Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Rāmānanda Nimāi dāsa (Shariatpur District-Bangladesh - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।

জয় শ্রীল প্রভুপাদ কি!!!, জয় পতিতপাবন গুরুমহারাজ কি!!! জয়।

হে পতিতপাবন গুরুমহারাজ প্রথমে আপনার শ্রীচরণপদ্মে জানািই আমার শতকোটি দন্ডবৎ প্রনাম।হে গুননিধি গুরুমহারাজ আপনার গুনমহিমার ক্ষুদ্র অংশের বর্ননা করা আমার মত জীবের সম্ভব নয়। গুরুমহারাজ আপনার মত একজন মহান আচার্য শিষ্য হওয়ার কোন রকম যোগ্যতা আমার নেই আপনি কৃপাকরে সেই সৌভাগ্য আমাকে দান করেছেন।আপনি এই জগতের সকল জীবদের উদ্ধার করার জন্য কত কষ্ট সহ্য করছেন।গুরুমহারাজ আমি আপনার অযোগ্য সন্তান আপনার অনেক সেবা করতে চাই।কিন্তু আমি শক্তি পাই না।গুরু মহারাজ আপনি আমাকে কৃপা করবেন যেন আপনার সেবা করতে ও ভালোভাবে হরিনাম পরায়ন হতে পারি।

--গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ --

আপনার আযোগ্য দাস/দাসী

রামানন্দ নিমাই দাস (দীক্ষা, পুন্ডরীক ধাম, বাংলাদেশ)

(অর্ধাঙ্গিনী)-সর্বাঙ্গসুন্দরী রাধিকা দেবী দাসী (দীক্ষা, সিলেট, বাংলাদেশ)

(কন্যা) ধুরী রাধা দেবী দাসী(আশ্রয় আকাঙ্খি)