Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Subāla Kanāi dāsa (Mayapur - India)

{শ্রীল জয়পাতাকা স্বামী গুরুমহারাজ ব্যাসপূজা মহোত্সব ২০২৪}

গুরুদেব

এই শুভ দিনে প্রকটিলে ধরায়
জীবের
নিস্তার হেতু
নাম সংকীর্তন গৌর প্রেম ধন
দিয়া
যে বাধিলে সেতু ।।

পতিত জনেরা আসিয়া সকলে
সে
সেতু আশ্রয় করে
যেবা পাপিজন আপন কল্যাণ
না
জানিয়া দূরে সরে ।।

তাহারো দুর্গতি সহিতে না পেরে
নিজ
গুণে কৃপা করি
জাহা-তাহা জাও অনুরোধ সবে
লইতে
নাম শ্রী-হরি ।।

যদি-বা কেহ প্রচার তাথ্য
খুজিবে
-কো ইতিহাসে
প্রভুপাদ নাম সবার অগ্রেতে
দেখিবে
স্ব-প্রকাশে ।।

সেঁই ভাবে যদি সাধু-সব করে
সন্ন্যাসীর
গণন
সর্বাগ্রে সবে জয়পতাকা নাম
করিবে
-কো স্মরণ ।।

সন্ন্যাসীর গন সবে বিনয়ী হইয়া
সুহৃদ
ভাবেতে বরিবে
তুমি তো মোদের শিরোমণি বলে
ঘোষনা
সে করিবে ।।

নৈষ্টিক ব্রত পালনে দিবারে
উপমা
যদি ধরাতে
জোতি ব্রহ্মচারী সন্ন্যাসী আর
গুরুভক্তি
সিমা তোমাতে ।।

আচার্যের ইচ্ছা পুরণ আর
মহাপ্রভুর
মহিমা
সাক্ষাত প্রমান তুমি সবার
তোমারই
গরিমা ।।

না জানি কি পুণ্য ফলে হেন গুণ নিধি মিলে,
হতভাগ্য -পামর না করে যতনে
কিবা হবে গতি এবে সুবল কানাই দাস ভেবে,
বিষন্য মানসে ইহা বলে।।

যদি কৃপা কইলে মোরে স্বিকারিলে দাস বলে
রাখো
মোরে পদ-ছায়া দিয়া
তুমি তো দয়ার মূর্তি পাপীর ইচ্ছা করো পূর্তি
প্রার্থনা
করহু তা জানিয়া ।।১০

জয় গুদেব জয় গুদেব গুদেব জয় গুদেব
আপনার
অধম সন্তান
সুবল
কানাই দাস
শ্রীধাম
মায়াপুর (TOVP)