ত হয়েছে, অথচ বটবৃক্ষ হাজার হাজার বছর ধরে তার মত দাঁড়িয়ে আছে। কোন ঝড়ঝঞা, রোদ বৃষ্টি, বা কোনরকম প্রাকৃতিক দুর্যোগ তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। সে সবকিছুতেই নির্বিকার এবং ক্রমশ সে তার বিস্তৃতি বাড়িয়েই চলে। পারিপার্শ্বিক প্রতিকূলতা তার মধ্যে কোনরকম প্রভাব বিস্তার করতে পারে না। উপরন্তু এই বট বৃক্ষটি তার কাছে আগত সমস্ত মানবকুল, এমনকি পশু পাখিদের পর্যন্ত উদার চিত্তে তার আশ্রয় প্রদান করে এবং বিনিময়ে কিছুই আশা করে না। হে গুরুমহারাজ, সেই বটবৃক্ষটির দৃষ্টান্তটি আপনার জীবনে সম্পূর্ণভাবে যথাযথ। শ্রীল প্রভুপাদের প্রতি আপনার আত্মনিবেদনের পর আপনি এই কৃষ্ণভাবনামৃতের প্রচার-প্রসারে সম্পূর্ণভাবে নিজের জীবনকে নিয়োগ করেছিলেন এবং আজ পর্যন্ত অর্ধশত বছরেরও বেশি সময়ের এই যাত্রায় অগণিত বার আপনি অজস্র প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোন কিছুই আপনাকে আপনার লক্ষ্য থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত করতে সমর্থ্য হয়নি। পৃথিবীর প্রায় সমস্ত দেশ গুলিতে আপনি ভ্রমণ করেছেন। ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন পরিবেশ, ভিন্ন আবহাওয়া এবং ভিন্ন প্রকৃতি, সাথে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই অবস্থায় সেই সমস্ত সমস্যাগুলোকে মোকাবিলা পূর্বক আপনি তবুও কৃষ্ণভাবনামৃত প্রচারকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন। বর্তমানে অনেকে ভক্তিপথে একটু মান বা একটু যশের এর আশা করে থাকে।কিন্তু শ্রীল প্রভুপাদের বাণী প্রচারের যেই সময়টিতে আপনি যুক্ত হয়েছিলেন, সেই সময়ে উপযুক্ত অভ্যর্থনা জানানোর মতোই লোক ইসকনে ছিল না বরং আপনি নিজে সকলকে সম্মান এবং আতিথেয়তা প্রদান করেছেন এবং সমস্ত ভক্তদের আন্তরিকভাবে যত্ন গ্রহণ করেছেন। হে গুরুমহারাজ, আমাদের সকলের অগোচরে কত নির্ঘুম রাত যে আপনি কাটিয়েছেন, কত অজস্র ঘন্টা ধরে যে আপনি সেবা সম্পাদন করেছেন এবং কত বেলা আপনি কোন রকম কিছু গ্রহণ না করেই কাটিয়ে দিয়েছেন তা আমাদের অজানা। তবে মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য সারা গায়ে মেডিসিন মেখে যে মাটিতে শুয়ে পড়েছিলেন সেটি আমাদের জানা। বিশ্বস্ত পাহারাদারের অভাবে রডের ট্রাকের উপর রাতের বেলা আপনি নিজেই শুয়ে পড়েছিলেন সেটিও আমাদের জানা। আপনার সেই সমস্ত আত্মত্যাগের ফলাফলস্বরূপ আমরা আজকের মায়াপুর দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কিভাবে সমস্ত ভক্তরা মায়াপুরে একসাথে একত্রিত হয়ে মন্দিরে এসে কীর্তন করছে, অপরূপ বিগ্রহ দর্শন করতে সমর্থ্য হচ্ছে, আকন্ঠ প্রসাদ গ্রহণ করছে, প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা সমন্বিত গৃহে বসবাস করছে। আর স্বপ্ন দেখছে এক অদ্ভুত মন্দিরে প্রবেশ করার; যার ধাপ গুলি ইতিমধ্যে বাস্তবায়িত হতে শুরু করেছে।

আপনার বর্তমান শারীরিক অবস্থা পূর্বের সমস্ত প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে গেছে। আপনার অসুস্থতার বিবরণ যখন আমরা পড়ি তখন আমরা ভাবতে পারিনা কিভাবে একজন ব্যক্তির পক্ষে এত ধরনের, এতগুলো শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা সম্ভব। তার ওপর আপনি আপনার সমস্ত সেবা সমূহ সম্পাদন করে চলেছেন।

গুরুনিষ্ঠা, গুরুসেবা, ধীরতা, স্থিরতা, উদারতা, ক্ষমাশীলতা, অমানিত্য, বিনয়, সহিষ্ণুতা, সেবাপরায়নতা, শুদ্ধতা, সমদর্শিতা, জ্ঞান, বৈরাগ্য, মহাপ্রভুর প্রতি নিত্য প্রেমাঞ্জলিতে পরিপূর্ণ এবং অগণিত গুণাবলীতে সিক্ত আপনার এক অনন্য সাধারণ জীবন; যার আমরা কেবল মহিমা কীর্তনই করতে পারি।

পরিশেষে, হে গুরুমহারাজ, আমি আবারও বলছি, একজন ব্যক্তি কৃষ্ণভাবনামৃতে এসে কিভাবে সম্মান, অসম্মান, ধন, জন, ভয়, অপমান;সমস্ত কিছুকে উপেক্ষা করে, তার জীবনকে গুরুদেব ও কৃষ্ণের সেবায় আনন্দপূর্নভাবে নিবেদন করতে পারে তার সম্পূর্ণ প্রকৃষ্ট এবং ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছেন আপনি স্বয়ং।

হে পরমারাধ্য শ্রীল গুরুদেব, এই পরম পবিত্র পূত তিথিতে আপনার শুভ আবির্ভাব তিথি সর্বতোভাবে জয়যুক্ত হোক!!!

জয় ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিভ্রাজকাচার্য অষ্টোত্তর শত পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়!!!