Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Lokapati Murāri dāsa (London - Soho Street - United Kingdom)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

হে পতিতপাবন গুরু মহারাজ,
আপনার চরন যুগলে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন
আপনার ৭৫তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ শ্রীল গুরুমহারাজ! আপনার জয় হোক!

আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম. আমি আপনার মহিমা প্রকাশ করতে অক্ষম. শুধুমাত্র আপনার কৃপাতেই আমি আপনার মহিমা প্রদর্শনের এই কঠিন কাজটি করার চেষ্টা করছি।

হে অধম জনার বন্ধু,

আপনার সন্তান বর্তমানে যে অবস্থায়ই থাকুক না কেন, আপনি কখনই তাকে ছেড়ে দেন না। এমনকি যদি ও আপনি সর্বদা পরিষেবা, মিটিং এবং ভ্রমণে ব্যস্ত থাকেন তবু ও আপনার এই দরিদ্র সন্তানকে মনে রাখতে ভুলেন না। আপনি সর্বদা আমাকে কোন না কোন উপায়ে গাইড করার জন্য আছেন। আপনার ব্যস্ত সময়সূচী সত্ত্বেও, আপনি বিনা দ্বিধায় এই অধমের জন্য নিজেকে সময় দিতে ইচ্ছুক। অতীতে, আমার উপলব্ধি ছিল যে আপনি আপনার ঐশ্বরিক শিষ্যদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। আপনি অবিলম্বে আমার সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ভেঙে দিয়েছেন এবং আমাকে দেখিয়েছেন যে আপনিই একমাত্র সত্যিকারের বন্ধু এবং পথপ্রদর্শক।

হে বাঞ্ছা কল্পতরু,

কল্পবৃক্ষ একে অপরের থেকে ভেদাভেদ না করে সকলের বাসনা যেমন পূরণ করে, তেমনি আপনিও আপনার শিষ্যদের মধ্যে পার্থক্য বিচার না করে সকলের ইচ্ছা পূরণ করেন।

হে গুরুনিষ্ঠ সেবক,

আপনি প্রতিটি মুহূর্তে আপনার দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে যাচ্ছেন কিভাবে নিজ গুরুদেবের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে হয়, কিভাবে একজন উত্তম শিষ্য হয়ে গুরুদেবকে তুষ্ট করতে হয়, কিভাবে শত সহস্র প্রতিকূলতার মধ্যেও গুরুসেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করতে হয়। আপনি চাইলেই ভক্তিবেদান্ত সম্মানসূচক ডিগ্রি লাভ করতে পারতেন। এসব ডিগ্রিগুলি করার আপনার কোন প্রয়োজন নেই। কেবলমাত্র আমার মতো অযোগ্য শিষ্যকে এটি দেখানোর জন্য যে, শত ব্যস্ততার মধ্যেও প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা কতটা গুরুত্বপূর্ণ আর সেটি বাস্তবিকভাবে করা সম্ভব, তা প্রদর্শন করতে আপনি সব ক্লাস করলেন, পরীক্ষা দিলেন ও ডিগ্রি লাভ করলেন।

হে নিতাই কৃপা প্রদায়িনে,

আপনি জীবকে ভবরোগ থেকে উদ্ধার করতে নিজে সহ্য করে চলেছেন শত সহস্র প্রতিকূলতা। তবুও আপনার ক্ষণিক বিরতি নেই। আমার মতো পাষাণ জীব বারংবার নিজ প্রকৃত স্বরূপ ভুলে যায়, ভক্তিজীবনে ঐকান্তিক হতে হবে জেনেও বারংবার জড় মায়ার বিষয়ে জড়িয়ে পড়ে। তবুও আপনি কখনোই আমাদের ত্যাগ করেন না।

হে আমার আধ্যাত্মিক পিতা,

আপনার এই অধম পুত্র এবং কন্যা বহু জন্ম ধরে কৃষ্ণ ভুলে জড় জগতে সুখী হবার ব্যর্থ প্রচেষ্টা করছে। আর আপনি আপনার নিজ শক্তিবলে কৃষ্ণের দিকে টেনে ধরে রেখেছেন। আপনি কৃপা করে এভাবেই আমাদেরকে আপনার চারণ যুগলে ঠাঁই দিন।

আপনার ব্যাসপূজার এই শুভ লগ্নে আপনার শ্রীচরণ কমলে এই প্রার্থনা করি, আমি যেন জন্ম-জন্মান্তরে আপনার শ্রীপাদপদ্ম আঁকড়ে ধরে থাকতে পারি এবং আপনি যেমন প্রভুপাদকে তার মিশন এগিয়ে নেবার জন্য অক্লান্ত প্রচেষ্টা করছেন সেই উপায়ে আমরাও যেন আপনার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি।

আপনার নিত্য চরণ-সেবাকাঙ্ক্ষী দাস এবং দাসী,
লোকপতি মুরারি দাস (Lokpati Murāri Das)
পদ্মা সুপ্রভাময়ী ডেভি দাসী (Padma Suprabhamayi Devī Dāsī)